কিবোর্ড সর্টকাট | বিভিন্ন মুদ্রার চিহ্ন লেখা (Currency symbol)

আপনি কি কম্পিউটার কিবোর্ডে লিখতে পারেন?

এটা আবার কেমন প্রশ্ন? কম্পিউটার ঘরে আছে, অথচ কিবোর্ড দিয়ে লিখতে পারেনা, এমন লোক পাওয়া যাবে না। কেউ হয়ত ভাল লিখতে পারে, আবার কেউ একটু ধীরে ধীরে লিখতে পারে। তবে লিখতে পারে সবাই। তবে প্রশ্ন হলো আমাদের ব্যবহৃত কিবোর্ড লেআউট দিয়ে কি সব প্রয়োজনীয় লেখা কি সম্ভব?

প্রশ্নটা আর একটু পরিষ্কার করি। ধরে নেই আমাদের লিখতে হবে “আগামী সপ্তাহে ডলারের ($) মূল্য বর্তমান মূল্য থেকে 0.02% বৃদ্ধি পাবে।” এটাতো খুবই সহজ। প্রতিটা অক্ষরই আমাদের কিবোর্ডের বোতামে (Button) আছে। না লিখতে পারার কোন কারণই নেই। এবার আসি মূল সমস্যায়। যদি লিখতে হয় “আপনি ইউরোপের যে কোন দেশে ডলার($) নিয়ে চলতে পারবেন না, পাউন্ড (£) নিয়েও না। ওখানে আপনাকে অবশ্যই ইউরো () নিয়ে যেতে হবে।” এবার আপনাকে কিবোর্ডের মাধ্যমে পাউন্ড বা ইউরো চিহৃ লিখতে হবে। কিভাবে লিখবেন?

যারা জানেন তাদের জন্য খুব সোজা। আসলেও সোজা। তবে যারা জানেন না, তাদের জন্য একটু সমস্যাই বটে।

যাই হোক, নিচের ভিডিও লিংকে খুব সহজেই বর্ননা করা আছে কিভাবে কিবোর্ডের মাধ্যমে বিভিন্ন দেশের মুদ্রার চিহৃ লিখতে হয়।

যদি কেউ ভিডিও দেখে পুরোপুরি বুঝতে না পারেন, তবে টিউমেন্টে জানাবেন। সেই সাথে কারো কোন বিষয়ে দুর্বলতা থাকলে লিখতে পারেন। আশা করছি নিয়মিত ভিডিও টিউটোরিয়াল পাবেন। যদি কেউ নিয়মিত টিউটোরিয়াল আপডেট পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করার জন্য এই লিংকটিতে ক্লিক করুনঃ Subscribe Here

আপনাদের ভাল মন্দ যেকোন ধরনের টিউমেন্ট আশা করছি।

Level New

আমি মোহাম্মদ নূরুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

video na dia text dilei hoto