আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সবাই। আমি আছি আল্লাহর রহমতে ভালো। আমি খুব একটা ভালো নেই। মন খুব খারাপ। কারণ, আমার সখের কেনা ১৯,৯০০ টাকার স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম হ্যান্ডসেটটি চুরি হয়ে গেছে। চলুন বিস্তারিত বলি কিভাবে ঘটলো।
ঘটনাটা পরশু দিন সন্ধ্যায়। আমি ফার্মগেট খামারবাড়ী নামক স্থানে অপেক্ষমান ছিলাম বাসে উঠার জন্য। গন্তব্য আইডিবি ভবন কম্পিউটার সিটি আগারগাও। কোন বাস নেই। অনেক লোক অপেক্ষমান। কয়েকটা রিকশাকে বললেও তারা যাবে না জানিয়ে দিয়েছে। একটা বাস আসলে তড়িঘড়ি করে কয়েকজন লোক উঠলো। বাস-এ আর জায়গা নেই। আবার অপেক্ষা। অনেকক্ষণ পর একটি বাস আসলে সেটিতেও তড়িঘড়ি করে সবার উঠার প্রাণপন চেষ্টা শুরু হলো। আমারও প্রচেষ্টা উঠার জন্য। আমার ডান পকেটে ছিলো মোবাইল। এক হাতে কম্পিউটার এক্সেসরিজ ছিলো বলে আরেক হাত দিয়ে বাসের হ্যান্ডেল ধরা, পাশাপাশি পকেটে থাকা মোবাইল সামলানোর চেষ্টা করলেও তা আর করা হয়ে উঠেনি। অবশেষে হাত দিয়ে দেখি পকেটে আর মোবাইল নেই। মন খারাপ হয়ে গেল। কি আর করা। চোরের মনে হয় খুব দিরকার ছিলো সেটটা। আইএমই নাম্বারটাও সেভ করে রাখা হয়নি। লোকেশন হিস্টরী অফ ছিলো। শুধু ডাটা কানেকশন অন ছিলো। অতপর ফোন দিয়ে মোবাইল বন্ধ পেলাম। খুব কষ্ট লাগলো। মাত্র ৪ মাসের মাথায় সেটটি চুরি হয়ে গেল। এখন যদিও আরেকটু দাম কমেছে। কিন্তু ওই সেটে আমার প্রয়োজনীয় অনেক ফাইল ছিলো। ইমেইল চেক ছাড়াও যাবতীয় কাজ আমি ওই সেট দিয়ে করতাম। সেটটি উদ্ধারে কারো কোন প্রযুক্তি জানা থাকলে দয়া করে শেয়ার করুন। উদ্ধার করতে না পারলেও প্রযুক্তি দেখে নিজেকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করবো। আর সবার সাথে বিষয়টি শেয়ার করে নিজের কষ্টটা হয়তো আরেকটু হালকা করতে পারবো।
টেকটিউনস এর সকল সদস্য, টিউনার এবং শুভাকা্ঙ্খীদের ধন্যবাদ।
ভালো থাকবেন সবাই।
ভাই শুনে খুব খরাপ লাগলো । feel sorry for you. amar janamota kuno vaba e kajhoyna. amon ki IMEI thakla o oikhana mama na thala kaj hoyna. amar ek choto vhai taka offer kora o kaj koyni