প্রতিদিন আমরা অনেক সাইটই ভিজিট করে থাকি এদের মাঝে কিছু সাইট ভালো লাগলেই আপনি হয়তো বুকমার্ক করে রাখবেন পরবর্তী সময়ে ভিজিট করার জন্য। কিন্তু কম্পিউটারে কোন সমস্যা হলে তখন বুকমার্ক করা সাইটগুলো হারাতে হয়... কিন্তু আপনি এখন খুব সহজেই এ সমস্যা এড়াতে পারেন মাত্র 70kb'র একটি ছোট্ট সফটওয়্যার দিয়ে। Bookmarks Backup সফটওয়্যার'টি দিয়ে আপনারব্রাউজারের বুকমার্ক করা পেজগুলো সহ ব্রাউজারের সমস্ত ডাটা আপনার কম্পিউটারের যে কোন স্থানে সংরক্ষন করতে পারবেন।
আপনি চাইলে পরবর্তী যে কোন সময় ব্যাকআপ ফাইলগুলোকে রি-স্টোর করতে পারবেন খুবই সহজে। বুকমার্ক'স ব্যাকআপ এটি একটি ফ্রি-ওয়্যার সফটয়্যার এবং এটি ইন্সটলের জামেলা নেই শুধু মাত্র এক ক্লিকে সফটয়্যার'টি ডাউনলোড করবেন এবং আনজিপ করে চালু করতে পারবেন।
Bookmarks_Backup (73 kb)
ওয়েব: bookmarks-backup
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নাবিল আমিন ভাই অনেক দিন পর,
অনেক দিন আপনার সুন্দর সুন্দর টিউন মিস করেছি,
করছি এখন থেকে নিয়মিত হবেন,
কাজের একটি জিনিস শেয়ার করলেন,দরকার ছিল।
অনেক অনেক ধন্যবাদ।