টিপস্ এন্ড ট্রিকস্ [পর্ব-০৪] :: এমপি৩ গানের ফরমেটে কিভাবে ছবির স্লাইড সো দিবেন!

Mp3 format এ image এর স্লাইড সো দেয়ার জন্য দরকার হবে উন্ডোজ ‍মুভি মেকার।

Windows Movie maker একটি ফ্রী সফটওয়্যার, তাই এটি নামিয়ে নিয়ে ইন্টল দিন।

সফটওয়্যারটি ওপেন করে এমপি৩ ফরমেট গানটি বা ফাইলটিতে  কাজটি করতে চান সেগুলো ইমপোর্ট  করুন ইমপোর্ট ইন্টু কালেকসনের মাধ্যমে ফাইল ওপসন থেকে।

সিলেক্ট করুন গান এবং ছবি গুলো। এখন প্রথমে গানটি সিলেক্ট করুন এবং পরে ইমেজ সিলেক্ট করে ড্রাগ এবং ড্রপ করুন।

এখন সেভ করুন মুভি ফাইল হিসেবে।

না বুঝলে ভিডিওটি দেখুন।
Create own

অনেক সময় দেখা যায় কোন সফটওয়্যার ইন্সটল দিতে সিকিউরিটি প্রবলেম হয় বা সি ফোল্ডার থেকে ফাইল ডিলেট হতে চায় না সেক্ষেত্রে যে ফাইলটি ডিলিট করতে চাচ্ছেন সেটির ওনার চেঞ্জ করে কাজটি করা যায়, সেক্ষেত্রে নিচের ভিডিও লিঙ্কটি ফলো করুন:

প্রথমে সি ড্রাইভ থেকে যে ফাইলটি ডিলিট করতে চাচ্ছেন ওটায় যান, তারপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টি জে যান। তারপর সিকিউরিটি তারপর অ্যাডভান্সড - ওনার- এডিট- ইউজার এবং সর্বশেষে অ্যাপ্লাই করুন।

আরো ইজিভাবে বুঝার জন্য ভিডিওটি দেখুন।

এরপর পারমিশন এ যান এবং ইউজার সিলেক্ট করে চেঞ্জ পারমিশন এ যান তারপর এডিট  ফুল কনট্রোল এ ক্লিক করুন এবং ওক করে বের হয়ে আসুন এবং আরামছে যে ফাইলটি সিকিউরিটি  পারমিশন চেঞ্জ করলেন তা এডিট বা ডিলেট করুন।

নিচের ভিডিওটি দেখতে পারেন তবে ভিডিওটি সিকিউরিটি প্রবলেম এর জন্য ফাইলটির সমস্যা হয়নি, ফাইলটি ডিলিট হচ্ছিল না একটি উন্ডোজ খুলে থাকার কারনে, যার কারণে সফটওয়্যারটি রিইনিসটল এও প্রবলেম হচ্ছিল।

নিজেস্ব ব্লগ

FB Singer

Level 0

আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস