ভারতের সিরিয়াল বা যে কোনো অনুষ্ঠান এর এড ছাড়াই দেখা যায় Hot star এর কল্যানে। এন্ড্রোয়েড এপ্প হোক আর পিসি বা ল্যাপটপেই হোক, ৯-১০ ঘন্টা দেরী হলেও এডলেস ভাবে দেখা যায়। কিন্তু আমাদের দেশের নাটক বা সিরিয়াল বা মেগা সিরিয়াল গূলো ও যথেষ্ট মানসম্পন্ন। অতিরিক্ত পরিমাণ এড এর কারনে আমরা আমাদের দেশীয় অনেক টিভি চ্যানেল থেকে প্রায় মুখ ফিরিয়ে নিয়েছি। তাই আমাদের দেশের সংস্কৃতি একদিকে যেমন বিনষ্ট হচ্ছে, তেমনি আমরাও আমাদের দেশীয় সংস্কৃতি থেকে বঞ্চিত হচ্ছি। কিন্তু এভাবে আর কতোদিন?
জ্বী, আমাদের দেশেও চালু হয়েছে 3rdbell entertainment নামে একটি অনলাইন চ্যানেল। সেখানে জনপ্রিয় সব নাটক, টেলিফিল্ম, নিউ রিলিজড গান, স্পেশাল অনুষ্ঠান এমনকি কমেডি ও দেখতে পারবেন। আমরা অনেকেই আলোচিত রুম ডেট নাটকের নাম শুনেছি। সেটি এই চ্যানেলের আওতায় প্রথম প্রকাশিত হয়। যদিও কোনো এন্ড্রয়েড এপ্প চালু হইয় নি, তারপরেও আপনি ইচ্ছা করলে ডিফল্ট ব্রাউজার থেকে সরাসরি উপভোগ করতে পারবেন। আর ডাটা একটু কম খরচ করতে চাইলে ইউসি ব্রাউজার বা ইউসি মিনি এর ডিফল্ট ভিডিও প্লেয়ার থেকেও দেখতে পারেন। তবে পিসি থেকে দেখাই সুবিধাজনক।
যেমন, বর্তমানে চলছে "অস্থির চুলকানি" নামক একটি কমেডি। ভালোই লাগলো। চাইলে আপনি আপনার বিনোদনের কিছু সময় বাংলার সংস্কৃতির সাথে মিশে কাটাতে পারেন।
অবশ্যই আপনার পিসিতে ফ্ল্যাশপ্লেয়ার ইনস্টল থাকতে হবে।
ভালো থাকুন সবাই, দেখা হবে আগামীতে। আর হ্যা, চাইলে ঘুরে আসতে পারেন আমার ছোট্ট বাংলা ব্লগে। সেখানে পাবেন আপনার পিসি বা মবাইলের জন্য কম্প্রেস করা মুভি ১০০-২০০ এম্বি এর মধ্যে, ফুল ভার্সন সফটওয়্যার আর টিপস তো থাকছেই।
আমি শেখ রাশেদুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 226 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়। কারনে - অকারনে বদলায়। ---------------------------- আমি ও বদলাতে চাই। কিন্তু সবার ভালবাসায়, ভালভাবে।