আমাজন কিন্ডল বকু রিডারের দাম প্রায় পনেরো হাজার টাকা। অথচ আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে আপনার ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোনটিকে সহজেই আমাজন কিন্ডল বুক রিডার বানিয়ে নিতে পারেন।
বিষয়টি এতো সহজ আমার জানা ছিলো না। কিন্তু দেখলাম আমাজন নিজেই অফার করছে যেখানে আপনি ইচ্ছে করলেই আপনার ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক বা স্মার্টফোনকে সহজেই কিন্ডল বুক রিডার বানিয়ে নিতে পারেন। সেই সাথে তিনটি আমাজন কিন্ডল বুকস পাবেন সম্পূর্ণ ফ্রিতে।
চলুন কথা না বাড়িয়ে স্টেপ বাই স্টেপ বিষয়টা জেনে নিই:-
সম্পূর্ণ কাজটি আপনি দু'টি ধাপে করবেন।
১. আমাজন ওয়েবসাইটে সাইন আপ করতে হবে এবং
২. আমাজন কিন্ডল রিডার বুক এপ ডাউনলোড এবং ইনস্টল করতে হবে।
১. এখানে ক্লিক করুন: ফ্রি সাইন আপ আমাজন কিন্ডল বুক রিডার।
২. উপরের লিংকে ক্লিক করলে আমাজন.কম-এর যে পেজটি আসবে, সেখানে I am a new customer সিলেক্ট করুন এবং এর উপরে What is your e-mail or mobile number?-এর নিচের ঘরে আপনার ইমেইল লিখে এন্টার চাপুন।
৩. এবার আমাজন কিন্ডল বুক রিডারের রেজিস্ট্রেশন পেজ আসবে। এখানে আপনার নাম লিখুন, ইমেইল লিখুন এবং পাসওয়ার্ড দিন। তারপর Create Account বাটনে ক্লিক করুন।
১. উপরের তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন করলে যে ইমেইল দিয়ে একাউন্ট ক্রিয়েট করেছেন সেখানে "Free Kindle Reading App" শিরোনামের একটি মেইল যাবে আমাজন থেকে। মেইলটি ওপেন করুন এবং "Download FREE Kindle app" বাটনে ক্লিক করুন। এপটি আপনার পিসি/ল্যাপটপ/স্মার্টফোনে ডাউনলোড হবে।
২. ডাউনলোকৃত এপটি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ বা স্মার্টফোনে ইনস্টল করুন।
৩. ইনস্টল শেষ হলে এপটি ওপেন করুন এবং লগিন করুন। ব্যাস আপনার ডেস্কটপ বা ল্যাপটপ বা স্মার্টফোনটি এখন কিন্ডল বুক রিডার হয়ে গেলো।
আপনি যদি উপরের "ফ্রি সাইন আপ আমাজন কিন্ডল বুক রিডার" লিংকে ক্লিক করে সাইন আপ করে থাকেন তাহলে লগিন করার পর আপনার আমাজন কিন্ডল বুক রিডার এপে তিনটি ফ্রি কিন্ডল বুক দেখতে পাবেন।
এনজয় ইউর কিন্ডল রিডার এবং ফ্রি কিন্ডল বুকস।
আমি ideabaj.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি ভালোবাসি। প্রযুক্তির সাথে চলতে ভালো লাগে। মূলত একজন ওয়েব প্রোগ্রামার। কিন্তু এফিলিয়েট মার্কেটিং-এ কাজ করতে ভালো লাগে বলে এদিকেই বিচরণ আপাতত।