নিয়ে নিন বেশ কিছু হোস্টিং সাইটের প্রোমো কোড আর কম দামে কিনে নিন ডোমেইন ও হোস্টিং

আজকে আপনাদের জন্য একটি অন্যরকম টিউন নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই হয়ত কম দামে ডোমেইন ও হোস্টিং খুঁজছেন। নিচে কিছু হোস্টিং সাইটের অফারের কুপন দেওয়া হল যার যেটা প্রয়োজন নিয়ে নিন। যাদের ক্রেডিট কার্ড বা ইন্টারন্যাশনাল পেমেন্টের কোন ব্যাবস্থা নাই তারা অফার গুলো নিতে আমার সাথে যোগাযোগ করুন।

Godaddy.com

১। আপনারা অনেকেই কম দামে ডট কম ডোমেইন খুঁজছেন তারা cjccoup99 এই কোডটি ব্যবহার করে ডোমেইন নিতে পারেন মাত্র ০.৯৯ ডলারে।
২। cjcrmn2cp কোডটি ব্যবহার করে ডট কম ডোমেইন কিনতে পারবেন ৮৭% ছাড়ে।
৩। cjcrmnorg এই কোডটি ব্যবহার করে  .org ডোমেইন ৪.৯৯ ডলারে কিনতে পারবেন।
৪। ওয়েবসাইট বিলডার হোস্টিং নিন ১ ডলারে (প্রতিমাস) ও সাথে ফ্রিতে নিন ডট কম ডোমেইন  cjcrmnwsb এই কোড ব্যবহার করে।
৫। cjc25ssl এই কোড ব্যবহার করে SSL সার্টিফিকেট নিন ২৫% কম দামে।

Hostgator

১। ২৫% ছাড়ে নিয়ে নিন যেকোনো শেয়ার হোস্টিং ব্যবহার করুন  COUPONS25 এই কুপনটি।
২। ভিপিএস সার্ভার ৪০% ছাড়ে কিনতে supervps40  এই কুপনটি ব্যবহার করতে হবে।
৩। ডেডিকেটেড সার্ভার ৪০% ছাড়ে কিনতে superdedi40  এই কুপনটি ব্যবহার করতে হবে।

1and1.com

১। মাত্র ০.৯৯ ডলারে (প্রতিমাস) আনলিমিটেড শেয়ার হোস্টিং ক্রয় করতে DEAL এই কুপনটি ব্যবহার করুন।

অন্যান্য

১। Register.Com থেকে ২৫% ছাড়ে   হোস্টিং কিনতে  WOW25off  এই কুপন ব্যবহার করুন।
২। Domain.com থেকে ৫০% ছাড়ে   হোস্টিং কিনতে OCTOBERWEB এই কুপন ব্যবহার করুন।
৩। Bigrock.com থেকে মাত্র ৪.৯০ ডলারে ডট নেট ডোমেইন কিনতে ব্যবহার করুন  BIGNET এই কুপনটি।
৪। Name.com দিচ্ছে ফ্রি প্রাইভেসি প্রোটেকশন। এই অফার নিতে  PRIVACYPLEASE এই কুপন ব্যবহার করুন।

 

এই টিউনটি প্রথম প্রকাশিত এখানে

আমার ব্লগে একবার ঘুরে আসুন সুলভবিডি.কম

কোন প্রয়োজনে যোগাযোগ করুন ফেসবুকে

Level 0

আমি শাহরিয়ার আহমেদ সুলভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশুনা আর নিজস্ব ব্লগ নিয়ে ব্যস্ত থাকি। ইচ্ছা আছে বড় কিছু করার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

godaddy থেকে কি এক অ্যাকাউন্ট থেকে জাস্ট প্রথম বার ই কোপ্ন ইউজ করা যাবে?