প্রথমে আমার পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহন করিবেন।বেশি কথা না বলে সরাসরি চলে যাই কিবোর্ডের শর্টকার্ট ব্যবহার সম্পর্কে জানতে।কম্পিউটারে মাউসের ব্যবহার কমিয়ে কি-বোর্ডের ব্যবহার বাড়ান৷কারণ মাউসে সমস্যা হলে আপনার কম্পিউটার অকেজো হয়ে পরে৷ কি-বোর্ড দিয়েই প্রয়োজনীয় কাজগুলো করতে পারলে এর থেকে মুক্তি পাবেন৷ তাছাড়া মাউসের থেকে কি-বোর্ড ব্যবহার করলে কাজের সময়ও অনেক কমবে৷
মাউস পয়েন্টার নিয়ে সঠিক জায়গায় ক্লিক করে কাজ করতে যা সময় লাগে তার অর্ধেক সময়ে আপনি কিবোর্ডের ব্যবহারে কাজ করতে পারবেন কম্পিউটারে৷ তাই দ্রুত ভালো কাজের জন্য দেয়া হলো কি-বোর্ডের 2০টি শর্টকাট টিপস-
Keyboard Shorcuts (Microsoft Windows)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)
কোন প্রকার বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।যারা ttতে টিউমেন্ট করে জানাতে পারবেন না তারা আমর Facebook পেজে comment করে জানাতে পারেন।
আপনার ইচ্ছা হলে আমার সাইট ঘুরে আসতে পারেন।
আজ এ পর্যন্তই।ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সত্যি বলতে কী এরকম টিউটোরিয়াল অনলাইনে অনেক দেখেছি, তবে আপনার টিউনের কিওয়ার্ডটা কিন্তু অসাধারন হয়েছে। ধন্যবাদ সুন্দর একটা টিউনের জন্য।