বর্তমান সময়ে কম্পউটারের ব্যাবহার সর্বক্ষেত্রে । এর অনেক ভালো দিক যেমন আছে আবার খারাপ দিক ও আছে । আজ একটি খারপ দিক থেকে রক্ষা পাবার বিষয়ে আলোচনা করবো । ধরুন আপনার কম্পউটারের হার্ডডিক্সে , পেন ড্রাইভে বা মোবাইলের মেমোরী কার্ডে এমন কিছু ফাইল, ফটো , ভিডিও আছে যা একান্ত গোপনীয় যেটা কিনা অন্য কারোর হাতে গেলে সর্বনাশ হওয়ার সম্ভবনা আছে । অথবা ধরুন মোবাইলে সখ করে কিছু আপত্তিজনক দৃশ্য ভিডিও করেছেন , বা কম্পউটারের হার্ডডিক্সে রেখেছেন । এখন এ গুলো আর রাখতে চাচ্ছেন না তাহলে কি করবেন ? উত্তর তো একটাই Delete করে দিবেন তাই তো । যদি কোন কারনে এটি একজন টিউনার বন্ধুর হাতে পরে আর কম্পউটারের হার্ডডিক্স ,পেনড্রাইভে বা মোবাইলের মেমোরী কার্ড Recover করে তখন কি হবে একবার ভেবে দেখুন ? বর্তমানে Recovery Software এর সাহায্যে Partition ভেঙ্গে নতুন করে Partition করলেও সমস্ত ডাটা Recovery করা সম্ভব ।
যখন কম্পউটারের হার্ডডিক্স ,পেনড্রাইভে বা মোবাইলের মেমোরী কার্ডের কোন ডাটাকে মুছে ফেলি আসলে সেই ডাটা ঠিকই থাকে শুধু মুছে যায় তার কিছু information যাতে কম্পউটারকে Systems কে জানানো হয় যে ঐ স্হানটিতে ফাইল পুনরায় স্হাপনের জন্য অনুমতি আছে । আবার ফাইল পুনরায় স্হাপনের জন্য কিছু শর্ত মনে চলে যেমন ধরুন ,1 mb এটি মেমোরী কার্ডের 256 kb একটি ফাইলকে যদি মুছে ফেলি এবং 512kb একটি ফাইল কপি করি তাহলে সে অবশিস্ট 1024-256=786kb এর মধ্যে ফাইলকে কপি করবে আবার যদি 256 kb আর একটি ফাইলকে কপি করি তখন 786kb-512kb=256 kb এর মধ্যে কপি করবে একটু লক্ষ করুন এখন ও কিন্ত ফাইল পুনরায় স্হাপন হয় নাই । কারণ 512kb+256 kb=786kb এখনো 256 kb ফাকা আছে এবং মুছে ফেলা ফাইল Recovery সম্ভব কিন্ত এখন যদি 64 kb আর একটি ফাইলকে কপি করি তাহলে সে ঐ 256 kb কে চির তরে মুছে নতুন ফাইলকে কপি করবে । এখন যদি 40 Gb হার্ডডিক্স হয় তাহলে প্রক্রিয়াটা অনকে জটিল হয়ে যাবে । ডাটাকে চিরতরে মুছে ফেলার অন্য কোন উপায় আছে ।
File Monster হলো এমন একটি Software যার মাধ্যমে আমরা সহজে এ কাজ টি করতে পারি । যখন সাধারন ফাইল মুছবো তখন এটি ব্যাবহার না করলেও চলে আর যখন একান্ত ব্যাক্তিগত ফাইল মুছবো তখন এটি অবশ্যই ব্যাবহার করতে হবে । এই Software টির কাজ হলো ফাইলটিকে এমন ভাবে মুছে ফেলা যাতে ফাইলকে Recovery করা হলে ও শুধু ফোল্ডারটি পাওয়া যাবে কিন্তু এতে কোন ডাটা থাকবে না ।
এবার install করুন পাসওয়ার্ড techtune2009 এবং সাথে দেওয়া FMv2 ফাইলটি ডাবল ক্লিক করুন রেজি : সম্পন্ন হয়ে যাবে । এবার এটাকে চালু করলে নিচের স্কিন আসবে
এবার যে ফাইল মুছতে চান সটো ব্যাউজ করে ডান পাশে সেই ফাইলে ডাবল ক্লিক করুন
এবার নিশ্চত হয়ে yes ক্লিক করুন
আর আরেকটি Software টি দিয়ে ফাইলকে মুছে ফেলার আগে তাকে র্গাবেজ (হিজিবিজি)করে ফেলে ফলে ফাইলকে Recovery করা হলে ও শুধু ফোল্ডারটির মধ্যে র্গাবেজ (হিজিবিজি) ডাটা পাওয়া যাবে । ডাউনলোড করুন ।
এবার আসুন এই Software টি ইনস্টল করি :
আশা করি সবার উপকারে আসবে । ধন্যবাদ ..........
আমি Rex। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনে ছোটখাট ভুল থেকে অনেক কিছু শিখতে পেরেছি তাই এখন ও ভুল করি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ।
ondecen, please download “Data Recovery” Software from
“http://www.filehippo.com/download_recuva/download/4c30ccebf88771406f20c53ea6bb98eb/”
Rex ভাই দারুন জিনিষ দিয়েছেন। আপনার কাছে যদি পার্টিশন ভাংগার পরও রিকাভার করা যায় এমন সফটওয়্যার থাকে PLS শেয়ার করুন।
রেক্স ভাই, ফাইল তো নাই…..নিচে যে লিংক দিছেন তা তো অন্য জিনিস মনে হচ্ছে….লিংকটা আবার দেন…