টিপস্ এন্ড ট্রিকস্ [পর্ব-০৮] :: গুপ্তচরদের হাত থেকে নিজেকে রক্ষা করুন।

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই, অাশা করি ভাল।

তথ্য প্রযুক্তির এই যুগে আজকাল প্রায়ই সবাই একটা আতঙ্কে থাকে নিজের প্রাইভেসি নিয়ে। কারণ নিজের প্রাইভেসির গুরুত্ব না দিলে নিজের ব্যাংক আকাউন্ট সহ অনেক গোপন বিষয়ই দুষ্ট লোকদের হাতে পড়লে একদিকে আপনি যেমন আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে পারেন অন্যদিকে সামাজিকভাবে হেয় হওয়ারও সম্ভাবনা রয়েছে। আর এর সুত্র ধরেই প্রায়ই আজকাল দেখা যায় স্কাইপির গোপন তথ্য ফাস বা উইকিলিস এর বিভিন্ন হর্তা কর্তা ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য ফাস করে তাদের সামাজিকভাবে একদল হেয় প্রতিপন্ন করে নিজের স্বার্থ  হাসিল করার এক হীন উদ্দেশ্য। তাই সুযোগ সন্ধানীর হাত থেকে নিজেকে রক্ষা করার প্রয়োজন অপরিসীম।


টেকটিউনসে এ বিষয়ে অনেক জনপ্রিয় টিউন রয়েছে যেগুলো দেখে অনুপ্রানিত হয়ে আজকের এই লেখা।
কিভাবে নিজের প্রাইভেসি বজায় রেখে নিরাপদে আপনি আপনার নিত্যদিনের কাজ  করতে পারবেন সে বিষয়টির উপরই গুরুত্ব দেয়া হয়েছে। আপনি আপনার পরিচয় নিরাপদ রেখে ইন্টারনেটে চলার জন্য প্রয়োজন একটি ভালো মানের আইপি হাইড সহ লোকেশন হাইড করার সফটওয়্যার।

আমার কাছে উক্ত কাজের জন্য Hotspot Shield টি কাজের মনে হয়েছে।

Protect and anonymous yourself from spying, (IP HIDE)

কেন মনে হয়েছে তার বিস্তারিত ভিডিও টিউটোরিয়ালে উল্লেখ করেছি।

উক্ত সফটওয়্যারটির অনেকগুলো বৈষিষ্ট্য এর মধ্যে একটি হলো এতে নেট ব্লক হয় না। আর কিভাবে আপনার অ্যাডরেস হাইড করবেন তার বিস্তারিত আলোচনা করা হয়েছে। এতে অনেকগুলো ফিচার রয়েছে।

সফটওয়্যারটি কিভাবে কাজ করে এবং কিভাবে নিজের গোপনীয়তা বজায় রাখবেন তা সহজভাবে বুঝতে ভিডিও টিউটোরিয়ালটি দেখুন।

Safety First এই স্লোগানের সাথে আপনার প্রযুক্তির সাথে পথ চলা হোক অবাধ  ভয়হীন এবং স্বাধীন, এই প্রত্যাশায় শেষ করছি।

সবাই ভালো থাকবেন।

Tips & Tricks

Level 0

আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস