যে হারে সবাই ফেসবুক হ্যাকিং আর ফিশিং শেখায়, তাতে একটু অসাবধান থাকলে আপনি ও হারাতে পারেন আপনার ফেসবুক আইডি। তাই আমি আজ নিয়ে এলাম আপনার হ্যাক হওয়া ফেসবুক আইডি ফেরত পাবার সহয উপায়
শীর্ষ সামাজিক মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে মাঝে মধ্যেই বিব্রত হতে হয়। দেখা যায় নিজের একাউন্টের দখল নিজের থাকে না। একাউন্ট হ্যাকিং এর শিকার হলে এমনটি ঘটে আমরা সবাই তা জানি। এই রকম ভুক্তভগী কম নাই কিন্তু। তবে হ্যাক হলেও খুব একটা চিন্তা করবেন না বা সেরকম চিন্তার কিছু নাই। ফিরে পাওয়া যাবে সেটি তবে শর্ত অনুযায়ী। হ্যাক হবার পর আপনার সাধের ফেসবুক আইডিটি ফিরে পেতে হলে কাজ করতে হবে কয়েকটি ধাপে।প্রথমে আপনার ব্রাউজারের এড্রেস বার থেকে http://www.facebook.com/hacked এই লিংক এ প্রবেশ করতে হবে। এরপর মাই একাউন্ট থেকে ‘my account is compromised’ এ ক্লিক করতে হবে। তারপর ফোন নাম্বার, ইমেইল কিংবা ইউজার নাম দিয়ে আপনার সাধের ফেসবুক একাউন্টটি সনাক্ত করতে হবে সতর্কতার সাথে। ইমেইল কিংবা ইউজার নেইম দিয়ে একাউন্ট সার্চ করলে ‘security check’ অপশনে ক্যাপচা এন্ট্রি করতে হবে। এরপর একাউন্ট নির্বাচন করে পুরনো পাসওয়ার্ড দিতে হবে। এরপর নিরাপত্তাজনিত কিছু প্রশ্ন জানতে চাওয়া হবে। কয়েককধাপে সেগুলো সঠিক উত্তর দিলে আপনার হ্যাক হওয়া সাধের ফেসবুক আইডি ফিরে পাবেন। তবে শর্ত একটাই, সকল তথ্য সঠিক ভাবে দিতে হবে।
এটি নিয়ে আগে টিউন হয়েছে কি না আমি জানি না। টিউনটি আমি এখান থেকে নিয়ে এসেছি। আপনাদের কাজে লাগলে ভালো লাগবে। কোনো কথা বা সমস্যা থাকলে কনেন্ট করতে ভুলবেন না। সুরিক্ষিত থাকুক আপনার ফেসবুক আইডি। দেখা হবেন। ভালো আছেন এটা জানি, সুন্দর আগামির প্রত্যাশায়।
আমি শেখ রাশেদুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 226 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়। কারনে - অকারনে বদলায়। ---------------------------- আমি ও বদলাতে চাই। কিন্তু সবার ভালবাসায়, ভালভাবে।
ভাই কেমন আছেন? আমার ফেসবুক আইডি টা ডিজাবল হয়ে গেছে । কিভাবে ফেসবুক আইডি টা এনাবল করা যায় দয়া করে একটু বলবেন?