কোন সফটওয়্যার ছারাই কম্পিউটার এর হার্ড ড্রাইভ হাইড করুন

হ্যালো টেকটিউনস, আপনারা সবাই ভালো আছেন তো ? আশাকরি ভালোই আছেন।

আপনাদের দোয়াতে আমিও ভালো আছি সামনে পরীক্ষা তাই একটু টেনশন এ আছি আর কি! দোয়া করবেন যেন পরীক্ষা ভালোই হয়।

তা যাই হোক আজকে আমি আপনাদের সঙ্গে একটি ট্রিক শেয়ার করবো, যে কীভাবে আমরা কোন সফটওয়্যার ব্যবহার না করে আমাদের কম্পিউটার বা ল্যাপটপ এর হার্ড ডিস্ক আন্যদের কাছ থেকে লুকিয়ে রাখবো।

এই ট্রিকটি আমি উইন্ডোজ ১০, ৮.১ এবং ৮ এ টেস্ট করেছি ৭ এ ট্রাই করে দেখতি পারিনি।

তো চলুন শুরু করা যাক এই ট্রিক টা আমরা  Local Group Policy Editor দিয়ে করবো, এখানে আমরা শুধু A, B, C, D  ড্রাইভ বা সব ড্রাইভ হাইড করতে পারবো, আপনি যদি সব ড্রাইভ হাইড করেন তাহলে আপনার ডিভিডি ড্রাইভ বা এক্সটারনাল কোন ড্রাইভ (যেমন পেন ড্রাইভ) দেখতে পারবেন না।

আপনি যদি মনে করেন যে শুধু একটু বা দুটি বা তিনটি ড্রাইভ হাইড করবেন তাহলে আপনার ড্রাইভ এর লেটার আবশ্যই A, B, C, D এর মধ্যে হতে হবে, যদি E, F, G,H বা আন্য কোন লেটার হয় তাহলে কাজ হবে না।

এর জন্য আমাদের ড্রাইভ এর লেটার পরিবর্তন করতে হবে, এর জন্য প্রথমে কম্পিউটার এ রাইট ক্লিক করে Manage এ ক্লিক করেন।

Computer Management উইন্ডো খুলে যাবে সেখানে Disk Management এ ক্লিক করুন নীচের স্ক্রীন সর্ট টি দেখুন।

Disk Management
Disk Management

যে ড্রাইভ A, B, C, D আন্য কোন লেটার অ্যাসাইন করা থাকে তাঁতে রাইট ক্লিক করে Change Drive Letter and Path.. এ ক্লিক করুন।

হ্যাঁ আর একটা কথা সেই ড্রাইভ এ যদি কোন সফটওয়্যারে বা গেম ইন্সটল করা থাকে তাহলে Letter পরিবর্তন করার পর সেই সফটওয়্যারে বা গেম নাও রান করতে পারে তবে কোন ডাটা হারাবে না। আবার আপনাকে সফটওয়্যারে বা গেম ইন্সটল করতে হবে।

how to change Change drive letter
Change drive letter

Change Drive Letter and Path.. এ ক্লিক করার পর একটা উইন্ডো খুলবে Change এ ক্লিক করুন, এবার A, B, C, D এর মধ্যে যে কোন একটি সিলেক্ট করে ওকে চাপুন দুবার নোটিফিকেশান দেখাবে ঘাবড়াবার কিছু নেই ওকে চাপুন ব্যাস কাজ শেষ।

লেটার তো অ্যাসাইন করা হল এবার তাহলে দেখা যাক ড্রাইভ গুলো হাইড করবো কীভাবে?

ট্রিক টি করার আগে নীচের  ভিডিও টি আবশ্যই একবার দেখে নিন কারণ ভুল সেটিং দিলে প্রবলেম হতে পারে!

তো প্রথমে Run ওপেন করুন Windows+R চেপে বা সার্চ বারে Run লিখে সার্চ দিন।

Run খুলে গেলে gpedit.msc  লিখে ওকে চাপুন, Local Group Policy Editor খুলে যাবে।

gpedit.msc run command
gpedit.msc

এবার User Configuration ট্যাব এর নীচে Administrative Templates এ ডাবল ক্লিক করুন এর পর Windows Components এ ডাবাল ক্লিক করে File Explorer এ ক্লিক করুন।

ডান দিকে Hide these specified drives in My Computer খুঁজে বের করে তাঁতে ডাবল ক্লিক করুন।

"Local Group Policy Editor" "how to hide drive from computer"
Local Group Policy Editor

এবার যে উইন্ডো খুলবে তাঁতে Enabled সিলেক্ট করুন এবং নিচে যে কোন একটি অপশন সিলেক্ট করে Apply এবং OK তে ক্লিক করুন।

তিনটি ড্রাইভ হাইড করতে হলে Restrict A,B and C Drives সিলেক্ট করুন চারটি করতে হলে Restrict A,B,C and D Drives আর সব হাইড করতে হলে Restrict all Drives যে কোন একটি সিলেক্ট করবেন।

"How to restrict drive"
Restrict drives

Apply এবং Ok করার পর, মাই কম্পিউটার এ চলে যান যদি দেখেন এখন ড্রাইভ গুলো দেখাচ্ছে তাহলে Windows Explorer টি Restart করে দিন Task Manager থেকে বা কম্পিউটার টি Restart করে নিন।

আপনি কি ভাবছেন যে লুকিয়ে তো রাখলাম ড্রাইভ গুলো কিন্তু আমি নিজেই কীভাবে তা খুলবো ?

চিন্তার কিছু নেই, মাই কম্পিউটার খুলুন এবার এড্রেস বার এ পানে যেখানে ড্রাইভ বা কোন ফোল্ডার এর পাথ দেখায় সেখানে ক্লিক করে A ড্রাইভ খুলতে চাইলে A:\ লিখে এন্টার এ চাপ দিন ব্যাস খুলে যাবে এভাবেই B ড্রাইভ হলে B:\ লিখতে হবে আশা করি বাকিটা র বলতে হবে না?

আপনি যদি আবার আপনার ড্রাইভ গুলো শো করাতে চান তাহলে একি ভাবে Windows+R চেপে gpedit.msc লিখে Local Group Policy Editor খুলুন এবার Not Configured সিলেক্ট করে Apply, OK করে Windows Explorer টি Restart করে নিন, আবার সব ড্রাইভ দেখতে পাবেন।

কোন সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন…!

 

টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

টিউনটি ভালো লাগলে আমার YouTube চ্যানেল টি এবার ঘুরে আসবেন এবং ভালো লাগলে Subscribe করবেন

ফেসবুক এ আমি

Level 0

আমি Chirantan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

A,B,C,D,E pachta drive hidden korte hole ki korbo?

    Level 0

    পাঁচটা ড্রাইভ একসঙ্গে হাইড করতে পারবেন না । হয় চারটা করতে হবে নাহলে সব গুলো একসঙ্গে করতে হবে।