Windows 7 এ Auto run/ Auto play বন্ধ বা কনফিগার করা
ভাইরাসের হাত থেকে মুক্তির জন্য Auto run/ Auto play বন্ধ করা খুবই জরুরী। আপনি নিচের ধাপ গুলো অনুসরন করে এটি কনফিগার করে নিতে পারবেন। আর এটি Windows XP থেকেও সহজ। আসা করি সবার কাজে আসবে। আর এটি Windows XP থেকেও সহজ।
1. আপনার কম্পিউটারের Control Panel এ গিয়ে Autoplay Open করুন।
2. এর পর নিছের মত একটি Window দেখতে পারবেন।
3. এখান থেকে কি কি ড্রাভের Auto run/ Auto play বন্ধ করবেন তা আপনার ইচ্ছে মত বন্ধ করুন।
আসা করি সবার কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
শেয়ার করার জন্য ধন্যবাদ ।।জুমলা নিয়ে আর টিউন চাই জাকির ভাই।