এবার আপনার নাক/চোখ দিয়ে দূর থেকে কন্ট্রোল করুন আপনার ওয়েব ক্যাম ওয়ালা ল্যাপটপ এবং পিসি।আপনার বন্ধুকে অবাক করে দিন

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মজার একটি সফটওয়্যার। সফটওয়্যার টি আমার ভালো লেগেছে। সফটওয়্যার টির নাম Camera Mouse। এটি দিয়ে আপনি আপনার কম্পিউটার কে নিয়ন্তন করতে পারবেন।

সফটওয়্যার টি দিয়ে আপনি আপনার পুরো কম্পিউটার টিতে মাউস হিসেবে ব্যবহার করতে  আপনার নাক।  চোখ দিয়েও করা যায় নাক টাই বেশি ভালো হয়।

আসলে এই পুরো সিস্টেম টি কাজ করে কামেরা দিয়ে।  সফটওয়্যার টি ইন্সটল করে ওপেন করলেই আপনার ওয়েব কাম টি ওপেন হবে এবং সিলেক্ট করতে হবে ওয়েব কাম থেকে যেকোন একটি যায়গা।  ধরুন আমি ওয়েব কাম এর চিত্র থেকে আমার নাক কে সিলেক্ট করে দিলাম। তখন আপনি ওয়েব কাম এর সামনে দারিয়ে নাক নড়ালেই মাউস পয়েন্টার নরবে ডেস্কটপ থেকে। এটা করার পর মিনিমাইজ করে রাখুন সফটওয়্যার টা একটু পর দেখবেন অটো কাজ করা শুরু করে দিছে। এবার দেখুন ম্যাজিক। প্রথমে আমি দেখে আমি পুরা বোকা বনে গেছিলাম। পরে ওয়েব কাম এর ব্যাপার টা বুজতে পেরে। একটু লজ্জাই পাইছি।

এভাবে আপনি নাক দিয়ে কাজ করতে পারবেন দূর থেকে। গান প্লে করা। ফোল্ডার ওপেন করা সবকিছুই করা যায়।

সফটওয়্যার টি অনেক মজার। আপনার বন্ধু কে দেখিয়ে অবাক করিয়ে দিতে পারেন আপনি।

বলতে পারেন ক্রিস ছবির সেই সুপার কম্পিউটার হয়ে গেছে আপনার কম্পিউটার টি।

তাই দেড়ি না করে এখনেই বানিয়ে নিন আপনার সুপার কম্পিউটার :p ডাউনলোড করুন এখান থেকে

 

Level 0

আমি ডার্ক হান্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

download kora jay na

আমার তো Download হচ্ছে। কোন Problem হয় নি