আসসালামুআলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ। সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো। যে যে অবস্থানে আছেন, ভালো থাকাটাই সব সময়ের জন্য প্রত্যাশা। ইতিপূর্বে ব্যস্ততার কারণে লেখালেখি করা হয়ে উঠেনি। আজ এসেছি ছোট পরিসরে আপনাদের নতুন কিছু দিতে। চলুন শুরু করি।
এ পর্যায়ে এক ক্লিকেই আপনার কম্পিউটারের সবগুলো ড্রাইভের সকল ফাইলগুলো রিফ্রেশ করার উপায় সম্পর্কে বলবো।
প্রথমে নিচের লেখাগুলো কপি করে একটি নোটপ্যাডের ফাইলে সেভ করুন।
Echo Off
cd/
tree
C
tree
D
tree
E
tree
F
tree
G
tree
H
tree
I
এরপর নোটপ্যাডের ফাইলের এক্সটেনশন পরিবর্তন করে ব্যাচ ফাইলের এক্সটেনশন দিন।
অর্থাৎ .txt এর পরিবর্তে .bat দিয়ে সেভ করুন। এরপর ফাইলটি ওপেন করুন। ব্যা্স আপনার কাজ শেষ।
এবার চলুন অনলাইনে কাজের বিষয়টি পর্যালোচনা করি।
ইতিপূর্বে অনলাইন আর্নিং নিয়ে আমি অনেক লেখা টিউন করেছি। আমার লেখা দেখে কেউ কেউ উপকৃত হয়েছেন। আবার কেউ বা ব্যর্থ হলে হাল ছেড়ে দিয়ে অনলাইনে কাজের প্রতি বিরূপ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। আসলে প্রতিটি কাজেই পরিশ্রম করতে হয়। পরিশ্রম ব্যতিত সাফল্য এত সহজে ধরা দেয় না। অনলাইনে আয়ের বিষয়ে আপনি অনেক ছোটখাট টিপস পাবেন এখানে।
অনলাইনে আয়ের সবচেয়ে সহজ কাজগুলোর মধ্যে অন্যতম ব্লগস্পটের মাধ্যমে গুগল এডসেন্স ব্যবহার করে আয়।
অনেকেই এটা করে সফল হয়েছেন। যারা এখনো সফল হতে পারেননি আমার সাইটের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে সহযোগীতা নিতে পারেন। আপনার চলার পথ হবে আরো সহজ। ভিডিও টিউটোরিয়ালগুলো পাবেন এখানে, নতুনরাও এখানে এসেও শিখতে পারেন অনেক প্রয়োজনীয় বিষয়।
পাশাপাশি অনলাইন মার্কেটপ্লেসে নিয়মিত বিড করে যান। একসময় আপনি কাজ পাবেন। তবে কোনভাবেই হাল ছেড়ে দিবেন না।
এছাড়াও সব পথে ব্যর্থ হলেও আরেকটি পথ যেটা আপনি এখনো বিশ্বাস করেননা। সেই পথটি হচ্ছে পিটিসি সাইটের মাধ্যমে আয়। বিশ্বে নামকরা ২-৩টি পিটিসি সাইট রয়েছে, যারা আসলেই টাকা দিয়ে থাকে। বিশ্বাসযোগ্য সাইট ব্যতিত অন্য কোন সাইটে কাজ করা নিতান্তই সময় নষ্ট করা আর বোকামী করা ছাড়া কিছুই নয়। ১০ বছর ধরে কোন রকম অভিযোগ ছাড়াই পেমেন্ট দিয়ে আসছে অত্যন্ত নির্ভরযোগ্য কয়েকটি পিটিসি সাইট রয়েছে যার সংখ্যা নিতান্তই অপ্রতুল। এরমধ্যে মাত্র ২টি সাইট নিয়ে আপনি কাজ করে দেখতে পারেন। বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য পিটিসি সাইট সম্পর্কে আরো জানতে এ লেখাটি দেখতে পারেন। প্রতিদিন যদি আপনি মাত্র ৩০ মিনিট সময় দিতে পারেন তবে এটি ট্রাই করে দেখতে পারেন।
অনলাইন জবের ক্ষেত্রে কোন কোন সাইট আপনাকে সহযোগীতা করতে পারে...
১। UPWORK অনলাইন জবের ক্ষেত্রে জনপ্রিয় একটি সাইট। এটি শুধু অনলাইনে আউটসোর্সিং এর কাজের জন্য প্রযোজ্য।
২। MICROWORKERS অনলাইনে ছোট ছোট কাজের জন্য সাইটটি জনপ্রিয়। আপনি চেষ্টা করে দেখতে পারেন।
৩। GURU এটি বাংলাদেশের একটি জনপ্রিয় মার্কেটপ্লেস। এখানে ছোট বড় সব ধরনের কাজ রয়েছে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Science & Engineering www.facebook.com/aimanbd
আপনি শেষ এ দাড়ি দিসেন যে????