টিপস্ এন্ড ট্রিকস্ [পর্ব-০২] :: কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে পরিবর্তন করা যায়।

টিপস্ এন্ড ট্রিকস্ [পর্ব-০১] :: লুকানো কী-বোর্ড এবং পিসির স্পীড বাড়ানো

অাসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন।

আজ আমি আপনাদের দেখাবো কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে পরিবর্তন বা রিকভারি করবেন।

এ টিউনটি শুধু মাত্র শিক্ষার জন্য। তাই অনুগ্রহ করে কারো ক্ষতি করা থেকে বিরত থাকুন।

তো চলুন শুরু করা যাক। নিচের ছবিটি লক্ষ্য করুন।

আমরা যদি স্বাভাবিক নিয়মে computer then control panel then user account and family then user account then change password এ যাই তাহলে এখানে current password পরিবর্তন করতে চাইলে current password চাচ্ছে।

এখন যদি password আপনার মনে না থাকে তাহলে কি করবেন??

টেনশন মাত লিয়ে! মে হু না 🙄

প্রথমে কম্পিউটারের আইকনের উপর মাউস রেখে রাইট বাটন ক্লিক করুন তারপর  ম্যানেজ এ যান মাউস এ ক্লিক করে।

নিচের ছবিটির মতো একটি উইন্ডো আসবে।

 

এরপর লোকাল ইউজার এবং গ্রুপ এ যান, তারপর ইউজার এ যান এবং সর্বশেষ যে অ্যাকাউটি পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছেন শুধু ওটাতে ক্লিক করে ‍সেট পাসওয়ার্ড এবং প্রসিড এ ক্লিক করে পাসওয়ার্ড পরিবর্তন করুন।

ব্যাস হয়ে গেল এবং আপনার কাঙ্খিত পাসওয়ার্ড ও পেয়ে গেলেন।

যাদের বুঝতে অসুবিধা হয়েছে ভিডিও টিউটোরিয়ালটি দেখতে পারেন।

Computer password recovery, if forgot then what? Just follow me on YouTube lol

 

অথবা ২য় টেকনিকটা Command Prompt ব্যবহার করে password পরিবর্তন করা যাবে।

২য় ভিডিও টিউটোরিয়ালের লিঙ্ক দিয়ে দিলাম, যারা শিখতে চান দেখে নিয়েন, কারণ টিউন আর লম্ব করলাম না।
Recovery PC password by using command prompt, Recovery from YouTube info

কেমন লাগলো টিউনটি, অবশ্যই মতামত দিয়ে জানাবেন এবং আমাকে অনুপ্রানিত করবেন।

পরবর্তীতে আসা করি আরে ভালো নিত্য নতুন টিউন নিয়ে আপনাদের মাঝে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।

ঈদের অগ্রীম শুভেচ্ছ রইলো।

ব্লগে আমি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথেই থাকুন।

Level 0

আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Jodi Apni Administrator ay login korte na paren tobe ay option kaz korbe kivabe? age nije jene onno ke jananotay better….

আপনি যেটায় ইচ্ছা সেটায় চেঞ্জ করতে পারবেন, না জেনে হুট-হাট কমেন্ট করা অজ্ঞতারই সামিল।

    mone koren amar 2 ta user akta admin(administrator) r akta work. ami admin er pass haraiye feleci. then avabe kokhon oy kaz hobe na…. age nije jene tune korben… r karo comment er bipotire kisu bolar age 2nd time vebe bolben asa kori….

      এতো মনে করা কুরির কিছু নাই তো, সহজ বিষয় সহজ ভাবে দেখতে শিখুন, অাপনি যে বিষয় বললেন সেরকম সমস্যার সম্মুখীন হইনে তবে সে রকম প্রবলেমে পড়লেও সমাধান আছে।

apnar niome ja dekhieasen tate login korar pore password vule gele ai niom kaje lagbe. but password vule gele computer on kora jae oi tune ta koren

    ওই বিষয়েও করার প্লান আছে ধীরে ধীরে একটার পর একটা করবো ইনশাল্লাহ, ধন্যবাদ মন্তব্যের জন্য।