ফ্রিতে প্রতিদিন যত খুশি তত ভিজিটর নিন আপনার ওয়েবসাইটে [সম্পূর্ণ টিউটোরিয়াল]

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই?

ধরে নিলাম সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে ভালোই আছি।

অনেকদিনপর আবার হাজির হলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে।

 

টিউনের টাইটেল দেখে এতক্ষনে হয়তো বুঝে গেছেন আজকের টিউনের বিষয়। জী হ্যাঁ আজকে আলোচনা করবো কীভাবে সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন আপনার ওয়েবসাইটে ১০,০০০+ ভিজিটর পাবেন।

বর্তমানে অনলাইনে অ্যাক্টিভ কিন্তু নিজের ওয়েবসাইট নেই এমন মানুষ হয়তো খুব কমই আছে। কিন্তু দুঃখের বিষয় হল ভালো কন্টেন্ট বা এসইও বা মার্কেটিং এর অভাবে সকলের ওয়েবসাইটে তেমন ভিজিটর থাকেনা।অনেকে বিভিন্ন ধরনের ট্রাফিক এক্সচেঞ্জ সাইট ব্যবহার করে ট্রাফিক নেয়ার চেষ্টা করেন তবে সেগুলো অনেক ভেজাল+ তেমন ভিজিটর পাওয়া জায়না তাই কয়েকদিন পর সেগুলোও বাদ দিয়ে দেন। তো নিজের চাহিদা মত ভিজিটর না পাওয়াতে অনেকেই হতাশ হয়ে ওয়েবসাইট বাদ দিয়ে দেন। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি ট্রাফিক এক্সচেঞ্জ ওয়েবসাইট যা দিয়ে আপনি কোন কাজ ছাড়াই প্রতিদিন সম্পূর্ণ ফ্রিতে ১০,০০০+ ভিজিটর পাবেন।

 

প্রথমেই বলে রাখি, আগে সম্পূর্ণ টিউন পড়ে ট্রাই করবেন, তার আগে কেউ কোন বাজে কথা বলবেন না। এটা সম্পূর্ণ পরীক্ষিত এবং আমি নিজেই এর মাধ্যমে ট্রাফিক নেই।

তো চলুন কাজ শুরু করে দেই-

 

* প্রথমে এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করুন

* তারপর নিচের মত করে Email, Username, Password, Repeat Password এর ঘর গুলোতে প্রয়োজনীয় তথ্য পূরণ করে এর ঘরে একটা টিক দিয়ে Sign Up এ ক্লিক করুন।

* Registration was Successful দেখাবে। এরপর নিজের ইমেইল এ গিয়ে দেখবেন একটা কনফারমেসন মেইল আছে, ঐ মেইলে প্রবেশ করে  কনফারমেসন লিংকে ক্লিক করে আপনার  ইমেইল ভেরিফাই করতে হবে।

* মেইল ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টে Log In করতে বলবে।

* অ্যাকাউন্টে Log in করলে My Websites ট্যাবে গিয়ে Add New Website এ ক্লিক করে নিজের ওয়েবসাইট অ্যাড করুন।

 *এরপর Traffic Exchange ট্যাবে গিয়ে Download HitLeap Viewer এ ক্লিক করে HitLeap Viewer সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। ডাউনলোড কমপ্লিট হলে সফটওয়্যারটি ইন্সটল দিন [ ভয় নেই, এটি কোন ভাইরাস বা আপনার ক্ষতি করবে এমন কোন সফটওয়্যার নয়]
* Install কমপ্লিট হলে সফটওয়্যারটি ওপেন করে আপনার রেজিস্ট্রেশান করা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
ব্যাস আমাদের কাজ শেষ। এবার সফটওয়্যারটি অটোমেটিক বিভিন্ন ওয়েবসাইট সার্ফ করবে আর আপনার অ্যাকাউন্টে মিনিট জমা হবে। ঐ সফটওয়্যারটি যতক্ষণ আপনার পিসিতে রানিং থাকবে আপনি তত মিনিট পাবেন। এরপর সেই মিনিট গুলো অটোমেটিক আপনার ওয়েবসাইটের ভিজিটরে কনভার্ট হবে এবং আপনি আপনার সাইটে ভিজিটর পাওয়া শুরু করবেন। এভাবে প্রতিদিন আপনি যদি ঐ সফটওয়্যারটি ৫-৬ ঘণ্টা চালু রাখেন তাহলে আপনি প্রায় ২৫০০ ভিজিটর পাবেন, মোটকথা আপনি যত বেশি সময় সফটওয়্যারটি চালু রাখবেন ততবেশি ওয়েবসাইটে ভিজিটর পাবেন।
এই ভিজিটর দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড বসিয়েও উপার্জন করতে পারবেন। এই বিষয়ে প্রয়োজনে পরবর্তীতে আরেকটি টিউন করবো।
আশাকরি টিউনটি আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোন প্রব্লেম হলে টিউমেন্টে জানাবেন।
লেখাটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল এখানে

>>>>ফেইসবুক এ আমি<<<<

Level 0

আমি সালমান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই সফটওয়্যার এর কাজ কি ??
একটু খুলে বলুন ,,,,,,,,

পিসিতে চালালে কি হবে ,???

    Level 0

    You can use it your pc but if you have vps you can run hitleap viewer 24/7 for unlimited traffic

      দুঃখিত একটু বিজি ছিলাম তাই সময় মত রিপ্লাই দিতে পারিনি 🙂 . ধন্যবাদ ipayrr

এই সব ফেক ভিজিটর দিয়ে আপনার আয় হয় ? মাইরালা 😀 :v

    ভাই পোস্টে আগেই বলেছি আগে ট্রাই করেন। এই ট্রাফিক গুলো সম্পূর্ণ রিয়াল ট্রাফিকের মত কাজ করে। বিশ্বাস না হলে আপনি ট্রাই করে দেখেন।

ফেইক ট্রাফিক দিয়ে কি কেউ কোন ইনকাম করতে পারে?

    আমি Propeller Ad আর Yllix Media তে ট্রাই করে সফল হয়েছি। ইনকাম খুব বেশি নয়, তবে ইনকাম হয়।

website surf korbe mane??? visit korle tho auto onekk mb niye jabe

    যাদের ব্রডব্যান্ড আছে তাদের জন্য উপযুক্ত

Propeller Ad আর Yllix Media . aye ads r site theke apner per day koto dollar income hoy.

    আমি সব সময় সার্ফ করিনা। প্রতিদিন ৫০০-৬০০ ট্রাফিক নেই জাস্ট চেক করার জন্য। এতে আমার প্রতিদিন $০.১২-০.১৫ হয়।

Earn money if you send traffic to your affiliate urls- https://bestsocialplan.com/affiliate/

Level New

দীর্ঘমেয়াদে এর ফল খুবই খারাপ হবে ভাই। প্রথমত আপনার সাইটের বাউন্স রেট অনেক বেড়ে যাবে আর বাউন্স রেট বাড়লে কি কি সমস্যা হতে পারে তা নিশ্চয় জানা আছে আপনার। দ্বীতীয়ত : যারা অ্যাডসেন্স ব্যবহার করেন তারা ভুলেও এই পদ্ধতি ব্যাবহার করবেন না, আপনার মূল্যবান অ্যাডসেন্স একাউন্টটি বাতিল হতে খুব বেশি সময় লাগবে না। তৃতীয়ত: লেখক কে বলছি আপনার সাইটের অ্যালেক্সা র‌্যান্কিং কি চেক করেছন? এটা ব্যবহার করলে আপনার সাইটের র‌্যান্কিং এ কোন উন্নতি হবে না। এই পোস্টটি থেকে আপনার একমাত্র অর্জন হলো আপনি আপনার সাইট এ কিছু রিয়েল ভিজিটর পেয়েছেন ও আপনার সাইটটির একটি ব্যাকলিংক টিটি তে ক্রিয়েট করতে পেরছেন। কিন্তু আপনি অন্যদের উপকার করতে যেয়ে হয়তো অপকারই করছেন। বিষয়টি একটু ভেবে দেখবেন। আরো কিছু বিষয় আছে যেগুলো সাইটের ভিজিটর বাড়াতে না করলেই উত্তম হবে। এই টিউনটি পড়ে দেখতে পারেন। ধন্যবাদ .https://www.techtunes.io/adsense/tune-id/347971

    আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আমি এই পদ্ধতি তো সবসময় ব্যবহার করতে বলছিনা। সুধুমাত্র যারা নতুন ওয়েবসাইট খুলেছে তারা যাতে ট্রাফিক এর জন্য হতাশ না হয় তাই এই পদ্ধতি।
    আর যাদের অ্যাডসেন্স আপ্প্রভ করা তাদের সম্ভবত এই পদ্ধতি দরকার হবেনা, কারণ তারা এমনিতেই অনেক ভিজিটর পায়।

যরা ব্লগস্পট সাইট ব্যবহার করে তাদের নিশ্চয় অসুবিধাটাই বেশী হবে! একেত বাউন্স রেট তার উপর ফেইক ভিজিটর!! যাইহোক শেয়ার করার জন্য ধন্যবাদ।
শিক্ষা, ভ্রমন, তথ্য-প্রযুক্তি, ফ্রিল্যান্স বিষয়ক টিউনগুলো দেখতে ভিজিট করার আমন্ত্রন রইল http://bit.ly/1IN0ayt

ভাই এরা ত yllix এ কাজ হয় না।

    আমি নিজে ট্রাই করে দেখেছি ভাই কাজ হয়। প্রব্লেম টা হচ্ছে Yllix এ ভিজিটর অনেক বেশি দরকার হয়। আপনি ২-৩ দিন ৫-৬ ঘণ্টা করে ঐ সফটওয়্যারটা ওপেন করে রাখেন তারপর ফলাফল নিজের চোখে দেখেন।

Propeller Ad এ কাজ হয়না.. আমি 200-300 ট্রাফিক নিয়েছি কিন্তু Propeller Ad সাইটে লগিন করে দেখি ডান দিকে উপরে MY TRAFFIC ’0’ হয়ে রয়েছে। এবংকি সবকিছু 0 হয়ে রয়েছে।