ভাইরাস নিয়ে টিউন করে দেখলাম আপনাদের ভাল আগ্রহ আছে ।তাই ভাইরাস নিয়ে আবার লিখতে শুরু করলাম।
এই ক দিনে আমরা জেনেছি অনেক গুলো নোট প্যাড ভাইরাস কোড।তাই আসুন এবার তৈরি করি নোট প্যাড ছাড়া ভাইরাস।এটা একটি শর্টকাট ভাইরাস এটার নাম দিয়েছি টেকটিউনস 09 এটা কি কাজ করবে তা কোডটি পড়লে বুঝতে পারবেন।
যে ভাবে তৈরি করবেন -
C:\WINDOWS\system32\shutdown.exe -s -t 20 -c "super virus Activated May Lead To This Computer Exploding Violently In 20 Seconds Deleting Everything On This Computer Permanently. This Virus Will Destroy Entire Computer Along With Contents"
একটি মজার ব্যাপার আছে পরে জানাবো আগে ট্রাই করুন তারপর...
বিঃদ্রঃ- কেহ এই ভাইরাসটি তৈরি করে অপব্যবহার করবেন না। তৈরি করতে গিয়ে বা করে আপনার কম্পিউটারে কোন রকম ঝামেলা হলে এর জন্য আমি দ্বায়ি নই।
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
মঈন ভাই, jpeg, bmp,gif ইত্যাদি format এর ছবিগুলো নষ্ট করার কোন ভাইরাস কি আছে থাকলে শেয়ার করেন প্লিজ..
মঈন ভাই আপনি দেখি ছবি পাল্টাইছেন।ভালই হয়েছে।আর
এইটা কি আপনার নিজের ছবি নাকি?ধন্যবাদ।
মইন ভাই আমার কাছে অনেকেই মোবাইলের Hoax ভাইরাসটি চাচ্ছে। এটা দেযা কি ঠিক হবে? কারন এতে করে দেশের লক্ষ লক্ষ মোবাইল হূমকির মুখে পড়বে। একটু পরামর্শ দেন।