আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।
এটা আমার ২য় টিউন, তাই ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।আজ দেখাবো কিভাবে ইউটিউব থেকে যেকোন ডিভাইসে কিভাবে কোন প্রকার এপ বা এক্সটেনশেন ছাড়া ভিডিও ডাউনলোড দিবেন।
এটার মাধ্যমে আপনি মোবাইল,পিসি,জাভা,সিম্বিয়ান,এন্ড্র্যেড থেকে ভিডিও নামাতে পারবেন। আর সবচেয়ে সুবিধা হল আপনি ইচ্ছামত রেজুলেশান চেঞ্জ করতে পারবেন। আমি বিভিন্ন এপ/এক্সটেনশন ব্যবহার করেছি কিন্তু এটার মতো ভালো আর কোন কিছুই পাই নি। আর একদম সঠিক রেজুলেশন দেয়া থাকে। তো যাই হোক টিউটরিয়াল টা আমার বানানো ভালো লাগ্লে উতসাহো দিবেন,যেন ভবিষ্যতে যেন ভালো কিছু উপহার দিতে পারি।
https://www.youtube.com/watch?v=__dRzJDykjM < এই লিঙ্কে দেখুন কিভাবে ডাউনলোড দিতে হয়। কোন সমস্যা হলে জানাতে ভুলবেন না। সাধ্যমত চেস্টা করবো।
আমি গ্রামের ছেলে, তাই আইটি বিষয়ে ধারনা তুলনা মূলক কম,কিন্তু যা পারি তাই দিয়ে মানুষ কে খুশি করার চেস্টা করি। সবাই ভালো থাকবেন। আরা আমার জন্যে দোয়া করবেন।
টিউটরিইয়াল লিঙ্ক >>https://www.youtube.com/watch?v=__dRzJDykjM
সাবস্ক্রাইব করতে ভুল্বেন না কিন্তু। আজ জুম্মার দিন তাই, সকল মুসলিম ভাইয়ের কাছে অনুরোধ জুম্মার নামাজ টা মসজিদে গিয়ে আদায় করুন। আল্লাহর পথে থাকুন তিনিই আপনাকে পথ দেখাবেন। আল্লাহাফেজ সবাই ভালো থাকবেন।
টিউন এর শব্দ ২০০ করতে হবে তাই কিছু উপদেশ মুলক বানী লিখে দিলাম ঃ
১। আত্দকেন্দ্রিকতা ও 'আমারটা আগে' এই দৃষ্টিভঙ্গি জীবনকে এক ক্লান্তিকর বোঝায় রূপান্তরিত করে। পক্ষান্তরে দয়া ও সহানুভূতি জীবনকে আনন্দে
রূপান্তরিত করে। দানবীর হাজী মুহম্মদ মহসীন বলতেন, আমার তো জীবন একটাই। যে পথ দিয়ে এখন যাচ্ছি সে পথে তো আর নাও আসতে পারি
২।অতি প্রত্যাশা সব সময় হতাশায় পরিনত হয়। কখনো অতি প্রত্যাশা করবেন না। প্রত্যাশা করার আগে নিজের যোগ্যতা সর্ম্পকে নিশ্চিত হোন। তারপর যোগ্যতা অনুযায়ী প্রত্যাশা করুন। প্রত্যাশানুযায়ী কোন কিছু না পেলে স্বাভাবিক ভাবেই হতাশা এসে মনের মধ্যে ভর করে। কাজেই প্রত্যাশা করার পূর্বে বাস্তবতা চিন্তা করুন। অবাস্তব কোন কিছুর পেছনে ছুটলে জীবন থেকে যেমন মূল্যবান সময় চলে যায় তেমনি জীবনের দৈর্ঘ্য কমে যায়। তাই যা করতে সফল হয়েছেন তার জন্য আনন্দবোধ করুন।
৩। আপনি কখনই পারবেন না অন্য কারও ভালোবাসাকে ছিনিয়ে নিতে কিম্বা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে।বরং আপনি যেটা পারবেন তা হল নিজেকে এমন ভাবে তৈরি করতে যাতে যে কেও আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে আপনাকে পছন্দ করতে শুরু করে।
আমি shuvro32। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভিডিওতে যা আছে আপনি তাই নিয়ে টিউন করতেন। এটাই কি সুন্দর হতো না ভাই?