আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
আমাদের অনেক ছোট ভাই আছে, যারা পড়তে বসতে চায় না, আর তাদের পড়ার মনোযোগ দিতে কতই না করে যাচ্ছি, বর্তমানে ছোট দের পড়া লেখা শিখার জন্য কতগুলো বাংলা ফ্লাশ ফাইল বের হয়েছে, সব গুলো ছোটদের জন্য উপকারী এতে ছোটরা শিখতে পারে এবং পড়া লেখার আগ্রহ বাড়ে।
ঠিক তেমনি আজ এক বন্ধুর থেকে এই ফ্লাশ ফাইল গুলো নিলাম, দেখলাম কাজের তাই TT টির সকল মাঝে শেয়ার করলাম,।
এক নজরে কি কি শিখা যাবে এই ফ্লাশ ফাইল গুলো থেকে তার বিবরনঃ
১। সহজে গনিত।
২। জ্যামিতির ইতিহাস- জ্যামিতির প্রাথমিক ধারনা থেকে শুরু করে অনেক কিছু জানতে পারবেন।
তাহলে আর দেরি কেন এখান থেকে ডাউনলোড করে নিন।
বিঃ দ্রঃ Rar ফাইল- খুলতে গেলে Password চাইবে, তখন পার্সোয়াড হিসেবে দিবেন HossianS
আমার কষ্টের টিউন যদি আপনাদের মনে একটু ভাল লেগে থাকে, আর বুঝতে কোন প্রকার অসুবিধা হলে, নিচে টিউমেন্টের মাধ্যেমে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারন আপনার টিউমেন্ট এর দ্বারা আমি বুঝতে পারব, আমার টিউনটি করা সার্থক হয়েছে কিনা। আর আপনি অনেক কিছু শিখে যাবেন একটি মতামত জানাতে পারবেন না এটা কেমন কথা, টিউমেন্টে টিউনারদের উৎসাহিত করবেন। এখানে শিখতে এসেছেন কিছু শিখার চেষ্টা করুন, অযথা স্প্যাম করবেন না, কারন আপনার দেখাদেখি অন্যারা স্প্যাম করতে শিখবে, অযথা টেকটিউনস এর মনোরম পরিবেশ নষ্ট করবেন না। আর টিউনটি যদি ভাল লেগে থাকে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন করতে পারেন। সর্বশেষ যে কথাটি বলবো- সবাই মিলে করবো মোরা টেকটিউনস কে মনোরম পরিবেশ, আজ এখানেই আমার টিউনটি শেষ। ইনশাআল্লাহ দেখা হবে আগামী টিউনে। সে পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
ফেইসবুকে আমি
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
good