TrueCaller থেকে নিজের নাম্বার মুছে নিন সহজেই।। এবার কেও আপনাকে আর ট্র্যাক করতে পারবেনা :)

TrueCaller সম্বন্ধে মোটামুটি সবাই জানেন। এটা এমন একটা এপস্‌ যার মাধ্যমে অপরিচিত কেও কল করলে তার সম্বন্ধে জানা যায় সহজেই। যদিওবা অনেক উপকারি একটা এপস্‌ এটি কিন্তু তার পরেও অনেকে এটা পছন্দ করেনা। আমার আজকের টিউনটা মূলত তাদের জন্যই 🙂

চলুন তার আগে জেনে নেই TrueCaller কিভাবে আমাদের ট্র্যাক করে থাকে?

আমরা যখন TrueCaller আমাদের স্মার্টফোনে ইন্সটল দেই, তখন অটোমেটিকভাবে আমাদের ফোনের কন্টাক্ট লিস্ট TrueCaller এর ডেটাবেজে সেভ হয়ে যায়।

আমরা যখন কারো নাম্বার দিয়ে তার সম্বন্ধে ইনফরমেশন জানতে চাই তখন TrueCaller তার ডেটাবেজ থেকে আমাদের ইনফরমেশন দিয়ে থাকে।

আবার অনেকক্ষেত্রে দেখা একই নাম্বার অনেকের ফোনে বিভিন্ন নামে সেভ থাকতে পারে। সেক্ষেত্রে TureCaller নাম্বারগুলো alphabetical order এ দেখাবে।

এখন চলুন দেখে নেই কিভাবে TrueCaller থেকে আপনার নাম্বার ডিলিট করবেন?

প্রথমে এই লিংকে যান- or  Click Here

তাহলে নিচের মতো একটা ফর্ম পাবেন।

এবার নিজের কান্ট্রি সিলেক্ট করে ফোন নাম্বার দিন। তারপর, যেকোনো একটা রিজন সিলেক্ট করে ক্যাপচা পূরন করুন।

সবশেষে unlist বাটনে ক্লিক করুন।

That's it..

এখন থেকে আর কেও আপনাকে TrueCaller এর মাধ্যমে ট্র্যাক করতে পারবেনা। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন 🙂

আমাকে পাবেন-

ফেসবুকে আমি || টুইটারে আমি

 

Search Tags: TureCaller, remove ur number from truecaller, easy way to remove your truecaller truecaller acount, remove ur number from truecaller, easy way to remove your truecapainful turecallerremove ur number from truecaller, easy way to remove your trueca

Level 0

আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 153 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A man who listens to his heart.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস