আল্লাহের নামে আরম্ভ করছি , যিনি অতি পবিত্র ক্ষমাশীল ও দয়ালু । টেকটিউনের সকল ভাই বোন কে আমার সালাম । কোন Softwate লোড করার পর মন চায় Program টি কে চালাতে কিন্তু Install শেষ হবার পর Massage দেয় Restart করার জন্য যা সেই মুহুত্বে খুবই বিরক্তকর। যেহেতু দরকার তাই আমরা বাধ্য হয়ে Restart করি বা কাজ শেষ করার পর Restart করে program টি চালায় । এই Restart দরকরা পড়ে Windows exploere shell এর ও যে নতুন Registry Value যোগ হয়েছে তার Up-to-Date করার জন্য তাই দরকার কিন্তু এই Up-to-date উইন্ডোজ Restart ছাড়াও করা যায় সেই নিয়েই আমার টিউন
start + R অথাত Run খুলুন ও লিখুন Cmd এবার Ok করুন।
এবার লিখুন tskill /f /im explorer.exe এবার প্রেস করুন Enter করলে দেখতে পাবেন আপনার Desktop এর Taskbar টি নেই। (অথাত Task manager এর Process এর মধ্যে থেকে Explorer.exe টি বন্ধ হয়ে গেছে।
এবার Taskbar পুনরায় আনার জন্য লিখুন explorer.exe প্রেস করুন Enter দেখবেন Taskbar চলে এসে (অথাত Task manager এর Process এর মধ্যে থেকে Explorer.exe টিপুনরায় চালু হয়ে গেছে।)
এবার আপনার পছন্দের মতো Software Install করুন ও Restart ছাড়াই চালান । এই কাজটি আপনি Task manager এর মাধ্যমে ও করতে পারেন। আর এত কমান্ড লিখতে না চাইলে এখানে ক্লিক করে Bat ফাইলটি ডাইনলোড করে নিন ও দরকার মতো চালান।
start + R অথাত Run খুলুন ও লিখুন Cmd এবার Ok করুন।
এবার লিখুন tskill /a explorer এবার প্রেস করুন Enter করলে দেখতে পাবেন আপনার Desktop এর Taskbar বন্ধ হয়ে পুনরায় চালু হয়ে গেল, তার মানে আপনার Explorer.exe বন্ধ হয়ে পুনরায় চালু হয়ে গেছে।
উপরের একই কথা বার বার লিখলাম না আর এত কমান্ড লিখতে না চাইলে এখানে ক্লিক করে Bat ফাইলটি ডাইনলোড করে নিন ও দরকার মতো চালান।
ভাল থাকবেন............ ব
আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানা ও জানানো আমার প্রধান কাজ। মৃত্যু আমার খুব নিকট ....... তাই সকলের ভালো করার নেশায় ....
try kore dekhbo …. dhonnobad