আপনার/ আপনার বন্ধুর GP সিমে MB এর মেয়াদ ১ মাস বাড়িয়ে নিন একটা পদ্ধতিতে। সাথে আরো ১ টা পদ্ধতি। ১০০% কার্যকরি

আচ্ছালামুআলাইকুম

সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক

এটা আমার ২য় টিউন।

আমার ১ম টিউনঃএখানে

আমি আজ আবার হাজির হয়েছি কি করে ২টা সহজ পদ্ধতিতে Gp সিমের MB এর মেয়াদ ১মাস বাড়ানো যায় তা জানাতে।

অনেকে আমার fb বা wapp এ মেসেজ দিয়ে বলে " ভাই gp সিমের MB এর মেয়াদ ১ মাস বাড়াবো কি করে"

তাই ভাবলাম এই কাজটা অনেকেই হয়ত জানেনা (যদিও এই পদ্ধতি দুটা অনেক আগের)। তাই যারা জানেন না তাদের কে উদ্ধেশ্য করেই আজকে আমার এই টিউন।

তাহলে শুরু করা যাক-
প্রথম পদ্ধতিঃ

প্রথমে আপনার GP সিম থেকে ডায়াল করুন

*500*1#

এর পরে ২-৩ মেসেজ আসা পর্যন্ত অপেক্ষা করুন।

মেসেজ আসার পরে ২.৮৮ টাকার ৪ MB এর প্যাক ক্রয় করার জন্য ডায়াল করুন

*5000*1*2#

 

এর পরে আরো ২-৩ টা মেসেজ আসা পর্যন্ত অপেক্ষা করুন।মেসেজ আসলে ফোন বন্ধ করে আবার চালু করুন এবং MB চেক করুন। দেখবেন মেয়াদ ১ মাস বেড়ে গেছে।

দ্বিতীয় পদ্ধতিঃ

এই পদ্ধতিতে চাইলে আপনি নিজের সহ আপনার বন্ধুর মোবাইলের GP সিমে MB এর মেয়াদ বাড়াতে পারবেন।

প্রথমে এই লিংকে যান - Gp flexi-plane

নিচের স্ক্রীনশর্ট এর মত একটি

পেজ দেখতে পাবেন

এবার এখান থেকে Talk-time -0 এস এম এস -০ এবং ইন্টারনেট

এর যে কোন প্যাক(৩.৮৪ টাকার ৪MB সিলেক্ট করেছি) ও মেয়াদ- 30 দিন সিলেক্ট করুন। এবং "এখনই কিনুন" এ ক্লীক করুন।

এরপর একটি পেজ দেখতে পাবেন, এখানে মোবাইল নম্বর এর ঘর এ আপনার যে সিমে মেয়াদ বাড়াবেন সেই  সিমের নম্বর লিখুন

এবং  "পরবর্তী ধাপে" ক্লিক করুন।

 

এবার আপনি আপনার দেওয়া নাম্বারে একটি পিন নম্বর সহ এস এম এস পেয়ে যাবেন যা পরবর্তী  পেজ এ ব্যবহার করবেন

 

নিচের স্কিনসট এর মত পেজ আসলে  সেখানে আপনার এসএমএস এ আসা পিন কোড দিয়ে "সম্মত" তে ক্লিক করুন।

 

 

ব্যাস আপনার কাজ শেষ। সিমের MB চেক করে দেখুন মেয়াদ ১মাস বেড়ে গেছে।

 

 

 

★ ★ ★

টিউন করার ইচ্ছা থাকা সত্বেও তেমন একটা টিউন করতে পারিনা কারণ অনেক কষ্ট করে মোবাইল দিয়ে টিউন করি। তাই ভুল ভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

 

এই টিউনএর ফলে উপকৃত হলে অবশ্যই টিউমেন্ট করতে ভুলবেন না।

 

যে কোন প্রয়জনে ফেসবুকে যোগাযোগ করতে পারেনঃফেসবুকে আমি

Level 1

আমি Masum Billa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তার পরও ধন্যবাদ

মন্তব্য করার জন্য ধন্যবাদ #শিপন

এ ক্ষেত্রে আপনার ডাটা প্যাক এর স্পিড অনেক কমে যাবে। আপনি ৪ MB প্যাক এর স্পীড ই পাবেন। 256KBPS

priyo te rakhlam tk recharge korar por try korbo kaj hole tnx.

ধন্যবাদ। আমি একটি সমাধান চাচ্ছি রিভিউ দিলে উপকৃত হব। তাহলো আমার জিপি বন্ধ ছিল ছিল ১০৳ রিচার্জ করে ১ জিবি+১ জিবি ফেবু= ২ জিবি ইন্টারনেট পাই। এই ভাবে ৯ বার রিচার্জ করে ৯ জিবি নিয়েছিলাম। বর্তমানে অবশিষ্ট আছে ৬ জিবি, মেয়াদ শেষ হবে ০১/১০/১৫ তারিখে। এখন কথা হল এটার কি মেয়াদ কোনভাবে বৃদ্ধি করতে পারব??

    Level 2

    @ ফেরিওয়ালা আপনি একবার আমার কমেন্ট ডিলিট করেছিলেন তাই আপনার টিউনে কমেন্ট করিনা।
    তবে যে সম্যসার সমাধান চেয়েছেন সেই সমাধান আমি দিলাম, আমিও আপনার মত সম্যসায় পড়েছিলাম যাহোক

    প্রথমে মোবাইলের ম্যসেজ অপশনে গিয়ে এইটা লিখেন 100mb এবং সেন্ট করেন 5000 তাহলে পূর্বের ডাটার সাখে বর্তমান ডাটা যোগ হয়ে মেয়াদ ১ মাস বাড়বে তবে ফেসবুকের জন্য যে ডাটা দিয়েছে সেই ডাটা হয়তো আর নাও পেতে পারেন, কারণ আমার ফেসবুকের জন্য দেওয়া ডাটা 10 জিবি নস্ট হয়েছিলো ভ্যট সহ 100 mb ৫৩.৩০ টাকা কাটবে আপনার মোবাইল থেকে।

    এই নিয়ম ছাড়া কম টাকায় জিপির ডাটার মেয়াদ ১ মাস বাড়ানোর কোন উপায় আমার জানা নেই। আমি এই ভাবে আমার ডাটার মেয়াদ বাড়িয়েছি।

      Level 2

      আর একটি কথা আবদুল্লা @ ফেরিওয়ালা > ভাই আমার দেওয়া নিয়মে ডাটার মেয়াদ বাড়ালে 3-G নেটওয়ার্কে 3-G স্পিড পাবেন।স্পিড এর ক্ষেত্রে কোন তারতম্য হবে না।

#নাহিদুল ভাই আপনি ঠিকই বলেছেন। মেয়াদ শেষ হয়ে MB হারানোর চাইতে মেয়াদ বাড়িয়ে চালানোই ভালো। তবে আমি লক্ষকরে দেখেছি এই ৪MB কেনার পরে ১০০MB খরচ হবার পরে আবার আগের স্পিড চলে আসে।

মন্তব্য করার জন্য ধন্যবাদ

#সাদ্দাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ টিউনটি প্রিয়তে রাখার জন্য।
রিচার্য করে ট্রাই করুন ইনশাআল্লাহ কাজ হবে

#ফেরীওয়ালা আপনি উপরোক্ত দুই পদ্ধতির যেকোন একটা পদ্ধতি অনুসরণ করে মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন।

Level 0

১ টাকায় ১০০ মেগাবাইট 3g স্পীড, ডায়াল- *5000*77#, মেয়াদ 7 দিন।

#Bijoy Paul এই প্যাকেজ সবার জন্য প্রজয্য নয়।

Level 0

আমি পেয়েছি চালু সীমে। বন্ধ সীমের বিষয়টা বলতে পারলাম না। বিস্তারিত জানতে – http://ouo.io/ootvw

আমি ৩ টা চালু করা Gp সিমে চেষ্টা করলাম কিন্তু পেলাম না। আমার মনে হয় যারা এই অফারের এসএমএস পেয়েছে তারাই এই অফার পাবে

ভাল লাগলো … 🙂