নিজেই তৈরি করুন Windows 7 এর জন্য Themes Pack

আপনি ইচ্ছে করলে Windows 7 এর  Theme নিজেই তৈরি করে নিতে পারেন। একটি Theme এ নিচের কটেন্ট গুলো থাকেঃ

1.     Desktop Wallpaper

2.     Screensaver

3.     Sounds

4.     Slideshows

5.     Color of the theme

6.     Mouse Pointers

7.     Desktop icons

এগুলো আপনি নিজের ইচ্ছে মত সিলেক্ট করে নিজেই একটি Theme Pack তৈরি করে নিতে পারবেন নিচের ধাপ গুলো অনুসরন করে।

1.     আপনার Desktop এ Right Click করুন এবং Select Personalize from Context Menu সিলেক্ট করুন।

2.     এবার desktop background এ ক্লিকরুন Theme এর জন্য  background wallpaper  সেট করার জন্য।

3.     এবার Browse এ ক্লিক কিরুন  wallpapers এর ফোল্ডার দেখিয়ে দেয়ার জন্য।

4.     slideshow feature এর জন্য check images/wallpapers  সিলেক্ট করুন আপনার Theme  এর জন্য। এবং save changes এ ক্লিক করুন।

5.     Windows color সেট করুন আপনার Theme এর জন্য ।এটি দ্বারা windows, background, এবং cursor এর color  Change হবে।

6.     Sound এ ক্লিক করুন Sound সেট করার জন্য।

7.     Screen Saver এ ক্লিক করুন Theme এর Screen Saver দেয়ার জন্য।

8.     সব  setting ঠিক করার পর save theme option in your personalization এ ক্লিক করুন।

9.     Theme এর নাম লিখুন এবং  theme pack as save type সিলেক্ট করুন।

10.    এবার আপনার তৈরি কৃত Theme pack এ ডাবল ক্লিক করুন এবং এটি Install করুন। এবং আপনার নিজের তৈরি Theme ব্যবহার করুন।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাইয়া, দারুন টিপস। অবশ্যই কাজে লাগবে

    কাজে লাগলেই ভালো ভাইয়া। ধন্যবাদ

Level 2

regedit এর ব্যাপারে কিছু করা যায় কিনা একটু বলবেন?

    বুঝলাম না। আর এখানে regedit এর কোন কাজ নেই

আপনার এই টিউনটি আমার অনেক ভাল লাগল আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরই সাতে ঈদের দাওয়াত নাকি ?

    আপনাকে ও ধন্যবাদ রাসেল ভাই। ঈদের তো এখনো অনেক দেরি।

ভাল টিপস,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

আরে বাহ! চালিয়ে যান। আমি আছি আপনার সাথে(প্রতি টিউনে)।

    ভালো। মাখনের মত থাকবেন।