বায়োস এর পাসওয়ার্ড জানেন না, রিমুভ আথবা রিসেট যেভাবে করবেন(সমাধান)

অনেক কম্পিউটার এর বায়োস এ পাসওয়ার্ড দেয়া থাকে,দেখা যায় কম্পিউটার চালু করলেই পাসওয়ার্ড চায়। এ বায়োস এর পাসওয়ার্ড খুলার নিয়ম জানা থাকলে মনে হতে পারে ব্যাপার টা অনেক ইসি কিন্তু না জানা থাকলে কি ধরনের সমস্যায় পরবেন সেটা সময় বলে দিবে।আমার এক ফ্রেন্ড পিসি তে এধরনের সমস্যার মধ্য পরেছিল সম্ভবত কেউ একজন এ কাজ টা করে দিয়েছে,তো সে এক দোকানে নেয়ার পর দোকানদার বলে তার মাদারবোর্ড চেঞ্জ করতে হবে আরো কি কি ব্যাপার।যাই হক বায়োস এর পাসওয়ার্ড রিমোভ করার বেশ কিছু টেকনিক আছে যেগুলো আমি আজ শেয়ার করতে যাচ্ছি,আশা করি এ সমস্যাতে পরলে এর মাধ্যমে সমাধান পাবেন।

ডেস্কটপ এ সমাধান টা সহজেই করা যায়,কিন্ত ল্যাপ্টপ এ ঝামেলা করতে হয় যাই হক কিছু পদ্ধতি সেয়ার করা হল এর মাধ্যমে সমাধান হবে বলে আসা করি।

bios

পদ্ধতি ১:
পিসি চালু করার পর যেখানে পাসওয়ার্ড চাবে সেখানে সর্বচ্চ তিন বার পাসওয়ার্ড দেয়া যাবে এর পর পিসি নিজস্বভাবে সিস্টেম ডিসেবল করে দিবে। dis

(এতে ভয়ের কিছু নেই কারন পিসি অফ করে অন করলে আবার এই পাসওয়ার্ড এর অপশন চলে আসে। তিন বার টাইপ করার পরও)
উপরের ছবি অনুযায়ি একটা কোড আসে।এই কোড টি মনে রেখে BIOS-PWই ওয়েব এ পেস্ট করুন দেখবেন এখানে বিভিন্ন ব্রান্ড অনুযায়ি পাসওর্ড দিবে।আপনার মডেল অনুযায়ি আপনার টা নিয়ে নিন।

 

পদ্ধতি ২:
এটি অতি সোজা একটি পদ্ধতি CMOS Battery খুলে সহজেই এ সমাধান করা জায়।তবে এটা ডেস্কটপ এর জন্য ব্যবহার করা হয়। পিসি অফ করে এর ক্যাবল কানেকশন খুলে তারপর CMOS Battery খুলবেন। প্রায় ত্রিশ মিনিট অপেক্ষা করে তারপর সব কিছু আবার ফিক্স করে লাগাবেন আসা করি কাজ হয়ে যাবে।

পদ্ধতি ৩:
জাম্পার এর স্থান পরিবর্তন এর দ্বারা এর সমাধান করা জায়। প্রথমত জাম্পার টি খুজে বের করতে হবে সাধারারনত সিমস ব্যাটারী এর সাথেই জাম্পার টি থাকে। এটি তিন সকেটে দুই পায়া বিশিষ্ট জাম্পার।আপনার কাজ হল পায়া গুল পরিবর্তন ক্করে দেয়া। যদি ১ এবং ২ নং এ জাম্পার টি থাকে তাহলে এটাকে ২ এবং ৩ এ লাগিয়ে দিবেন।আসা করি এর মাধ্যমে সমাধান পাবেন।

পদ্ধতি ৪:
তাছারা ডিফল্ট কিছু পাসওর্ড আছে যেগুলা ব্যবহার করে সমাধান পাওয়া যায়। অনেকে এভাবে সমাধান করতে পেরেছে শুনেছি।গুগল এ ল্যাপ্টপ এর মডেল লিখে সার্চ দিলে ডিফাল্ট বায়োস এর পাসওয়ার্ড পাবেন।।অথবা থার্ড পার্টি সফট ব্যবহার করেও সমাধান পাবেন। সফট

সমাধান যদি না পান,তাহলে আর কি করার কপাল মন্দ। টাকা খরছ করেই সমাধান করতে হবে।

পূর্বে লেখাটি আমি সামু ব্লগ এ প্রকাশ করেছিলাম...

Level 0

আমি tamim ruhul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks a lot………….

Level New

thanks

Level 0

খুব সুন্দর একটি পোষ্ট! আপনাকে ধন্যবাদ

    আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য 🙂

ধন্যবাদ

স্পাম এর দুনিয়াতে খুবি একটা ভালো টিউন পেলাম । প্রিয়তে নিলাম ভাই । এমন ভালো ভালো কাজের টিউন মাজে শেয়ার করবেন আশা রাখি আপনার কাছে ।

    কমেন্ট এর জন্য ধন্যবাদ। টেকি তে নিয়মিত লেখার চেস্টা করব 🙂

ভাল লাগেছে, ধন্যবাদ।

Level 1

Thanks for a nice tune..

প্রিয়তে…..
ভবিষ্যৎ এ কাজে দিবে….

আপনারদের মত কিছু টিউনার আছে বলেই সপ্তাহ দুএক পরপর টিটিতে আশা হয়।।
আশর্য লাগে এই আমিই কিনা আগে সারাদিন টিটিতে পরে থাকতাম….!!!!