টিপস্ এন্ড ট্রিকস্ [পর্ব-০৫] :: ২টি Gmail টিপস এন্ড ট্রিকস যা নিত্যদিনের জন্য জানা প্রয়োজন!

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই, আশা করি ভাল। আজ আমি ২টি টিপস শেয়ার করছি যা সবার জন্য প্রয়োজনীয়। প্রথমটি কোন Spam message address কে Block করতে হলে কি করতে হবে এবং দ্বিতীয়টি হাজার হাজার unwanted email বা একই জাতীয় ইমেইল এক ক্লিকে কিভাবে রিমুভ করা যাবে।  যদি না জানা খাকে তাহলে জেনে নিন কারণ inbox থেকে একই রকম বা ক্যাটাগরির ম্যাসেজ ১টি ১টি করে ডিলেট করা খুবই বিরক্তিকর বিষয় এবং এর জন্য কতটুকু সময় এবং শ্রম ব্যয় হয়ে নিজের কাজের ক্ষতি হবে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই চলুন বিষয় ২টির সহজ সমাধান করা যাক।

 

 

আপনার জিমেইল একাউন্টে লগিং করে সেটিংসে জান। ফিল্টার এন্ড ব্লক এ যান নিচের ভিডিওটির মতো- যাকে ব্লক করবেন অ্যাডরেসটি সিলেক্ট করে পেস্ট করুন এবং অপসন ডিলেট এবং স্কিপ ইনবক্স এ টিক দিন এবং আপনি যেটা যেটা চান সিলেক্ট করে ওকে করুন। ব্যাস দেখবেন ফিল্টার আকারে সো করছে যাকে ব্লক করলেন।
এভাবে আপনি যে কোন ইমেইলকে ব্লক করতে পারেন।

 

অনেক সময় স্পাম মেসেজ জমে জমে ইনবক্স ফুল হয়ে থাকে। আর এ থেকে বাচার সহজ সমাধান হলো উপরেরটি অথবা কাউকে ব্লক না করে যদি মেসেজগুলো একসাথে ডিলিট করতে চান তাই এ পদ্ধতি।  আপনার জিমেইল মেইল অপসনগুলো এক্সপেন্ড করুন তারপর যে ক্যাটাগরির মেইলগুলো ডিলেট করবেন অপসন থেকে সিলেক্ট করুন, সিলেক্ট ওল সিলেক্ট করুন, এই লেখাটি সিলেক্ট করুন Select all 1,412 conversations in Updates, ডিলেট করুন দেখবেন সব গুলো আপনি যেগুলো ডিলেট করতে চাচ্ছিলেন ডিলিট হয়েছে। না বুঝলে ভিডিও টি দেখুন। ধন্যবাদ, সবাই ভাল থাকবেন। আশা করি পরবর্তী আবার কোন নতুন টিউনে দেখা হবে।

Gmail account Tips and tricks, important for everyone

 

Level 0

আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস