যেনে নিন লেবুর অন্যরকম ৫ টি ব্যবহার সমর্পকে।। যা আগে কখনো শোনেন নি।। না দেখলে লস আপনার।।

টিউন পড়ার আগে কয়েকটি উপদেশ♪♪♪♪♪♪♪♪♪♪♪♪
ভাববেন না ~~
এগুলো আমি দিচ্ছি না।।
এগুলো কিছু বিখ্যাত মানুষদের।।।
এগুলো পড়লে খুব ভালো লাগবে।।
এবং এগুলো পড়লে টিউন পড়তে
আপনাকে আগ্রহী করবে।।
so আগে উপদেশ কয়টি
পড়ে নিন →→→↓↓↓↓

★ আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না ≠≠≠ ≠≠≠

★ অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটিমাত্র সার্থক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে তাই শ্রেয় ≠≠≠ ≠≠≠

★ যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না ≠≠≠ ≠≠≠

★ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন ≠≠≠ ≠≠≠

★ জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয় ≠≠≠ ≠≠≠

★কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। ≠≠≠ ≠≠≠

সুপ্রিয় ★টেকটিউনার★ সবাই কেমন আছেন?
অাশাকরি সবাই ভালোই অাছেন?
অার ভালো থাক বেন বাই না কেন
টেকটিউন এর মত এমন একটি
সাইটের সাথে থাকলে ভালো থাকা অনিবার্জ।
অাপনাদের আশীর্বাদে অামিও মোটামুটি ভালো অাছি।।
আমি টেকটিউন এ আছি অনেকদিন প্রায়!
এর অাগেও অামি অাপনাদের সাথে বেশকিছু
টিউন শেয়ার করেছি।।।
জানিনা আপনাদের ভালো লেগেছে কিনা।।
কিন্তু আমি অাশাকরি অাপনারা
আমার টিউনগুলো পছন্দ করেছেন।।।
প্রতিবারের মত অাজ অামি
অপনাদের জন্য নিয়ে এলাম
একটি ভিন্ন ধরনের টিউন।।।
কথা বাড়িয়ে আর লাভ নাই।।
তাহলে শুরু করা যাক→→→→→→→→
↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓↓↓ ↓↓↓↓↓↓

আজ আমি আপ্নাদের সামনে
নয়ে এলাম একটি অন্যরকম টিউন।।
লেবুর রসের কিছু অন্যরকম ব্যবহার নিয়ে

লেবু অনেক উপকারী একটি ফল। এটির যেমন আছে ভেষজ গুনাগুন রয়েছে, তেমনি এটির এমন অনেক ব্যবহার আছে যেগুলো আমরা সবাই জানি না। আসুন জেনে নিই এমন ৫টি ব্যবহার।

চুলের কন্ডিশনার হিসেবেঃ যাদের চুলের ধরণ তেলতেলে, বা রোজ বাইরে থাকার ফলে চুল চিটচিটে হয়ে যায়, তাঁরা লেবুর রস কাজে লাগাতে পারেন। এক মগ পানিতে এক কাপ লেবুর রস মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর এই পানি দিয়ে চুল ধুয়ে নিন। দেখবেন আপনার চুলের তেলতেলে ভাব একেবারেই চলে যাবে।

দাঁত সাদা করে তুলতেঃ এক চামচ লেবুর রসের সাথে এক চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে দাঁত মেজে নিন। ৫-১০ মিনিট রেখে দেয়ার পর এইটা ধুয়ে ফেলুন। ভালো করে কুলি করে ফেলুন। রোজ এইটা করতে পারলে এক সপ্তাহের মধ্যেই তফাৎ অনুভব করতে পারবেন।

চুলের খুশকি দূর করতেঃ আপনার মাথায় খুশকি থাকলে সমান পরিমাণে লেবুর রস আর নারিকেলের তেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগিয়ে নিন। একটি তোয়ালে গরম পানিতে চুবিয়ে চিপে নিন। সেই তোওয়ালে মাথায় পেঁচিয়ে রাখুন আধা ঘন্টা। তারপর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন এই পদ্ধতি কাজে লাগাতে পারলে আপনার চুলের খুশকি জলদি কমে আসবে।

গলার খুশখুশ নির্মূল করতেঃ আমাদের দেশের আবহাওয়া এমন যে বছরের অর্ধেক সময়ে চারিদিকে সর্দি-কাশির জীবাণু ছড়িয়ে বেড়াতে থাকে। আপনার যদি এমন সময়ে খুশখুশে কাশি হয়ে থাকে, বা গলা শুকিয়ে যেতে থাকে, তবে ১/৮ গ্লাস হাল্কা গরম পানিতে এক চামচ লেবুর রস মিশিয়ে গরগরা করলে আপনার গলার ভেতরের ব্যাকটেরিয়া মরে যাবে। অথবা গরম চা-তে এক টেবিলচামচ করে মধু আর লেবুর রস মিলিয়ে খেলেও কাজে দিবে।

ঝরঝরে ভাত রান্না করতেঃ আপনি যত পাকা রাধুনীই হন না কেন, এমন হতেই পারেনা যে আপনি প্রতি বার ঝঝরে ভাত রান্না করতে সক্ষম হয়েছেন। তবে ঝরঝরে ভাত পাওয়ার একটি সহজ উপায় হল-ফুটন্ত চালে কয়েক ফোটা লেবুর রস দিয়ে দিন।এতে করে ভাতটা ঝরঝরে হবে, আর হাড়ি পরিষ্কার করতেও কোনো ঝামেলা হবেনা।

শেষ কথা : - আজ এই পযন্ত
সর্বশেষে আমি বলবো যে,
টিউনটি যদি আপনাদের ভালো লেগে
থাকে তাহলে আমাকে একটু জানাবেন~
অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা
হয় তাহলে আমাকে টিউমেন্টের
মাধ্যমে জানাতে ভুলবেন না।
আপনাদের একটি টিউনমেন্ট
আমাকে আরও টিউন করতে
আগ্রহী করে তুলবে।
আশা করি আগামীতে আপনাদেরকে
আরোও ভালো মানের টিউন উপহার
দেওয়ার চেষ্টা করবো।
আরেকটা কথা আমার *pc* নাই
so সবকিছুই ★Android★
দিয়ে করতে হয় তাই সর্বশেষ
যে কথাটি বলবো সেটা হলো,
আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। আপনাদের সকলের শুভকামনা করে আজকে এখানেই শেষ করছি।যাদের টেকটিউনে একাউন্ট নেই তাদের টিউনটি বুঝতে কোন অসুবিধা হলে আমাকে ফেসবুকে জানাতে পারেন। আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগীতা করার চেষ্ঠা করবো।।
আমাকে যদি দরকার লাগে
তাহলে যোগাযোগ করতে পারেন।।

ফেসবুকে আমি

আমার নং
01988971912
01931960548
01757900758
01703961320
01876178853

s♥

Level 0

আমি সচ্চিদানন্দ মণ্ডল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

a miya ? nijer sobi dite ato valLage ken ? apnar number sob tune a diccen e ba keno ? avabe ki r famous houwa jay ? avabe hoy na. Valo kaj koren. Tarpor naam famous hoile akdin doom kore sobi diyen. Loke mone rakhbe…

ok vaia…..r ami to valo tune likar cesta korsi….
r amar pic to last ee dey ete problem ke vai…

khob valo laglo.