বিসমিল্লাহহির রাহমানির রাহিম
সবাইকে স্বাগতম আমার প্রথম টিউন এ। আজ আমি যে বিষয়ে বলব তা হল hibernate নিয়ে । এটা হল আপনি যে ভাবে pc off করেছেন যে কাজ অন রেখে করেছেন ঠিক সে ভাবে অন করবেন । যদি আপনি একটা গান এর অধে্ক শুনে off করেন সে খান থেকে আবার অন হবে ।
- এর জন্য প্রথমে control panel এ গিয়ে power option এ double click করে অন করে hibernate অপশন এ গিয়ে hibernate enable এ টিক দিয়া apply ই click দিন ।
- advanced এ গিয়ে when I press the power button on my computer এর stand by কে change করে hibernate এবং when I press the sleep button on my computer এর stand by কে change করে hibernate করে ok করে বের হয়ে আসুন ।
- এরপর আপনাকে Start Menu তে গিয়ে Run এ regedit লিখে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর চালু করতে হবে ।এরপর HKEY_LOCAL_MACHINE তে SOFTWARE এর POLICIES এর MICROSOFT এর WINDOWS এ ক্লিক করে select করতে হবে । মাউসের right ক্লিক করে new-key সিলেক্ট করে rename করে system নাম দিতে হবে ।
- একই ভাবে system থেকে আবার new-key সিলেক্ট করে rename করতে হবে shutdown নামে ।
- এবার ডান পাশে right বাটন ক্লিক করে new-dword value সিলেক্ট করে rename করতে হবে ShowHibernateButton নামে ।
- ShowHibernateButton এ মাউসের right বাটন চেপে সিলেক্ট করুন modify । এরপর value data ইনপুট করুন 1। এবার বের হয়ে আসুন ।
দেখুনstart menu এর shutdown এ hibernate কাজ হয়ে গেছে।
সব সময় পিচি হাইভার নেটে বন্ধ করলে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কি?