এক মাসে সাড়ে সাত কোটি উইন্ডোজ ১০। আপনি যোগ দিয়েছেন তো?

কেমন আছেন সবাই? নিশ্চই ভালো আছেন আমারও এটাই চাওয়া যে আপনারা ভালো থাকবেন। এই প্রযুক্তির প্লাটফর্মে কি কেউ খারাপ থাকতে পারে? এখানে ঘুরা ঘুরি করলেই প্রযুক্তি বিষয়ে নানা জ্ঞান অর্জন করা যায়। আমার জ্ঞান তেমন ভালো না হলেও চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার।

উইন্ডোজ ১০ উন্মুক্ত হওয়ার এক মাসের মধ্যে সাড়ে সাত কোটি কম্পিউটার ও অন্যান্য ডিভাইসে এর ব্যবহার শুরু হয়েছে বলে দাবি করেছে মাইক্রোসফট। বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি ১০০ কোটি ডিভাইসে

উইন্ডোজ ১০ চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে।খবর এএফপির।

গতকাল বুধবার মাইক্রোসফটের উইন্ডোজ অ্যান্ড ডিভাইস বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি টুইট

করে বলেন, ৯০ হাজার ভিন্ন ভিন্ন মডেলের কম্পিউটার ও ট্যাবলেটে এখন উইন্ডোজ ১০ ব্যবহৃত হচ্ছে। সাড়ে সাত কোটি ডিভাইস এই সফটওয়্যারে চলছে। প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে।

২৯ জুলাই আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ১০ উন্মুক্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এক কোটি ৪০ লাখ ব্যবহারকারী উইন্ডোজ ১০ ইনস্টল করেন।

টিউন নেয়া হয়েছেএখানে থেকে Prothom Alo থেকে নেয়া।

যারা বই পড়তে ভালবাসেন তারা একবার বইয়ের রাজ্যে ঘুরে আসতে পারেন

আর আপনি যদি মুভি পাগলা হন তরে মুভি সাইটি ঘুরে আসতে ভূলবেন না। সব ধরনের মুভিই পাবেন এখানে।

ভাল থাকরেন সবাই। আর আমাদের সাথেই থাকবেন।

আমার আগের টিউনগুলো দেখে নিতে পারেন

প্রতিদিন বিনা মূল্যে নির্দ্দিষ্ট পরিমান ইন্টারনেট দিবে মোবাইল অপারেটরররা

ছোটবেলার খেলা সাপ লুডু খেলব এন্ডয়েড এ। খেলতে খেলতে চলে যাই ছেলেবেলায়।

CMD commands এর বিশাল সংগ্রহ A To Z ও স্পেশাল কিছু tricks

Android বা স্মার্টফোন নিরাপদ রাখতে কিছু জানা অজানা টিপস যা না জানলেই নয়।

এন্ডয়েড এর সেরা ও অন্যরকম একটি গেম। খেলেই দেখুন কত মজা।

মোবাইল ভেরিভিকেশন ছাড়াই যত ইচ্ছা জিমেইল একাউন্ট খুলুন

কম্পিউটারেরর সবচেয়ে জনপ্রিয় গেমটি এবার খেলুন এন্ডয়েডে।

আমার সব টিউন দেখতে আমার প্রোফাইলে আসুন।

Level New

আমি জিবো গ্রাভিটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Go ahead windows go.

আসলেই ভাই উইন্ডোজ টেন সেরা

ভাই শুধুমাত্র বইয়ের লিঙ্কের জন্য টিউনটি প্রিয়তে রাখলাম ভবিষ্যতে সত্যি কাজে আসবে 🙂 যথাসময়ে একটি বই আমি ডাউনলোড করে ফেলছি ।