আসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন।আমি ও ভালো।আমাদের অনেকের কম্পিউটার প্রচুর স্লো কাজ করে সব কিছু ভালো হওয়া সর্তেও।কোন সফটওয়্যার ইন্সটল করতে সমস্যা হয় মাঝে মাঝে কম্পিউটার ১ থেকে ১০/১৫ মিনিটের জন্য নিরাবর্তা পালন করে।গেম খেলতে গেল স্লো কাজ করে।ঠিক এরকম সময় কম্পিউটারের সাথে সাথে যাদের মাথাও গরম হয়ে যায়।আজ তাদের মুক্তির জন্য এই টিউন টি।তো আজ আমি আপনাদের সাথে কিছু সফটওয়্যার শেয়ার করব যেগুলো আপনি ব্যবহার করে আপনার কম্পিউটার অনেক গতি বৃদ্ধি পাবে ১০০% শিয়র।এই সফটওয়্যার গুলো আমিও ব্যবহার করি।প্রথমে আপনি ১ ডিফল্ট কাজ গুলো করে নিন ...আপনার কম্পিউটারের Run এ চলে যান বা কীবোর্ড থেকে Windows key + R চাপুন এবার এখানে Tree লিখলে কম্পিউটার ফাস্ট হয় অনেকেই জানেন এখানে কম্পিউটার ফাস্ট করর জন্য আরও কি কি লিখতে হয় তা নিচে দেওয়া হল।
1.tree
2.chkdsk
3.sfc
4 help
এগুলো সময় পেলে বার বার করতে থাকুন এবার আসি কিছু সফটওয়্যার এর কোথায়।
কম্পিউটার ফাস্ট করার জন্য নিচের সফটওয়্যার গুলোর বেশী প্রয়োজন নয়।
1.Advanced SystemCare
2.Wise Disk Cleaner
3.Platinum Guard
এই ৩টি ব্যবহার করলেই হবে যদি আপনার ইচ্চা হয় আরও সফটওয়্যার ব্যবহার করতে পারেন তবে এগুলো সবচেয়ে ভালো।বেশী সফটওয়্যার এর কারণেও আপনার কম্পিউটার স্লো হয়ে যেতে পারে তাই আমি ৩টি সফটওয়্যার লিস্ট দিলাম।
আপনি আপনার Advanced SystemCare ডাউনলোড করার পরে ইন্সটল করুন এবং ওপেন করলে নিচের ছবির মতো দেখতে পারবেন।নিচের ছবির তীর চিহ্ন গুলর মতো আপনার .Advanced SystemCare এর কনফিগারেসন করে নিন (আমি পুরানো ভার্সন ব্যবহার করছি)আমি আপনাদের লেটেস্ট ভার্সন এর ডাউনলোড লিংক দিছি।
আপনি আপনার Wise Disk Cleaner ডাউনলোড করার পরে ইন্সটল করুন এবং ওপেন করলে নিচের ছবির মতো দেখতে পারবেন।নিচের ছবির তীর চিহ্ন গুলর মতো আপনার Wise Disk Cleaner এর কনফিগারেসন করে নিন (আমি পুরানো ভার্সন ব্যবহার করছি)আমি আপনাদের লেটেস্ট ভার্সন এর ডাউনলোড লিংক দিছি।প্রথমে
Common Cleaner > Start Scan>Start Cleaning এ ক্লিক করবেন
তারপর
Advanced Cleaner Start Scan>Start Cleaning এ ক্লিক করবেন
Slimming System তা এখন জানার দরকার নেই এটা হোল উইন্ডোজ ব্যাকআপ যদি কোন সময় আপনার উইন্ডোজে সমস্যা হয় এটা দিয়ে ঠিক করা যায়(বিস্তারিত জানতে মাকে ফোন করতে পারেন)
Disk Defrag> সব ড্রাইভ সিলেক্ট করুন>Deferagment এ ক্লিক করুন।
আপনি আপনার Platinum Guard ডাউনলোড করার পরে ইন্সটল করুন এবং ওপেন করলে নিচের ছবির মতো দেখতে পারবেন।নিচের ছবির তীর চিহ্ন গুলর মতো আপনার Platinum Guard এর কনফিগারেসন করে নিন।
সব বক্সে টিক দিন কোন বক্স ফাকা রাখবেন না।
তারপর আপনি Start Smart Cleaning Process এ ক্লিক করুন।
ক্লিন হয়ে গেলে বাম সাইডে দেখুন যে Intensive Computer Clean একটি মেনু আছে এই মেনুতে ক্লিক করুন।
এবং Scan করুন তারপর Sellect All এ ক্লিক করুন এবং Remove Sellected Files এ ক্লিক করুন।
এগুলো আপনি কম্পিউটার অন করার সময় একবার এবং অফ করার সময় কমপক্ষে একবার করে করুন Run এবং Platinum Guard কম্পিউটার চলাকালীন মাঝে মাঝে করুন।আশা করি আপনার সমস্যা সব ঠিক হয়ে যাবে কম্পিউটার গতি পাবে আপনার মাথাও ঠাণ্ডা হয়ে যাবে।আপনাদের জন্য এত কষ্ট করে টিউন টি লিখলাম অবশই আপনারা শেয়ার করবেন এবং আমার ফেসবুক ফ্যান পেজে লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেলে Subscribe করবেন আমি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর টিউটোরিয়াল আনছি কিছু দিন পরেই।
আজ তাহলে যাচ্ছি দেখা হবে অন্য কোন টিউনে।
আমাদের টিউটোরিয়াল গুলো সবার মাঝে শেয়ার করুন।
আমাদের ইউটিউবে Subscribe করতে ভুলবেন না।
আমদের ফেসবুক ফ্যান পেজ ।
আল্লাহ হাফেজ।
আমি ওয়াইম্যাক্স সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ব্লগ http://www.ShakibSoft.Com