ফেসবুকে ভিডিও অটোপ্লে হওয়ার বন্ধ করবেন কীভাবে? ভিডিওসহ দেখুন

কেমন আছেন সবাই আশাকরি ঈদ বেশ ভালো কাটিয়েছেন। অনেকদিন টেকটিউনসে কোন টিউন করা হয় না।তবে আজ ইচ্ছা জাগলো যে  টিটি তে একটা টিউন করব।যেই ভাবনা সেই কাজ। চলুন কথা না বাড়িয়ে আসল কাজে যাই।আজকের টিউন ফেসবুক বিষয়ক। ফেসবুকে ভিডিও অটোপ্লে হওয়ার বন্ধ করার উপায়  সম্বন্ধে।যার যানেন না তাদের জন্য টিউনটা। আর ইউটিউবে এটিই আমার প্রথম আপলোড করা ভিডিও

 

একটা জিনিস অনেকেই খেয়াল করে থাকবেন।ফেসবুকের ভিডিওগুলো ইদানিং অটোপ্লে হয়ে যাচ্ছে।অন্যদের আইডিতে এমনটা হয়  কিনা জানি না, তবে আমার আইডিএমন হতো না। তবে বর্তমানে এমন হচ্ছে।ফেসবুকের ভিডিও অটোপ্লে হওয়া অনেকের কাছে বিরক্তিকর।তাই যারা ফেসবুকের ভিডিও আটোপ্লে বন্ধ করতে চান তাদের জন্য একটা ভিডিও বানালাম। ভিডিওটি দেখে আপনি সহজেই আটোপ্লে বন্ধ করতে পারবেন।

 

 

তার আগে বেসিকভাবে কিছু নির্দেশনা দিচ্ছি। প্রথমে আপনি আপনার ফেসবুকের আইডি থেকে সেটিং অপশনে করুন।

 

এবার বাম পাশের সর্বোনিম্নে দেখবেন ভিডিও নামে একটা অপন আছে ঐটায় ক্লিক করুন।

দেখবেন নিচের মত দুটো অপশন আছে।

প্রখমটা  হলো - Video Default Quality

দ্বিতয়িটা হলো- Auto-Play Videos

 

আমাদের কাজ হলো দ্বিতয়িটা অপশনটা নিয়ে অথাৎ Auto-Play Videos এইটা  নিয়ে।

Auto-Play Videos এই অপশনে দেখবেন Default/ On  করা আছে।আপনি শুধু Off  করে দিলেই ভিডিও অটোপ্লে হওেয়া অফ হয়ে যাবে।

ভিডিওটি দেখুন {ব্রি:দ্র: কেউ একটা ভালো  মানের বাট ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যারের ডাউনলোড লিংক দিলে উপকার হয়।ধন্যবাদ  ]

সৌজন্যে: আপনার ডক্টর

আমি ঝিঝি পোকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। অনেক বড় ঝামেলা থেকে বাঁচলাম

thnaks 🙂 last 2din onek jamelai silam -_-

    🙂 ধন্যবাদ অনেকদিন পরে টিটি পোষ্ট করারপরও কমন্ট করে নতুন করে উৎসাহ দেওয়ার জন্য

ভাই আপনাকে অনেক thanks.এই সমস্যা টি নিয়া অনেক দিন যাবত ভুগতে আসি !আর এক টা সমস্যা আসে যদি সমাধান করে দিতে পারেন তাহলে অনেক উপক্রিত হব

সমস্যা টা হলঃFacebook এর ভিডিও প্লে করলে অটো মেটিক Full Sound হোয়ে যায়
একন কি করবো

প্লিস হেল্প করেন

    এই বিষয়ে একটু রিসার্চ করে পোষ্ট করে জানাবো