আপনার ব্রাউজারের বুকমার্ক করা সাইটগুলো ব্যাকআপে রাখুন এবং রিস্টোর করুন খুব সহজে

প্রতিদিন আমরা অনেক সাইটই ভিজিট করে থাকি এদের মাঝে কিছু সাইট ভালো লাগলেই আপনি হয়তো বুকমার্ক করে রাখবেন পরবর্তী সময়ে ভিজিট করার জন্য। কিন্তু কম্পিউটারে কোন সমস্যা হলে তখন বুকমার্ক করা সাইটগুলো হারাতে হয়... কিন্তু আপনি এখন খুব সহজেই এ সমস্যা এড়াতে পারেন মাত্র 70kb'র একটি ছোট্ট সফটওয়্যার দিয়ে। Bookmarks Backup সফটওয়্যার'টি দিয়ে আপনারব্রাউজারের বুকমার্ক করা পেজগুলো সহ ব্রাউজারের সমস্ত ডাটা আপনার কম্পিউটারের যে কোন স্থানে সংরক্ষন করতে পারবেন।

আপনি চাইলে পরবর্তী যে কোন সময় ব্যাকআপ ফাইলগুলোকে রি-স্টোর করতে পারবেন খুবই সহজে। বুকমার্ক'স ব্যাকআপ এটি একটি ফ্রি-ওয়্যার সফটয়্যার এবং এটি ইন্সটলের জামেলা নেই শুধু মাত্র এক ক্লিকে সফটয়্যার'টি ডাউনলোড করবেন এবং আনজিপ করে চালু করতে পারবেন।

Bookmarks Backup ডাউনলোড:

Bookmarks_Backup (73 kb)

সমস্যা হলে ভিডিও টিউটোরিয়েল দেয়া আছে : # এখানে #

ওয়েব: bookmarks-backup

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নাবিল আমিন ভাই অনেক দিন পর,
অনেক দিন আপনার সুন্দর সুন্দর টিউন মিস করেছি,
করছি এখন থেকে নিয়মিত হবেন,
কাজের একটি জিনিস শেয়ার করলেন,দরকার ছিল।
অনেক অনেক ধন্যবাদ।

    আপনার সুন্দর সুন্দর মন্তব্য আমাকে হয়তো এখানে আসতে বাধ্য করে…
    আপনাকেও ধন্যবাদ, চেস্টা করবো সময় দিতে।

Application Error দেখাচ্ছে। কি করব?

    ডাউনলোড করার পর এরর নাকি ডাউনলোড করতে পারছেন না । তা হলে এখান থেকে
    ( http://www.mediafire.com/?xlytbt03ohb4nvb ) চেষ্টা করুন।
    ডাউনলোড করার পর আনজিপ করে এ্যাপ্লিক্যাশন’টি চালু করুন।

    ডাউনলোড করার পর install ( অবশ্যই unzip করে) করতে গেলে এ সমস্যা হচ্ছে। পরের লিঙ্ক থেকে ডাউনলোড করলাম। একই সমস্যা। সমাধান দিলে খুশি হব।

    জিপ ফাইল আনজিপ করুন। আনজিপ করার পর যে ফাইল’টি পাবেন সেটি চালু করুন কোন প্রকার ইন্সটল করতে হবে না এমনিতেই চালু হবে।
    আর Microsoft. Net Framework অবশ্যয় থাকতে হবে আপনার কম্পিউটারে না থাকলে এখানে আছে http://www.microsoft.com/downloads/en/details.aspx?FamilyID=333325fd-ae52-4e35-b531-508d977d32a6

    ধন্যবাদ, আপনার সাহায্য করার জন্য । Microsoft. Net Framework আমার কম্পিউটারে নেই। তাই কাজ করছে না।

কাজে আসবে আর আশা করি নিয়মিত হবেন। ধন্যবাদ।

হূমম ভালো টিউন …….. ধন্যবাদ।

Level 0

dl করলাম কিন্তু বুকমার্ক update করব kivabe ? মানে হচ্ছে প্রতিদিন যদি কয়েকটা বূক্মার্ক add করলে সেটা কী ভাবে ওই ব্যাকাপের সাথে update হবে?

    এটি দিয়ে অটো ব্যাকআপ আপডেট হবে না… প্রতি ৭ দিনে একবার করে ব্যকআপ রাখবেন তা হলেই তো হয় …

Level 0

the application failed to initialize properly click on ok to terminate the application নামক একটি কমান্ড এসেছে , কাজ হচ্ছেনা কি করব, আপলোড করে রান করলাম