হার্ডওয়্যার ও সফটওয়্যার ট্রাবলশ্যূটিং(রিস্টার্ট ও পিসি অফ হওয়া সংক্রান্ত সমস্যা ও তার সমাধান)

কিছুক্ষন আগে এক টেটি বন্ধুর সমস্যা দেখে মনে হল হার্ডওয়্যার ট্রাবলশ্যূটিং নিয়ে টিউন করা দরকার তাতে যদি টেটি বন্ধুদের উপকার হয়।তাই আমার এই ধারাবাহিক টিউন।

আজ আমরা দেখবো রিস্টার্ট বা পিসি বন্ধ হওয়া সংক্রান্ত সমস্যা ও তার সমাধান।

যদি এমন হয় যে,পিসি অন করার সাথে সাথে আপনার টাস্ক ম্যানেজারে আপনার পিসির প্রসেসর ৮০% ইউজ হতে দেখায় এবং সে সাথে মাঝে মাঝে ধুম করে পিসি বন্ধ হয়ে যায়ঃআপনার পিসির বায়োস সেটিং এ যান এবং সেখান থেকে প্রসেসরের এবং সিপিউর টেম্পারেচার দেখুন।প্রসেসর খুব বেশী হিট প্রডিউস করে,এই হিট ঠিকমতো এবসর্ব করতে না পারলে এ সমস্যা হয়।আপনার প্রসেসরের টেম্পারেচার ৯০ ডিগ্রী around হয়ত।এক্ষেত্রে,প্রসেসরে গায়ে হিট সিঙ্ক ক্রিম গলে গেলে বা কম থাকলে এই প্রবলেম হয়।এক্ষেত্রে এক্সট্রা ক্রিম কিনে প্রসেসরে এড করতে হয়।দাম বেশী না,৬০টাকা মাত্র।

পিসি অন করার পর বায়োসের ছবি আসার সাথে সাথে পিসি বন্ধ হয়ে যায়ঃএটিও প্রসেসরের আধিক হিট যা এবর্ব করা সম্ভব হয় না,এর ফলে সৃষ্ট।এক্ষেত্রে পিসি বন্ধ হওয়ার পরে সাথে সাথে আবার অন করার চেষ্টা করলে মাদারবোর্ড থেকে একটি বিপ বা সাউন্ড হয় কিন্তু পিসি অন হয় না।এক্ষত্রে পিসি অন করার চেষ্টা না করাই ভাল,কারন প্রসেসর খুব গরম হওয়ায় পরে যখন পিসি অন করার চেষ্টা করা হয় তখন পিসি অন হয় না।এ ধরনের চেষ্টা করতে গেলে অত্যাধিক হিটের জন্য প্রসেসর পুড়ে যেতে পারে।এক্ষেত্রেও ক্রিম লাগিয়ে সমস্যার সমাধান করতে হয়।

এছাড়া পিসি যদি মাঝে মাঝে অহেতুক রিস্টার্ট নেয়ঃ

এক্ষেত্রে

My Computer আইকনের উপর রাইট ক্লিক করে প্রোপার্টিজ এ যান এখান থেকে এডভান্স ট্যাবে যান।

নিচে startup and recovery তে যা setting বাটন আছে তাতে ক্লিক করুন।একটি উইন্ডো আসবে।এখান থেকে Automatically restart অপশনটি uncheck করুন।

এতেও কাজ না হলে,

১)পাওয়ার সাপ্লাই কেবল ও পাওয়ার সাপ্লাই বক্সটি চেক করে দেখুন।

২)যদি রিস্টার্টের সাথে বীপ দেয়(৩টি) তাহলে বুঝতে হবে র‌্যাম এ সমস্যা।এক্ষেত্রে র‌্যামটি খুলে পরিষ্কার করে আবার লাগান।তাহলেই সমস্যা সমাধান হবে।অনেকে সেন্ট বা অন্য কোনো লিকুইড দিয়ে র‌্যাম পরিষ্কার করে।ভুলেও এই কাজটি করতে যাবেন না।দরকার হলে অন্য স্লটেও লাগিয়ে দেখতে পারেন।

৩)আরেকটি কারন হতে পারে ভাইরাস।পিসিতে ভাইরাস থেকে থাকলে তা ভাইরাস মুক্ত করার ব্যবস্থা করুন।
পরবর্তীতে কম্পিউটারের আরো সমস্যা ও তার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হব,ধন্যবাদ।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ জানানোর কোন ভাষা নেই। অনেকের টিউন বুজতে অনেক সময় সমস্যা হয়, কিন্তু আপনার সবগুলি টিঊন বুজতে কোন সমস্যা হয় নাই। আশাকরি চালিয়ে যাবেন।

অনেক সুন্দর ও কাজের টিউন,
চালিয়ে যান
ধন্যবাদ টিউনের জন্য।

অনেক সুন্দর ও কাজের টিউন,আসা করি নিউ ইউসার রা খুব উপকার পাবে।
চালিয়ে যান
ধন্যবাদ টিউনের জন্য।

থ্যাংস ফর দ্যা টিউন।

ভালো লাগল।
এ ক টা সমস্যা—-

আমি হাব দিয়ে ২টা ইন্টারনেট লাইন দিয়ে ৩ টা কম্পিউটার চালাই মানে ২টা কম্পিউটার নেটওয়ার্কিং করা আছে। কোন সফট কি আছে যার মাধ্যমে ২টা ইন্টারনেট লাইন একটায় রুপান্তর করে স্পিড বাড়াতে পারব বা যদি ৫১২ kps লাইন নেই তাহলে কি নেটওয়ার্কিং করে নিয়ন্ত্রন করতে পারব।২ টা কম্পিউটার mac address দিয়ে নেটওয়ার্কিং করা তাতে ১ টা কম্পিউটার যখন কাজ করে তখন আরেকটা বসে থাকতে হয়। এই ঝামেলার সমাধান আছে কি।

ভালো লাগল।
এ ক টা সমস্যা—-

আমি হাব দিয়ে ২টা ইন্টারনেট লাইন দিয়ে ৩ টা কম্পিউটার চালাই মানে ২টা কম্পিউটার নেটওয়ার্কিং করা আছে। কোন সফট কি আছে যার মাধ্যমে ২টা ইন্টারনেট লাইন একটায় রুপান্তর করে স্পিড বাড়াতে পারব বা যদি ৫১২ kps লাইন নেই তাহলে কি নেটওয়ার্কিং করে নিয়ন্ত্রন করতে পারব।২ টা কম্পিউটার mac address দিয়ে নেটওয়ার্কিং করা তাতে ১ টা কম্পিউটার যখন কাজ করে তখন আরেকটা বসে থাকতে হয়। এই ঝামেলার সমাধান আছে কি?

আমার ল্যপটপ প্রায়ই Blue Screen দেখিয়ে বন্ধ হয়ে যায়। বিশেষ করে RAM ৭০% লোড হয়ে গেলে। এই পদ্ধতিতে কি সমাধান পাবো না কি অন্য কোন উপায়ে।

মিঠূ ভাই আর পারলাম না কমেন্ট না করে আপনার এরকম টিউন দেখে মনে হয় আপনি পারবেন সমাধান দিতে তাই দেরি না করে লিখে ফেললাম
ভাই আমি একটা নতুন সিস্টেম কিনি যার কনফিগার হল
cor.i.3 hdd..1000gb ram..2gb
একদম নতুন সমসসা হল যখন দিরঘখন বেবহার করি অথবা ভাইচ ছিটী গেম খেল্লেই কিছুক খন পর রীস্টারট নেয় সাথে নিল হয়ে নটীছ আসে (যে আপনি সেফ মডে কম্পিউটার চালান) ভাই আমি খুবি পেরেসানিতে রেখে ডেসের বাহিরে এসেছি ভাই আমি ১৫ তারিখে দেসে আসব,মিঠু ভাই আসা করি হেল্প করবেন;

    Level 0

    দীর্ঘক্ষন ব্যবহারের ফলে অনেক সময় প্রসেসর গরম হয়ে পিসি বন্ধ হয়,যদি প্রসেসরের হিট ঠিকমত অ্যাবসর্ব হওয়ার ব্যবস্থা না থাকে।আবার ভাইরাসের ফলেও কম্পিঊটার রিস্টার্ট নিতে পারে।আপনার পিসির প্রবলেম কি শুধু vice city খেললেই হয় নাকি অন্য গেমেও হয়?তবে আমার মনে হয় আপনি যে গেমই খেলেননা কেনো,আপনার পিসির র‍্যাম কোনো ভাবে বেশি ইউজ হতে গেলেই পিসি অফ হয়ে যায়,তাই আপনাকে সেফ মূডে পিসি চালাতে বলে,কারণ সেফ মুডে র‍্যাম খুব কম ইউজ হয়।আপনার পিসির প্রব্লেম ভাইরাসের কারনেও হতে পারে,সেক্ষেত্রে আমার ভাইরাস সম্পর্কিত টিঊনগুলো আপনার কাজে আসবে।আর প্রবলেম হার্ডওয়ারের কারনে হলে উপরের টিপস apply করে দেখুন।আশা করি কাজ হবে,ধন্যবাদ।

mithy vau apnar sundor tunes ar jonno dhonnobad.vai ame akta problem a ase.amar laptop ta kisu somoi por por blue screen a error message asa restart nai.ar kono somadhan asa?janala kritoggo thakbo.amar laptop model lenovo g450

    Level 0

    কি ম্যাসেজ আসে?লাস্ট কোন সফট ওয়ার ইন্সটল করার পর থেকে এই প্রবলেম শুরু হয়েছে,ওই সফটওয়ারটা আনইন্সটল করে দেখুন।

Level 0

vaia i am near commer this site.r ami computer ar somporka konwledge matra tirikto kom.tai apnaka jiggas korsi most of the time amar com puter shut down dila ghontar por ghonta shuttin down hoa thaka but shut r hoi na.tai amaka directly cpu ta press kora close korta hoi kindly bolban ki ar thaka muktir upai

    Level 0

    আপনি যে সিডি থেকে এক্সপি সেটাপ দিয়েছেন তা বাদ দিয়ে নতুন করে অন্য কোণ সিডি থেকে এক্সপি সেটাপ দিন।সম্ভবত,আপনার পিসির tmp,%tmp%,recent এবং system volume information অনেক বেশি লোড হয়ে গেছে,এগুলো ক্লিন করুন আর ডিস্ক ডিফ্র্যাফম্যান্ট করুন।