কোন টাকা লাগবে না! যারা ফ্রি তে গিফট পেতে চান, তাদের জন্য শুধু যারা জানেন, তারা avoid করুন

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। বলে নেই, সৌরভ কান্তি ভাইএর টিউন থেকে সাহায্য নিয়েছি।

আজ আপনাদের একটি উপায় বলে দিব যার মাধ্যমে সবাই টি-শার্ট সহ অনেক জিনিস ফ্রিতে অর্ডার করতে পারবেন। অবশ্য ফ্রি তে  টি-শার্ট পাওয়ার জন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না, জাস্ট একটি ওয়েবসাইটে সাইন আপ করতে হবে। আর এটি পোলান্ড ভিত্তিক একটি ট্রাস্টেড এলিট ওয়েব সাইট। Alexa Rank অনুযায়ী এটি বিশ্বের 14, 125 তম ওয়েবসাইট। এছাড়া আপনি এর অফিসিয়াল ফেসবুক পেইজ এ গিয়ে দেখতে পারেন কি পরিমান মানুষ এই সাইট টি ইউস করে এবং কি পরিমান মানুষ ফ্রি তে বিভিন্ন প্রোডাক্ট পাইসে তার স্ক্রিনশট দেওয়া আছে।

যারা এই সাইট সম্পর্কে জানেন না তাদেরকে এই সাইটের সাথে পরিচয় করিয়ে দেই এই ওয়েব সাইটের নাম হচ্ছে  গোক্যানো এই সাইটের মাধ্যমে প্রতিদিন পয়েন্ট আর্ন করা যায় এবং এই পয়েন্ট দিয়ে আপনি  ফ্রি তে টি-শার্ট কিনতে পারবেন। আর আমাদের জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে এটি ওয়ার্ল্ড এর সব দেশ সাপোর্ট করে এবং শিপিং চার্জ ফ্রি। ওরা পোল্যান্ড থেকে শীপে জিনিসপত্র কুরিয়ার করে, কুরিয়ারের কোন চার্জ নেয় না!

কিভাবে সাইন আপ করবেন: প্রথমে এই লিংক এ ক্লিক করুন -  TEXT FILE টি download করুন। ফাইলটি ওপেন করে যে কোন একটা link copy করুন। browser-এর  নতুন ট্যাব এ লিংকটা paste করুন। Enter চাপুন।

১। পিসি তে সবচেয়ে ভালো হয়। তবে মোবাইলব্যবহারকারীরা Uc Browser ইনস্টল করে সাইন আপ করতে পারবেন।

২। প্রথমে “আমি রোবট নই” এইটায় ক্লিক করুন। একটা টিক চিহ্ন উঠবে। যদি একবারে registration হয়ে যায়, তবে তো ভালো। যদি একবারে registration না হয়, আপনাকে যেকোনো জিনিসের নাম দিয়ে বলবে ওই জিনিস গুলা সিলেক্ট করার জন্য, সিলেক্ট করা হয়ে গেলে ‘যাচাই করুন/VERIFY’ –এ ক্লিক করুন।

৩। এবার নিজের নাম টাইপ করুন-প্রথম অংশ, পরে দ্বিতীয় অংশ।

৪। একটা পাসওয়ার্ড দিন। পাশের ঘরে পুনরায় একই পাসওয়ার্ড লিখুন।

৫। contact- এ নিজের E-mail অ্যাড্রেস লিখুন। পাশের ঘরে Mobile No বসান।

৬। Date of Birth- যথাক্রমে প্রথমে দুটি ঘরে জন্মদিন, পরের দুটি ঘরে মাস, পরের দুটি ঘরে বছর লিখুন।

৭। জেন্ডার সিলেক্ট করুন,

৮। কোন সাইজের শার্ট, তা সিলেক্ট করুন,

৯। জিপ কোড এ টিউন কোড লিখুন,

১০। দেশ সিলেক্ট করুন।

১১। এরপর ২ নং এ যা আছে, তা করুন। যদি আগেই করেন, আর “আমি রোবট নই” এই ঘরে টিক চিহ্ন উঠে, তবে করার দরকার নাই।

১২। Register New Account- এ ক্লিক করুন।

Your account has been created…. এমন লেখা আসবে। এবার চলে যান আপনার Email-এ, দেখুন গোক্যানো থেকে একটা মেইল এসেছে। ‘Activate’-লেখাতে ক্লিক করুন।

ব্যাস, হয়ে গেল আপনার আকাউন্ট।

* অবশ্যই মনে করে  ইমেইল ভেরিফিকেশন করুন, না হলে আপনার একাউন্ট একটিভ হবে না। সাইন আপ করার সময় অবশ্যই আসল নাম ব্যবহার করবেন, এবং আপনার টি-শার্ট এর সাইজ (S, M, L, XL or XXL) সিলেক্ট করে দিবেন।

নিচের চিত্রে দেখুন-

 

 

 

কিভাবে পয়েন্ট GN কালেক্ট করবেন : প্রতিদিন লগইন করে পয়েন্ট কালেক্ট করবেন, একদিন ও মিস দিবেন না।

১. Email এবং Password type করে লগইন করুন এবং Collect daily points এ ক্লিক করুন। (আপনি ১ পয়েন্ট পাবেন)

২. এরপর Complete The missions এ ক্লিক করুন। (এখানে যে কোন একটি ভোট দেওয়ার মাধ্যমে পাবেন আরো ১ পয়েন্ট)

৩. Invite Friends (একজন রেফার করলে পাবেন ১ পয়েন্ট)

কিভাবে টি-শার্ট অর্ডার করবেন : টি-শার্ট অর্ডার করার দুইটা উপায় আছে, আপনাদের কাছে যেইটা সুবিধা জনক মনে হয় আপনারা সেইটা ফলো করুন।

পদ্ধতি ১ - পয়েন্ট কালেক্ট করে টি-শার্ট অর্ডার করা : ধরুন আপনি একটি টি-শার্ট অর্ডার করতে চান  এজন্য আপনাকে কিছুদিন লগইন করে ৬৫ GN পয়েন্ট কালেক্ট করতে হবে। এভাবে যখন আপনার পয়েন্ট ৬৫ GN হবে তখন আপনি টি-শার্ট অর্ডার করতে পারবেন।  এছাড়া আপনি অন্যান্য Product পয়েন্ট জমিয়ে কিনে নিতে পারবেন।

পদ্ধতি ২ - গোল্ড মেম্বার হয়ে টি-শার্ট অর্ডার করা : গোক্যানো গোল্ড মেম্বারদের প্রত্যেক কে ১ টি করে টি-শার্ট ফ্রিতে দিয়ে থাকে। আপনি যদি ৩০ জনকে রেফার করতে পারেন তাহলে আপনি গোল্ড মেম্বার হবেন। তখন আপনাকে একটি টি-শার্ট আপনার দেওয়া এড্রেস এ পাঠিয়ে দিবে। এছাড়া ও তখন আপনি প্রতিদিন ৪ পয়েন্ট করে আর্ন করতে পারবেন।

 Restock Date কি :  আপনার কাছে পয়েন্ট থাকলেই আপনি টি-শার্ট অর্ডার করতে পারবেন না। আপনি এখন টি-শার্টঅর্ডার করতে চাইলে Prize not available দেখাবে, কারণ গোক্যানো প্রতি মাসে ১ বার অর্ডার নেয় এবং প্রোডাক্ট অর্ডার নেওয়ার তারিখ অনেক আগেই সাইটে Post এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। আর এটাকে Restock Date বলা হয়। আগামী Restock হবে  অক্টোবর মাসে তাই এখন থেকে পয়েন্ট জমানো শুরু করে দিন।

সতর্ক বার্তা : কোনো ধরনের চিটিং করার চেষ্টা করবেননা, যেমন নিজেই একাধিক ইমেইল খুলে নিজের বেফারেল বৃদ্ধি করার চেষ্টা করা   যদি করেন তাহলে আপনার একাউন্টটি চিরকাল এর জন্য সাসপেন্ড হয়ে যাবে। তাদের সাইটের একটি টিউন নিচে দিলাম দেখেন কি লিখা আছে।

Additionally, we banned a lot of users who used fake referrals. Therefore, we would like to warn you and ask you to play fair, not using fake referral accounts to obtain the points and the rank.

এরপরেও যারা বিশ্বাস করেননি, তারা টিউমেন্ট করা থেকে বিরত থাকুন।

Level 0

আমি মাহমুদ পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস