আচ্ছালামুআলাইকুম
সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক
এটা আমার ২য় টিউন।
আমার ১ম টিউনঃএখানে
আমি আজ আবার হাজির হয়েছি কি করে ২টা সহজ পদ্ধতিতে Gp সিমের MB এর মেয়াদ ১মাস বাড়ানো যায় তা জানাতে।
অনেকে আমার fb বা wapp এ মেসেজ দিয়ে বলে " ভাই gp সিমের MB এর মেয়াদ ১ মাস বাড়াবো কি করে"
তাই ভাবলাম এই কাজটা অনেকেই হয়ত জানেনা (যদিও এই পদ্ধতি দুটা অনেক আগের)। তাই যারা জানেন না তাদের কে উদ্ধেশ্য করেই আজকে আমার এই টিউন।
তাহলে শুরু করা যাক-
প্রথম পদ্ধতিঃ
প্রথমে আপনার GP সিম থেকে ডায়াল করুন
*500*1#
এর পরে ২-৩ মেসেজ আসা পর্যন্ত অপেক্ষা করুন।
মেসেজ আসার পরে ২.৮৮ টাকার ৪ MB এর প্যাক ক্রয় করার জন্য ডায়াল করুন
*5000*1*2#
এর পরে আরো ২-৩ টা মেসেজ আসা পর্যন্ত অপেক্ষা করুন।মেসেজ আসলে ফোন বন্ধ করে আবার চালু করুন এবং MB চেক করুন। দেখবেন মেয়াদ ১ মাস বেড়ে গেছে।
দ্বিতীয় পদ্ধতিঃ
এই পদ্ধতিতে চাইলে আপনি নিজের সহ আপনার বন্ধুর মোবাইলের GP সিমে MB এর মেয়াদ বাড়াতে পারবেন।
প্রথমে এই লিংকে যান - Gp flexi-plane
নিচের স্ক্রীনশর্ট এর মত একটি
পেজ দেখতে পাবেন
এবার এখান থেকে Talk-time -0 এস এম এস -০ এবং ইন্টারনেট
এর যে কোন প্যাক(৩.৮৪ টাকার ৪MB সিলেক্ট করেছি) ও মেয়াদ- 30 দিন সিলেক্ট করুন। এবং "এখনই কিনুন" এ ক্লীক করুন।
এরপর একটি পেজ দেখতে পাবেন, এখানে মোবাইল নম্বর এর ঘর এ আপনার যে সিমে মেয়াদ বাড়াবেন সেই সিমের নম্বর লিখুন
এবং "পরবর্তী ধাপে" ক্লিক করুন।
এবার আপনি আপনার দেওয়া নাম্বারে একটি পিন নম্বর সহ এস এম এস পেয়ে যাবেন যা পরবর্তী পেজ এ ব্যবহার করবেন
নিচের স্কিনসট এর মত পেজ আসলে সেখানে আপনার এসএমএস এ আসা পিন কোড দিয়ে "সম্মত" তে ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ। সিমের MB চেক করে দেখুন মেয়াদ ১মাস বেড়ে গেছে।
★ ★ ★
টিউন করার ইচ্ছা থাকা সত্বেও তেমন একটা টিউন করতে পারিনা কারণ অনেক কষ্ট করে মোবাইল দিয়ে টিউন করি। তাই ভুল ভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
এই টিউনএর ফলে উপকৃত হলে অবশ্যই টিউমেন্ট করতে ভুলবেন না।
যে কোন প্রয়জনে ফেসবুকে যোগাযোগ করতে পারেনঃফেসবুকে আমি
আমি Masum Billa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তার পরও ধন্যবাদ