কেন নিজের সিম অন্যের নামে ব্যবহার করবেন? আজ থেকে ব্যবহার করুন নিজের নামে। (বাংলালিংক)

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন।

কথা না বাড়িয়ে কাজের কথায় চলে যাই।

আমরা যখন আমাদের সিমগুলো ক্রয় করেছিলাম তখন অনেকেই হয়তো নিজের আইডি ব্যবহার করে সিম ক্রয় করিনি।

কিন্তু সিমগুলো কোনো না কোনো নামে রেজিষ্ট্রেশন করা হয়েছে।

তাই এখন বাংলালিংক দিচ্ছে সেই সুযোগ যার মাধ্যমে সিমটি নিজের নাম ও আইডি ব্যবহার করে তথ্য হালনাগাদ করার।

তথ্য হালনাগাদ করার জন্য যা করতে হবে-

১.  এই লিংকে গিয়ে নিজের মোবাইল নম্বর ও কেপচা প্রবেশ করান।

২.  তারপর আপনার সিমে একটি i token  নম্বর যাবে। সেটি প্রবেশ করান।

৩. তারপর আপনার সকল তথ্য দ্বারা ফরমটি পূরণ করুন।

৪. তারপর আপনার তথ্য হালনাগাদের রিকোয়েস্ট যাবে বাংলালিংক এর অফিসে। তারা তথ্য গুলো যাচাই করে আপনার তথ্য হালনাগাদ করে দিবে।

৫. ফরম পূরণের সময় আপনার ছবি (100 কেবির কম) ও আইডি কার্ডের ছবি (100 কেবির কম) প্রয়োজন হবে। তাই হালনাগাদের পূর্বে এগুলো কম্পিউটারে সংরক্ষণ করুণ।

৬.  NID  না থাকলে HSC or SSC রেজিস্ট্রেশন কার্ড দিয়েও হবে।

আজ এখানেই বিদায় নিচ্ছি। ভুল হলে মাফ করবেন।

সবার কাছে দোয়া প্রার্থী।

***নিচের শব্দ গুলো আর পড়ার প্রয়োজন নেই। কারণ 200 শব্দ পূরণের জন্য কপি পেষ্ট***

 

 

আজ এখানেই বিদায় নিচ্ছি। ভুল হলে মাফ করবেন।

সবার কাছে দোয়া প্রার্থী।

আজ এখানেই বিদায় নিচ্ছি। ভুল হলে মাফ করবেন।

সবার কাছে দোয়া প্রার্থী।

আজ এখানেই বিদায় নিচ্ছি। ভুল হলে মাফ করবেন।

সবার কাছে দোয়া প্রার্থী।

আজ এখানেই বিদায় নিচ্ছি। ভুল হলে মাফ করবেন।

সবার কাছে দোয়া প্রার্থী।

আজ এখানেই বিদায় নিচ্ছি। ভুল হলে মাফ করবেন।

সবার কাছে দোয়া প্রার্থী।

আজ এখানেই বিদায় নিচ্ছি। ভুল হলে মাফ করবেন।

সবার কাছে দোয়া প্রার্থী।

আজ এখানেই বিদায় নিচ্ছি। ভুল হলে মাফ করবেন।

সবার কাছে দোয়া প্রার্থী।

 

 

Level 2

আমি Sanebin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই গ্রামীণফোননে এরকম সুযোগ আছে নাকি?

gp or robi te ki evhabe reg kora jabe

    Level 2

    gp or robi তে করা যায় কিনা বলতে পারছি না।

এইটা কি ডিসেম্বরের মাঝেই করা লাগবে…

    Level 2

    যত দ্রুত সম্ভব করে ফেলুন

Vai amr to national id card nai ami ki ta hole korte parbo na.

thank u for this information.go ahead bro!

Dhonnobad vay.

BRO ETA just..INFORMATION update,,,But ORIGINAL NAME CHANGE HOBE NAH………COUSTOMER CARE E PHONE DEA DETAILS SHUNENN……………ETA r o 2 Month age thekey celo………GOOD POST….

ভাইয়া এমন আসতেছে কেন? ‘Server Error in ‘/’ Application.’

    Level 2

    এখন সব ঠিক আছে।

অনেক কাজের ।

    Level 2

    সুন্দর টিউনমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ।

Server Error in ‘/’ Application. আছতেছে ….

    Level 2

    এখন সব ঠিক আছে।

Level 0

ভাই chaptca সঠিক দিলও invalid code দেখাচ্ছে ।

    Level 2

    Browser theke exit kore abar try koren

Level 0

হয় না। ‘Server Error in ‘/’ Application.’ দেখায়

বাংলাদেশের সবকিছু হাটুভাঙ্গা। সোজা হয়ে দাঁড়ানোর আগেই হেলে পড়ে যায়। সাধারণ একটা রেজিষ্ট্রেশন ফরম সেটাও পূরণ করতে গেলে সার্ভার প্রবলেম, এরর ইত্যাদি।

onek Dhonnabad

কাল করবো ভাই, আজ আর হচ্ছে না।