আপনার Browser এর হোমপেজ বদলে দিন আপনার নাম অথবা আপনার ছবি দিয়ে

এই টিপ্‌স সম্পর্কে হয়তো অনেকেই জানেন ।আবার অনেকেই আছেন এটি জানে না ।তবুও সবাইকে জানানোর জন্য আমার আজকের এই পোষ্ট ।

আমরা সবাই নানারকম browser ব্যাবহার করি ।যার ফলে আমাদের browser এর হোমপেজটা -ও আসে ভিন্ন ভাবে। আমরা সবাই চাই যাতে আমাদের নিজেদের নাম অথবা অথবা নিজেদের ছবি যেন হোমপেজ এ থাকে । কিন্ত না জানার কারনে তা আর করা সম্ভব হয়ে উঠে না।

চলুন জেনে নেয়া যাক কি করে এটি সম্ভব পর হয়ে উঠে ।

১। প্রথমেই নাম দিয়ে পরিবর্তন করা :

প্রথমেই আমরা ক্লিক করবো এখানে

এরপর এখানে click to select style এ ক্লিক করে style বেছে নিব এবং পাশের বক্স এ আমার নাম লিখবো।
আমি বেছে নিলাম burning guitar . এবং আমার browser এর নাম দিলাম ROMEL .

এরপর enter চাপুন । দেখুন তো কোন পরিবর্তন দেখতে পান কিনা !

ব্যাস হয়ে গেল ।তবে একবারেই শেষ না ,আরও আছে। এবার আপনার URL লিঙ্ক টা copy করে আপনার browser এর tools এ যান।
tools থেকে option এ যান। এখানে homepage এ আপনার কপি করা লিঙ্ক টি paste করে দিয়ে apply/ok করুন।

এবার restart করুন আপনার browser. দেখুন তো মজা পান কি না ! মজা পাইলে আওয়াজ দিবেন। 🙂

২। ছবি যোগ করে পরিবর্তন করা :

এবার এখানে ক্লিক করুন। এরপর enter চাপুন।

এখন আপনার ছবি browse করে upload করে দিন

এবার URL এ যান। সেখানে text= ফাকা দেখতে পাবেন।।এই জায়গায় আপনার নামটি লিখে এন্টার দিন ।ব্যাস হয়ে গেল।

এবার আপনার URL লিঙ্ক টা copy করে আপনার browser এর tools এ যান।
tools থেকে option এ যান। এখানে homepage এ আপনার কপি করা লিঙ্ক টি paste করে দিয়ে apply/ok করুন।

এবার restart করুন আপনার browser. দেখুন তো মজা পান কি না ! আশা করি আপনাদের সবার ভাল লাগবে।ভাল থাকবেন ।

Level 3

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Thank you brother,I enjoy this waoooooooo…..

২। ছবি যোগ করে পরিবর্তন করা :

এবার এখানে ক্লিক করুন। পাশের বক্স এ আপনার নাম লিখুন। এরপর enter চাপুন। link nai to

ভালই……….সো এগাইন…থাঙ্কস ব্রো….

খুবেই সুন্দর তো আগে কখনো ট্রাই করে দেখেনি। ধন্যবাদ আপনাকে।

    ধন্যবাদ ।আমি যা জানি সব আপনাদের জানাবো । শুধু অপেক্ষা করুন।সময়ের ব্যাপার মাত্র

সুন্দর নিজের নামে ব্রাউজার,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

হুম.. অনেক আগেই ভ্যবহার করে দেখেছি। আমার অফিসের কম্পিউটারের জন্য। ধন্যবাদ অন্যদের কাজে লাগবে

Level 0

thanks

ধন্যবাদ।
আমার কাছে ডিফল্টই ভাল,
অন্যদের কাজে লাগবে।

Level 0

ame ttc te pic. Ta change korte parcina why. Help me.