যারা Windows 7 ব্যবহার করেন তারা অনেকেই সফটওয়ার ব্যবহার করে Windows 7 এর Log on Screen পরিবর্তন করেন। এতে কম্পিউটার অন ও অফ হতে বেশি সময় নেয়। কিন্তু আপনি ইচ্ছে করলে কোন সফটওয়ার ছাড়াই Windows 7 এর Log on Screen পরিবর্তন করতে পারবেন। তার জন্য নিচের সহজ ধাপ গুলো অনুসরন করুন,
১। start মেনুতে গিয়ে Run এ যান তার পর Regedit টাইপ করে enter চাপুন।
২।তারপর HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\ LogonUI\Background এ যান। আশা করি পারবেন। দেখিয়ে দিতে হবে না কিভাবে যেতে হবে।
৩. OEMBackground DWORD key তে ডাবল ক্লিক করুন।
৪. এ key টির value 1 সেট করুন। এ গেলো Registry এর কাজ।
৫। এবার একটি image ঠিক করুন আপনার Logon Screen এর জন্য jpg ফরমেটের। এর সাইজ যেন 256KB বেশি না হয়।
৬। ইমেজ টির নাম দিন Default.jpg
৭। ইমেজ টি এবার আপনার রুট ড্রাইভে মানে আপনার যে ড্রাইভে Windows সেট আপ দেওয়া আছে সে ড্রাইবের >Windows\system32\oobe\info\backgrounds এর ভেতর পেস্ট করুন। ডিফল্ট হিসেবে যাদের c ড্রাবে আছে তারা নিছের মত আনুসরন করে পেস্ট করুন।
C:\Windows\system32\oobe\info\backgrounds
৮। কম্পিউটারটি রিস্টার্ট করুন। এবং দেখুন আপনার নিজের পছন্দের Log on Screen। ধন্যবাদ সবাইকে।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
THANK YOU.
PC KINLE KAJE LAGABO, R BORDA DER OBAK KORE DEBO.