ব্লগার টেমপ্লেট থেকে রিমুভ করুন ক্রেডিট লিঙ্ক

 

অনেকেই বিভিন্ন সময়ে ব্লগে লেখালেখি করতে চাইলে প্রথমে ব্লগারকে তাদের প্লাটফরম হিসেবে পছন্দ করে। কিন্তু ব্লগারের সমস্যা হলো তাদের ডিফল্ট টেমপ্লেট গুলো সাধারণত বেশীরভাগ ব্যবহারকারী পছন্দ করেন না। এজন্য তারা কাস্টম টেমপ্লেট ব্যবহার করতে পছন্দ করে। কিন্তু কাস্টম টেমপ্লেটের মধ্যে পেইড টেমপ্লেট গুলো অনেকে প্রথম অবস্থায় কিনতে চায় না আবার অনেকের ক্রেডিট কার্ড বা অন্যান্য ইন্টারন্যাশনাল ট্রান্সজেকশন ব্যবস্থা না থাকায় থিমফরেস্ট,টেমপ্লেটিজম সহ বিভিন্ন সাইট থেকে টেমপ্লেট কিনতে পারেনা। ফলে তাদের ফ্রি টেমপ্লেটের উপর নির্ভরশীল হতে হয়। কিন্তু ফ্রি টেমপ্লেটে বিভিন্ন ক্রেডিট লিঙ্ক দেওয়া থাকে যা অনেক ব্লগারের কাছে অস্বস্তিকর। তারা অনেকেই টেমপ্লেট থেকে ক্রেডিট লিঙ্ক রিমুভ করতে চাইলেও তা করতে পারেনা কেননা ক্রেডিট লিঙ্ক গুলো জাভাস্ক্রিপটের মাধ্যমে টেমপ্লেটে এমনভাবে লিঙ্ক করা থাকে যে যদি ক্রেডিট লিঙ্ক রিমুভ করা হয় তাহলে কোনো ভিজিটর ঐ ব্লগ সাইটটিতে প্রবেশ করলে তা রিডাইরেক্ট হয়ে ক্রেডিট লিঙ্কের সাইটে চলে যায়।

এখন আমি আপনাদের এমন একটা পদ্ধতি সম্পর্কে জানাতে যাচ্ছি যা ব্যবহার করলে সাপও মরবে আবার লাঠিও ভাঙবেনা অর্থাৎ সাইটে ক্রেডিট লিঙ্ক দেখাও যাবেনা আবার আপনার সাইটও রিডাইরেক্ট হবেনা।

চলুন দেখে নিই এজন্য আপনাকে যা যা করতে হবেঃ

১. প্রথমে আপনার ব্লগার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তারপর আপনাকে টেমপ্লেট অপশনে ক্লিক করতে হবে। তারপর টেমপ্লেটেরর পেজ ওপেন হলে এডিট এইচটিএমএল এ ক্লিক করতে হবে।

২. এখন আপনি আপনার টেমপ্লেটের কোড গুলো দেখতে পাবেন। এখান থেকে আপনার ক্রেডিট লিঙ্কটি খুজে বের করুন। এজন্য কীবোর্ডে Ctlr+F বাটন প্রেস করুন এবং সার্চ বক্সে ক্রেডিট লিঙ্কটির নাম লিখে এন্টার চাপুন।
তাহলে আপনি আপনার ক্রেডিট লিঙ্ক পেয়ে যাবেন।

৩. এবার দেখুন ক্রেডিট লিঙ্কটি <a href="http://Domain.Com" id="credit"> Domain.Com</a> এরকম ভাবে লেখা আছে। এখন আপনি id="credit" এর পরে style="visibility:hidden" লিখুন এবং টেমপ্লেট সেভ করে বের হয়ে আসুন।

৪. এবার আপনার ব্লগে যেয়ে দেখুন ক্রেডিট লিঙ্কটি আর নেই।

প্রথম অবস্থায় আপনারা এই কাজটি করতে পারেন। তবে সময় এবং জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে অবশ্যই পেইড টেমপ্লেট ব্যবহার করবেন।
ধন্যবাদ।

টিউনটি প্রথম প্রকাশিত এখানে

আমার ব্লগ সুলভ বিডি ডট কম থেকে ঘুরে আসার আমন্ত্রণ ও অনুরোধ রইল।

Level 0

আমি শাহরিয়ার আহমেদ সুলভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশুনা আর নিজস্ব ব্লগ নিয়ে ব্যস্ত থাকি। ইচ্ছা আছে বড় কিছু করার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ami template theke encrypted code tule full version korte samarto hoyese, amar new blog ta dekhte paren loaderbox.blogspot.com

ভাই আমি একটা নতুন ব্লগ সাইট তৈরি করেছি। এখন SEO করব কিভাবে দয়া করে বলবেন।?

vhalo kore buji nai..

@khadimul788 apni ei website-te jeye seo korte paren… http://www.webseobd.blogspot.com