জিপির মডেম দিয়েই ফুলস্পিডে উপভোগ করুন বাংলালিঙ্ক, রবি এবং ওয়ারিদের ইন্টারনেট (ঈদ উপহার)

আজ আমি আপনাদের সাথে একটা ছোট্ট ট্রিক্স শেয়ার করব। গ্রামীন ফোন আমাদের দেশের অন্যতম রক্তচোশা কোম্পানী।বিভিন্য ফালতু অফার এর মাধ্যমে আমাদের রক্ত জল করা পয়সা তারা শুশে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।আমার সাথে একমত না, কে কে হাত তোলেন? যাই হোক তারা আমাদের মহান ইন্টারনেট সেবা প্রদান করে থাকেন,সেই সাথে তারা আমাদের একটি সুদৃশ্য মডেম কিনতে বাধ্য করেন।সেই সাথে আছে তাদের এন্টিক ইন্টারনেট সিম।নরমাল সিমের সাথে এটির কি পার্থক্য আমি তা এখনো বুঝি নাই।যাই হোক আমাদের এত দিন কার জানা মতে তাদের সুদৃশ্য মডেম দিয়ে শুধু মাত্র তাদের ইন্টারনেট সেবাই উপভোগ করা যায়।আমাদের এই ধারনার পেছনে কারন যে তারা তাদের সুদৃশ্য মডেমটিকে তাদের লোগো দিয়ে সাজিয়েছে সুতরাং তাদের এই মডেম দিয়ে অন্য কোন কোম্পানীর ইন্টারনেট ব্যবহার করতে পারার কথা না।

"কিন্তু ভু ভুল"

তাদের সুদৃশ্য মডেমে সকল মোবাইল কোম্পানীর সিম ভরা যায় এবং তা দিয়ে সকল

মোবাইল কোম্পানীর ইন্টারনেট সেবা উপভোগ করা যায়

কিন্তু কি করে?

আমাদের সবার প্রিয় টিটি একটা পরিবারের মত আর তার বেশির ভাগ সদস্য জিপির ইন্টারনেট ইউজ করে।আর স্বাভাবিক ভাবেই তারা জিপির হাতে বন্দি।ইচ্ছা থাকা সত্তেও তারা অন্য কোম্পানীর ইন্টারনেট সেবা উপভোগ করতে পারেনা।এই তো সেদিন ওয়ারিদের একটি চমৎকার অফার এল যে সপ্তাহের প্রতি শুক্রবার ও শনিবার ৩০টাকায় ২দিনে ১জিবি ইউজ অফার।তার মানে প্রতি মাসে ৪টি শুক্রবার ও শনিবার মানে ৮দিনে ৪জিবি,ধুমসে ডাউনলোডের জন্য যথেস্ট।এই অফার ম্যাক্সিমাম গ্রাহক উপভোগ করতে পারেনি জাস্ট একটা মডেমের অভাবে,কারন মোবাইল দিয়ে আর কত ডাউনলোড করা যায়?সেই মডেমের অভাব আজ আমি আপনাদের ঘুচিয়ে দেব।দেখাবো জিপির মডেম দিয়ে কিভাবে অন্য কোম্পানীর ইন্টারনেট ইউজ করতে হয়।আমি স্ক্রীনশট সহ বিস্তারিত নিচে বর্ননা করছি। আমি প্রথমে ওয়ারিদের ক্ষেত্রে স্ক্রীনশট সহ বিস্তারিত পদ্ধতিটি বর্ননা করছি এবং পরে বাংলালিঙ্ক, রবির ক্ষেত্রে পদ্ধতিটি বর্ননা করছি।

১.জিপি মামার মডেম এর ডিফল্ট ওয়েলকাম স্ক্রীন এটি।

২. Tools এ গিয়ে Option ক্লিক করুন।

৩. Profile Management এ ক্লিক করুন।

৪. New ক্লিক করুন।

৫. "Profile Name" এর যায়গায় লিখুন "Warid Internet" এবং "APN" Static সিলেক্ট করুন এবং এর জায়গায় লিখুন "internet" (APN সবসময় ছোট হাতের হবে)।

বাংলালিঙ্ক এবং রবির ক্ষেত্রে

রবি

Profile Name:- Robi Internet

APN:- internet

বাংলালিঙ্ক

Profile Name:- Banglalink Internet

APN:- blweb

***APN সিলেকশন সবসময় "Static" (সবার ক্ষেত্রে)

৬. OK করে Yes করুন।

৭. ব্যাস তৈরি হয়ে গেল আপনার বিভিন্ন কোম্পানীর প্রোফাইল।

৮. এখন যে মামা ভালো ইন্টারনেটের অফার দিবে, সেই মামার সিম মডেমে ভরবেন আর সে মামার প্রোফাইল সিলেক্ট করে জাস্ট "Connect" ক্লিক করবেন।

৯. দেখুন মজা। আমরা বাঙ্গালী আর তাই অলওয়েজ করি চোরের উপর বাটপারি। কেউ মাইন্ডে নিয়েন না।

সময় নিয়ে এই টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি হাত তুলসি, নামাব?
(ধুর আপনি এত অলস যে হাত নামাতে বলতে পারলেন না! তাই নামিয়ে ফেললাম………………)
BTW থাঙ্কু…………………

    য়াপনাকেঁওঁ ওঁনেঁকঁ ঠেঙ্কুঁ

সরাসরি প্রিয়তে…………….

    ধন্যবাদ হাসান ভাই

টিউনটি ভালো লাগল।
উল্লেখ্য, আমি গত চার মাস ধরে জিপি মডেম দিয়ে এভাবেই (কখনো বাংলালিংক, কখনো রবি সিম) নেট ব্রাউজ করে আসছি।
ধন্যবাদ আপনাকে।

    ধন্যবাদ পিন্টু ভাই

জটিল হয়ছে বস…
“আমার মডেমে কোন সিম লাগাব আমি সিটিসেল এর জোমআল্ট্রা ব্যবহার করি”?????……
আর ভাই যদি পারেন হারামি ফোনের ছবি টা সরিয়ে ফেলেন দেখতে খারাপ লাগে

    জুম আল্ট্রা মডেম এ কি G.S.M সাপোর্ট করে? যদি করে তবে প্রসেস একই,জাস্ট প্রোফাইলটা চেঞ্জ করে নিবেন।
    আর হারামি ফোনের ছবি টা জাস্ট ফানি পোস্ট,যাতে সবাই মজা পায়।প্লিজ কেউ সিরিয়াসলি নিবেন না।

    জি না GSM না, এটা CDMA

আমি জিপি মোডেম ইউজ করিনা। এর পরও ভাল লাগল।

    মন্তব্যের জন্য ধন্যবাদ আদনান ভাই

জানা আছে ভাই…………….।
আমিও হারামি ফোনের মডেম ব্যবহার করি……………………
কিন্তু সীম বাংলালিংক………………………..
ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য……………….।

    মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ অনন্ত ভাই।

আকাশ ভাইয়া আমার একটা উপকার করেন..আমার একটা মডেম আছে এটি বাহির থেকে আনা কিন্তু মডেমের সাথে সফটওয়ারটি কাজ করে না. আপনি যদি গ্রামিন ফোনের সাফটওয়ারটি যদি দিতেন আমার খুব উপকার হতো
my blogsite: http://free-ngage-downloads.blogspot.com

    আপনি কি সিউর যে গ্রামীন ফোনের সফটওয়্যার এর সাথে আপনার মডেম কাজ করবে? যদি সিউর থাকেন তবে আপনার মেইল এড্রেসটি দিন,আমি ২,১ দিনের মাঝে মেইল করে সেটাপ ফাইল টি পাঠিয়ে দিব।

yes kaj korbe. my mail address holo: [email protected]

    যেই কমপানির মডেম সেই কমপানির ওয়েবে গিয়ে দেখেছেন? সেখানে সফট পাবার কথা। ধন্যবাদ

Level 0

এইতো আরেকটি চমৎকার পোষ্ট করলেন,
ঈদ উপহারটা চমৎকার,
তবে আমি অয়াইম্যক্সিয়ান+ব্র্যান্ডিয়ান(ব্রড), তাই আপাদত কাজে লাগতেছেনা

    অনেক ধন্যবাদ লাকি ভাই,

ভাল টিপস্ আমি ১ বছর ধরে গ্রামীন মডেম+সিম ইউজ করি ……………………………………. আমি জানতাম ভাল লাগল
…………সালা গ্রামীন………..

ভালো জিনিস জানা হল।ধন্যবাদ।

    ধন্যবাদ রাসেল ভাই।

আমি GP মডেম use করি । আর সিম রবি

    মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ স্তাবক ভাই

দারুন উপায়। জানানোর জন্য ধন্যবাদ।

    ধন্যবাদ সাইফূল ভাই

আমি Broad-Band ইউস করি but টিউন টা ভালো লাগলো ,,,,,,প্রিয়তে ,,,,

    মন্তব্যের জন্য ধন্যবাদ রিপন ভাই

Ami dashar bahira achi tarpor o aponar tune ti balo laglo thankyou.

    ধন্যবাদ আউয়াল ভাই

Level 0

nice……………

    ধন্যবাদ কিরন ভাই

Level 0

ami prothom thekei ai vabe onanno sin use kortam.aneker hoitoba kaje debe.thaks nice tune er jonno

    অনেক ধন্যবাদ রাজ ভাই

আল্লার কাছে কই আপনে এতোদিন কোথায় ছিলেন.. অনেক ধন্যবাদ. ভাই.
ভাইয়ারে আমাদের দের মেরে পেলতেছে আরো কিছু আসা করি.

    মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

অনেক ধন্যবাদ আপনাকে। এই কাজটা আরো অনেক সহজ ভাবে করা যায় ডায়েল আপ বানিয়ে ইউস করলে। ভালো থাকুন। অনেকের উপকার হবে আসা করি।
শুভ কামনা

    আপনাকেও অনেক অনেক ধন্যবাদ পুদিনা ভাই।

প্লিজ কেঊ কি আমাকে বুঝিয়ে বলবেন যে জিপি মামার নরমাল সিম আর ইন্টারনেট সিমের মাঝে পার্থক্য? অনেক দিন থেকে এটা জানার আমার খুব ইচ্ছা।

    জিপি নেটের সিম দিয়ে কল করা যায় না। আউটগয়িং বন্ধ করা। ইনকামিং ও মনে হয় বন্ধ করা। শুধু কাস্টমার কেয়ারে ঠুকবে। আর নরমাল সিম তো বুঝেন ই

    ধন্যবাদ পুদিনা ভাই জানানোর জন্য। ইন্টারনেট সিম পুরা বাটপারির ধান্দা

জিপি “একতা” সিম দিয়ে নরমাল ট্যারিফ থেকে কম দামে ইন্টারনেট ব্যাবহার করা যায়। ১জিবি ২৫০ টাকা, ৩জিবি ৬০০ টাকা। ইরন্টারনেট সিম আর নরমাল সিমে স্পিড এবং দামে কোন পার্থক্য নেই।

    ইন্টারনেট সিম পুরা বাটপারির ধান্দা

কেউ কি জিপি মোডেম এর সফটওয়্যারটি আমাকে দিতে পাবেন?

    মডেম এর সফটওয়্যার তো মডেমের ভিতর বিল্টইন থাকে। জিপি মামা ইদানিং আবার সফটওয়্যার ছাড়া মডেম বিক্রি করতাছে নাকি?

জিপির মডেম ফালাইয়া দিছিলাম! …. খাঁড়ান, ডাস্টবিন থেইকা আবার কুড়াইয়া লইয়া আহি …। হেঃ হেঃ ….

    হেঃ হেঃ…………………ধন্যবাদ অক্ষর ভাই।

ভালো লাগলো

    ধন্যবাদ মামুন ভাই

thanks

    ধন্যবাদ রাসেল ভাই

Waird অন্য সিম এর Access num কি আলাদা হবে নাকি বল্লে ভাল হত।

    না ভাই সব এক,আলাদা করে কিচ্ছু যোগ করতে হবেনা

ভাই নেট গতি বাড়ার কি টিপস

    এর উপর বেশ কিছু সুন্দর টিউন আছে,সার্চ দিয়ে দেখতে পারেন।

আকাশ ভাই জটিল টিউন করার জন্য ধন্যবাদ। এই টিউনটি অনেকেরই কাজে আসবে। যদিও আমার এখন কাজে আসবে না কারণ আমি সিটিসেল জুল আল্টা ব্যবহার করি। কিন্তু টিউনটি আমার অনেক বন্ধুরই কাজে লাগবে… 🙂

    ধন্যবাদ বাপ্পি ভাই

ভাই, একটা জিনিস ই দিছেন…………………….।

    ধন্যবাদ মহিউদ্দীন ভাই।

বাংলালিঙ্ক এর কে বি পি এস কতু। হারামিন এর মতই নাকি

Level 0

এমন কিছুর জন্যই হয়তবা এতোদিন অপেক্ষা করছিলাম, ধন্যবাদ আপনাকে , ওয়ারিদের অফারটা কি এখনো আছে ? তাহলে যাই এখনি ওয়ারিদ সিম কিনে নিয়ে আসি.. ভালো থাকবেন , আরো লিখবেন

অনেক অনেক ধন্যবাদ, সুন্দর ও কাজের একটা পোস্ট……।

এয়ারটেল সিম ধুকাইছি কিন্তু,
Unlock data card
please enter unlock code
remaining attempts 10

আস্তেছে কি করব?

ভাই আমি টেলিটক ব্যবহার করতে চাই? হবে কিভাবে?

Level 0

unlock code den

Level 0

খুবই দরকারী টিউন……..

ভাই অনেক ধন্যবাদ আপনাকে এই ধরনের প্রয়োজনীয় পোষ্ট করার জন্য। আমার অনেক উপকার হবে।

Teletalk 3g old gp modem a kivaba use korbo Help

খুবই ভালো টিউন। এরকম টিউন আমার দরকার ছিলো। ভালো লাগলে আমার সাইট ঘুরে আসবেন http://sharebd.ga

ভাই এরকম আরও পোস্ট করবেন। [url=http://sharebd.ga]আমার সাইট[/url]

ভাই এরকম আরও পোস্ট করবেন।
আমার সাইট