আপনি কি অসতর্কাবস্থায় আপনার ক্যামেরার ম্যামোরি কার্ড থেকে ছবি ডিলিট করে ফেলেছেন? চেক করার আগেই কি ফরম্যাট দিয়ে ফেলেছেন? ছবি/ফাইলগুলো কি খুবই জরুরী ছিল? কি করবেন তাই ভাবছেন তো?
আমি বলি কি করতে হবে, হয়ত আপনি আপনার ছবিগুলো পেয়েও যেতে পারেন। আপনি গুগলে সার্চ দিলে অনেকগুলো ম্যামোরি কার্ড রিকভারি টুল পেয়ে যেতে পারেন। যার মধ্যে খুব কমই ফ্রীওয়্যার। আর ফ্রীওয়্যার হলেও quality is not up to that mark you’re looking for!
যাই হোক এইক্ষেত্রে যে ফ্রীওয়্যারটি সবচেয়ে কার্যকর প্রতিপন্ন হতে পারে সেটি হল ” পিসি ইন্সপেক্টর স্মার্ট রিকভারি ”
প্রথমত আপনার যে জিনিসটি নিশ্চিত করা জরুরী সেটি হল ফরম্যাট অথবা ডিলিট করে ফেলার পর আপনি আপনার ম্যামোরী কার্ডে আর কোন ছবি নতুন করে লোড করেন নি। নতুন করে ছবি লোড করায় ম্যামোরীতে ছবি অ্যাসাইন হয়ে গেলে আপনার ছবি রিকভার করা মুশকিল হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে পিসি ইন্সপেক্টর আপনাকে রিকভারির ক্ষেত্রে ১০০% গ্যারান্টি দিতে পারে না।
এই অসাধারন টুলটি Win 9x, ME, NT 4.0, XP এবং Windows™ 2000 প্ল্যাটফর্মকে সাপর্ট করে থাকে। এবং এই্ টুল যে সমস্ত পিকচার ফরম্যাটকে সাপর্ট করে থাকে সেগুলো হল – .jpg, .amr, .tif, .bmp, .gif, Canon .crw, Fuji .raf, RICOH .raw, Olympus .orf (E-XX), Olympus .orf (C5050), Nokia 3gp, Kodak .dcr, Minolta .mrw, Nikon .nef (D1H/D1X), Nikon .nef (D2H/D2X), Nikon .nef (E5000/E5700), Sigma – Foveon .x3f, mp4, quick time .mov (Konica Minolta). এবং ভিডিও ফাইলের মধ্যে .avi, QuickTime .mov ফরম্যাট and অডিও ফাইলের মধ্যে .wav, .dss ফরম্যাট ও রিকভার করা যাবে।
এই টুল শুধুমাত্র ক্যামেরার ম্যামোরি কার্ডের ক্ষেত্রে প্রযোয্য নয়, এটি যে কোন ধরনের ম্যামোরি স্টিকের ক্ষেত্র কাজ করতে পারে।
এইবার রিকভারি প্রসেস এর স্টেপগুলো একবার দেখে নেয়া যাক –
সিম্পল। একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই কাজের একটা টুল।
BEST OF LUCK!
আমি রাশেদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Some persons have some own dreams like me. My dreams to be a good freelancer who earn money from internet throw his activities. I want to show my creativity with this site. That's why I want permission from admin.