টিপস্ এন্ড ট্রিকস্ [পর্ব-০২] :: কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে পরিবর্তন করা যায়।
টিপস্ এন্ড ট্রিকস্ [পর্ব-০১] :: লুকানো কী-বোর্ড এবং পিসির স্পীড বাড়ানো
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে নিজেই গায়ক হতে পারবেন এবং নিজের গান নিজেই শুনতে পারবেন।
গান থেকে ভয়েস রিমুভ করতে হলে বিভিন্ন সফটওয়্যার ব্যবহৃত হয়, এক্ষেত্রে আমি ব্যবহার করেছি Cool Edit Pro 2.1
কিভাবে কি করতে হবে ভিডিও লেসনটিতে দেয়া হয়েছে।
ভিডিওটি দেখতে ক্লিক করুন।
আর ভিডিওটি ভালো লাগলে যারা নিজেই গায়ক হতে চান সওয়্যারটি পেতে এখানে ক্লিক করুন।
বি:দ্র: Mediafire এ ফাইলটি আপলোড দিয়েছি তাই কর্তৃপক্ষ কতক্ষণ রাখে জানি না, তাই ডিলেট করে দেয়ার আগে যারা নামতে চান নামিয়ে নিন।
সফটওয়্যারটির ইন্সটল প্রক্রিয়া দেয়া আছে, তাই আর বললাম না।
যে গানটি থেকে ভোকাল রিমুভ করতে চান সফটওয়্যারটি ওপেন করে গানটি সিলেক্ট করে নিচের প্রক্রিয়াটি অনুসরণ করুন।
effects – amplitude- Channel mixer- vocal cut
check voice by pass then ok
edit then copy
then select undo button which is show front on ur software
then effects then filters then fft filter then select Only the Subwoofer and select the scale which I select
Then click edit then mix paste then ok
বুজতে অসুবিধা হলে ভিডিও তো আছেই।
একবারে পুরো গান সিলেক্ট করে ভোকাল বাদ দিলে মিউজিক এর মান কমে যাবে তাই নির্দিষ্ট গানের ভোকাল সিলেক্ট করে কাজটি শেষ করুন।
টিউনটি কেমন হলো টিউমেন্ট করে জানাবেন আসা করি।
আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লিংক ব্লক খাইছে