গ্রামীণফোন এম্বির মেয়াদ বাড়ানোর ৪টা পদ্দতি

গ্রামীণফোন এম্বির মেয়াদ বাড়ানোর ৪টা পদ্দতি

আসসালামু  আলাইকুম  ওরাহমাতুল্লাহ

আশা করি আপনারা কুরবানির গোশত খেয়ে ভালই আছেন।  এটা আমার দ্বিতীয় টোন, সুতরাং ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আমি ‍আপনাদেরকে ‍আজ গ্রামীনফোনের ইন্টারনেটের এমবি বা জিবির মেয়াদ বাড়ানোর ৪টি পদ্দতি  শেয়ার করব।

অনেক সময় দেখা যায় অনেক এমবি রয়ে গেছে কিন্ত মেয়াদ মাত্র একদিন আছে যে কারণে এমবি ব্যবহার করা যাচ্ছে না।

এ ক্ষেত্রে ৪টি পদ্দতির মাধ্যমে মেয়াদ বাড়ানো যাবে,,,,,,

  • ১নং :: *৫০০*১# dial করবে,এক দুইটা ম্যাসেজ আসবে তারপর *৫০০০*৮*১*১*২# dial করবে তখন এক দুইটা ম্যাসেজ আসবে তারপর এম্বি চেক করে দেখ মেয়াদ বেড়ে গেছে ১মাস।  ১টাকা ২০পয়সা কাটবে। তবে এটার স্পিড ২০ এম্বি ব্যবহার করার পর 2g হয়ে যাবে। তার জন্য WowBox ২০এম্বি আনলে স্পিড বেড়ে 3g হয়ে যাবে। [playstore থেকে wowbox download করতে পারবেন for android user]
  • ২নং ::জিপি ফ্লেক্সি প্লান দিয়ে, grameenphone.com/flexi-plan য়ে গিয়ে মিনিটে দিবে ০মিনিট আর sms য়ে ০ sms দিবে আর validity ৩০দিন দিবে আর এম্বিতে ৪এম্বি দিয়ে কিনলেই মেয়াদ ৪টাকার বিনিময়ে একমাস হয়ে যাবে।
  • ৩নং :: *৫০০*১# dial করবে,এক দুইটা ম্যাসেজ আসবে তারপর ২৯টাকা recharge করলেই যখন ২৯এম্বি আসবে তখন মেয়াদ বেড়ে যাবে এক মাস।[মেয়াদ শেষ হওয়ার ২দিন আগে করতে হবে কারণ ২৯ এম্বি দিতে এক থেকে দুই দিন সময় লাগে]
  • ৪নং :: ১৭টাকার বিনিময়ে এক মাস মেয়াদ বাড়াতে পারবেন, এক মাস মেয়াদি সোশ্যাল প্যাকেজ। dial *৫০০০*৮*১*4*২#

###বুজতে সমস্যা হলে টিউমেন্ট করবেন।

Level 0

আমি সপ্নিল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 1

ভাই, ১ টাকায় ১০০ mb offer নিয়েছি, এখন কোনটা নিলে মেয়াদ বাড়বে আর speed ও ঠিক থাকবে।

Level 0

1takai 100mb kivabe nibo……..please bolben

#5000*77# for ১ টাকায় ১০০ এমবি

১ টাকায় ১০০ মেগাবাইট, এর মেয়াদ বাড়ানো যাবে?

ফ্লেক্সি প্ল্যান সাইটে কোনো সমস্যা হয়েছে নাকি? বারবার Error দেখাচ্ছে।

আচ্ছা ভাই ফ্লিক্সি প্লান দিয়ে মেয়াদ বাড়ালে কি কোন লিমিট আছে?? যে এতো mb পার হলে স্পিড কমে যাবে কি??

ভাই ফ্লিক্সি প্লান দিয়ে মেয়াদ বাড়ালে কি কোন লিমিট আছে?? যে এতো mb পার হলে স্পিড কমে যাবে কি??

Flexiplan die limitation nai ami jani…tobe recently sunlam kisu update hoyece… check kore deken… may be no limitation