দেশ বিদেশের যেকোনো মোবাইল নাম্বারে ফ্রী কল/ম্যাসেজ করুন না টাকা কাটবে না এমবি কাটবে।(নতুন বিগর বাপ)(হট টিউন+না দেখলে লস+শুক্র বার স্পেশাল)

আসালামু আলাইকুম,

কেমন আছেন আমার বড় বড় বন্ধুরা?আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন।আমিও ভালোই আছি।

আমরা বাঙালি সব সময় ফ্রী জিনিস ব্যবহার করতে ভালোবাসি।GP,BL,Tel ইত্যাদি আর ব্যবহার করব না কারণ এগুলোই কথা বলতে টাকা লাগে।তাই আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপস শেয়ার করব যেটা দিয়ে কথা বলতে পারবেন সব দেশের যে কোন নাম্বারে একদম ফ্রী।আপনারা হয়তো অনেকে জানেন যে Bigo বা Spoof Voice এই ২টি সফটওয়্যার দিয়ে ফ্রী কল করা যেত কিন্ত এগুলোতে এখন আর ফ্রী কল হয় না।তাই আমি আপনাদের যেই অ্যাপসটি দিবো যেটা দিয়ে আপনি ফ্রী কল অনেকদিন যাবত করতে পারবেন আর শুধু কল নয় এসএমএস করতে পারবেন।এই সফটওয়্যার টি একদম নতুন।এবং আর সার্ভিস বেস ভালো।তো চলুন তাহলে আমাদের ফ্রী কল দেওয়া শুরু করে দিই।তার আগে আমরা একটা বিষয় জেনে নিই যে আপনি যার নাম্বারে ফোন দিবেন আপনার নাম্বার সে দেখতে পারবে না অন্য নাম্বার দেখাবে যেমন আপনার নাম্বার ০১৭১৩৬৬০২৯৯ দেখাবে ০১৯৮৪০০০২৪০ বা ৮৪৪৪ বা ০১৫৭৮৫৪২৬৩০ এরকম।

প্রথমে এই অ্যাপস টি ডাউনলোড করে নিন।

মিডিয়াফায়ার থেকে ডাউনলোড

এবার নিচের ছবির মত কাজ গুলো করুন

উপরের ছবির মত আপনি আপনার মোবাইল নাম্বার টা দেন।

 এবার আপনার মোবাইল একটি ম্যাসেজ আসবে এটা অটো অ্যাক্টিভ হয়ে যাবে।তারপর আপনার

নামটা দেন।

 

এবার Start using TalKU লেখাটাই ক্লিক করুন

 

সব শেষ এবার আপনার TalKU থেকে Get Creadits এ ক্লিক করুন।

দেখুন আপনার ১৫ ক্রেডিট রয়েছে।এবার আপনি উপরের ছবির যে লাল লাল বাক্স দেখছেন

ওই বাক্স গুলতে ক্লিক করে ক্রেডিট বাড়িয়ে নিন।

                 আপনি ডেইলি চেক এ ক্লিক করলে ৫ ক্রেডিট করে প্রতিদিন পাবেন।

                  আমি প্রথমবার ৫ ক্রেডিট পায়ছি এবং আরও যদি আপনি

                  ভিডিও দেখেন অনেক ক্রেডিট বাড়াতে পারবেন এভাবে ৮০০+ অধিক

                  ক্রেডিট বাড়াতে পারবেন আর কথা বলতে পারবেন।

                 দেখুন আমার এখন ২০ ক্রেডিট।এবার আপনি যার কাছে ফোন করবেন

                 তার নাম্বার দেন এবং কল দিন আর দেখুন যাদু

কল দিতে আপনার ডাটা অন করতে হবে কিন্তু ১কেবি ও কাটবে না। এবং ১ পয়সাও কাটবে না।

আপনি এই ভাবে কথা বলুন।কোন সমস্যা হলে আমাকে জানাতে পারেন নিচের টিউমেন্টে বা নাম্বারে।

আমরা এই সফটওয়্যারটির কল রেট জেনে নিইঃ

২ ক্রেডিট প্রতি মিনিট যে কোন নাম্বারে।

০.৯০ ক্রেডিট প্রতি এসএমএস যেকোনো নাম্বারে।

আপনি চাইলে আপনার মাস্টারকার্ড দিয়ে আপনি ক্রেডিট কিনতে পারবেন এবং কাস্টম নাম্বার বানাতে পারবেন।

অনেক কষ্ট করে আপনাদের জন্য এই টিউন টি করলাম আমার এই ব্লগ খুব তাড়াতাড়ি ডট কম হতে যাচ্ছে তাই ShakibSoft.Com দিলাম আপনারা আমার এই লেখাটি সবার মাঝে শেয়ার করুন।এবং আপনাদের জন্য আমি খুব সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল বানাচ্ছি ইন্টারনেট শেষ হলে ইউটিউবে আপলোড দিবো আমার ইউটিউব চ্যালেনে Subscribe করতে ভুলবেন না কিন্তু।এবং আমার সব টিউন এবং নতুন খবর পেতে আমাদের ফেসবুক ফ্যান পেজে লাইক দিতে ভুলবেন না।আমি যেহেতু,

আপনাদের সকলের ছোট টিউনার সেহেতু  আমার এগুলো প্রাপ্য।

আমার ফেসবুক প্রোফাইল

আমার ফেসবুক ফ্যানপেজ

আমার ইউটিউব চ্যালেন ।(For Tutorial And Short Flim)

আমার ব্লগ একবার ঘুরে আসতে পারেন।

টিউনি পরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না,

পরবর্তী গবেষণা শেষে আবার আসব।

সেই পযন্ত সবাই ভালো থাকবে,সুস্থ থাকবেন এবং আমার জন্য

দোয়া করবেন।

।।।।।।।।।।।।।।।।।।।।।আল্লাহ হাফেজ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।

Level New

আমি ওয়াইম্যাক্স সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Copy post… Vai notun kicu koren

Level 0

offer er app download dici but credit add hoyna

ডিংটোন নিয়ে টিউন দেখতে দেখতে চোখ ঝাপসা হয়ে গেছে! ডিংটোন ব্যবহার করছি অন্তত তিন বছর হবে। এখনো ২৫০০+ ক্রেডিট আছে! ভাইরে নতুন কিছু নিয়ে লেখেন, একই মাল নিয়ে আর কত জন টিউন করবে???

Level 0

oi sakib…amar lumia 540 er jonne imo apps ta veshon dorkar..deti parbi vai….???

ভাই কই থেকে কপি করছি আমি আমাই লিংক টা দেন তো দেখি…আগে ছিল Bigo–আর এখন Bigo ফ্রী নাই তাই Talku নিয়ে পোস্ট করছি@
কাফি হাসান

ভাই এটা TalKU ডিংটোন না@বড় ভাই

দেখি কেমন এটা