আজ আমি আপনাদের সাথে একটা ছোট্ট ট্রিক্স শেয়ার করব। গ্রামীন ফোন আমাদের দেশের অন্যতম রক্তচোশা কোম্পানী।বিভিন্য ফালতু অফার এর মাধ্যমে আমাদের রক্ত জল করা পয়সা তারা শুশে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।আমার সাথে একমত না, কে কে হাত তোলেন? যাই হোক তারা আমাদের মহান ইন্টারনেট সেবা প্রদান করে থাকেন,সেই সাথে তারা আমাদের একটি সুদৃশ্য মডেম কিনতে বাধ্য করেন।সেই সাথে আছে তাদের এন্টিক ইন্টারনেট সিম।নরমাল সিমের সাথে এটির কি পার্থক্য আমি তা এখনো বুঝি নাই।যাই হোক আমাদের এত দিন কার জানা মতে তাদের সুদৃশ্য মডেম দিয়ে শুধু মাত্র তাদের ইন্টারনেট সেবাই উপভোগ করা যায়।আমাদের এই ধারনার পেছনে কারন যে তারা তাদের সুদৃশ্য মডেমটিকে তাদের লোগো দিয়ে সাজিয়েছে সুতরাং তাদের এই মডেম দিয়ে অন্য কোন কোম্পানীর ইন্টারনেট ব্যবহার করতে পারার কথা না।
আমাদের সবার প্রিয় টিটি একটা পরিবারের মত আর তার বেশির ভাগ সদস্য জিপির ইন্টারনেট ইউজ করে।আর স্বাভাবিক ভাবেই তারা জিপির হাতে বন্দি।ইচ্ছা থাকা সত্তেও তারা অন্য কোম্পানীর ইন্টারনেট সেবা উপভোগ করতে পারেনা।এই তো সেদিন ওয়ারিদের একটি চমৎকার অফার এল যে সপ্তাহের প্রতি শুক্রবার ও শনিবার ৩০টাকায় ২দিনে ১জিবি ইউজ অফার।তার মানে প্রতি মাসে ৪টি শুক্রবার ও শনিবার মানে ৮দিনে ৪জিবি,ধুমসে ডাউনলোডের জন্য যথেস্ট।এই অফার ম্যাক্সিমাম গ্রাহক উপভোগ করতে পারেনি জাস্ট একটা মডেমের অভাবে,কারন মোবাইল দিয়ে আর কত ডাউনলোড করা যায়?সেই মডেমের অভাব আজ আমি আপনাদের ঘুচিয়ে দেব।দেখাবো জিপির মডেম দিয়ে কিভাবে অন্য কোম্পানীর ইন্টারনেট ইউজ করতে হয়।আমি স্ক্রীনশট সহ বিস্তারিত নিচে বর্ননা করছি। আমি প্রথমে ওয়ারিদের ক্ষেত্রে স্ক্রীনশট সহ বিস্তারিত পদ্ধতিটি বর্ননা করছি এবং পরে বাংলালিঙ্ক, রবির ক্ষেত্রে পদ্ধতিটি বর্ননা করছি।
১.জিপি মামার মডেম এর ডিফল্ট ওয়েলকাম স্ক্রীন এটি।
২. Tools এ গিয়ে Option ক্লিক করুন।
৩. Profile Management এ ক্লিক করুন।
৪. New ক্লিক করুন।
৫. "Profile Name" এর যায়গায় লিখুন "Warid Internet" এবং "APN" Static সিলেক্ট করুন এবং এর জায়গায় লিখুন "internet" (APN সবসময় ছোট হাতের হবে)।
বাংলালিঙ্ক এবং রবির ক্ষেত্রে
রবি
Profile Name:- Robi Internet
APN:- internet
বাংলালিঙ্ক
Profile Name:- Banglalink Internet
APN:- blweb
***APN সিলেকশন সবসময় "Static" (সবার ক্ষেত্রে)
৬. OK করে Yes করুন।
৭. ব্যাস তৈরি হয়ে গেল আপনার বিভিন্ন কোম্পানীর প্রোফাইল।
৮. এখন যে মামা ভালো ইন্টারনেটের অফার দিবে, সেই মামার সিম মডেমে ভরবেন আর সে মামার প্রোফাইল সিলেক্ট করে জাস্ট "Connect" ক্লিক করবেন।
৯. দেখুন মজা। আমরা বাঙ্গালী আর তাই অলওয়েজ করি চোরের উপর বাটপারি। কেউ মাইন্ডে নিয়েন না।
সময় নিয়ে এই টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হাত তুলসি, নামাব?
(ধুর আপনি এত অলস যে হাত নামাতে বলতে পারলেন না! তাই নামিয়ে ফেললাম………………)
BTW থাঙ্কু…………………