জিপিতে মাত্র ১১০ টাকায় ২০ জিবি ইন্টরনেট!!! মেয়াদ আজীবন

সুপ্রীয় টেকটিউনস বন্ধুরা
তোমরা কেমন আছ?  😛 😛   নিশ্চয় ভালো আছ আর তোমরা ভাল থাক সেটা আমি সব সময় কামনা করি। এটা আমার ৩ নং টিউন মাত্র। আসলে মাত্র আমার অনার্স ফাইনাল ইয়ারের পরিক্ষা শেষ করলাম তাই। এত দিন টিউন করতে পারে নি।
এখন আসি মুল কথায় শিরোনাম দেথে হয়ত মনে করছেন এটা ভাওতা বাজি। আসলে আমি কোন ভাওতা বাজ নয়। টেকনিউনসে ইদানিং অনেক পাও টিউন হচ্ছে আর যারা করছে তারা তাদের স্বার্থের জন্য করছে। আমার কোন স্বার্থ নেই আমি শুধু মাত্র আপনাদের উপকারের জন্য টিউন করছি।
জিপিতে আপনি মাত্র ১১০ টাকায় ২০ জিবি ইন্টারনেট ১০ জিবি মেইন + ১০ জিবি ফেইসবুক মোট ২০ জিবি।
কিভাবে নিবেন ?
আপনার যদি একটা বন্ধু জিপি সিম থাকে তবে প্রথমে আপনি যে কোন জিপি সিম থেকে অফারটি পাবেন কিনা তা চেক করে নিন ফ্রি!!। মেসেজ এ লিখুন JUL space number এবং সেন্ড করুন ৯৯৯৯ যদি ফিরতি মেসেজ এ আপনি এমন একটা মেসেজ পান যে, আপনি আধাপয়সা কল রটে পাচ্ছেন। ব্যাস আপনি ভাগ্যবান।
তার পর আপনি প্রথমে মোবাইলে ১১ টাকা ব্যালেন্স রেখে *৫০০*৯১# ডায়াল করুন এবার আপনি মেসেজ পাবেন যে আপনি ২ জিবি ইন্টারনেট ফেবু+ মেইন পায়ছেন মেয়াদ ১ মাস। আপনি পরে আরো একটা কনফারমেয়শন মসেজ পাবেন তখন ডায়াল করুন *৫৬৬*১০# দেখুন ১ জিবি ইন্টারনেট আর *৫৬৬*১# ডায়াল করে দেখুন১ চিবি ফেবু ইন্টারনেট। এবার আপনি ১ মাসের মধ্যে আরো ৯ বার নিতে পারবেন ইচ্ছা করলে একসাথে পর পর নিতে পারবেন। আপনি আরো ১০০ টাকা রেখে একই নিয়মে ডায়াল করতে থাকুন ১ জিবি নিশ্চিত হলে তার পার আবার ডায়েল করবেন।
আমি আপনাদের সাজেষ্ট করব যে একসাথে ১০ জিবি নিন।
মেয়াদ বৃদ্ধির নিয়ম
এটা আপনারা হয়ত সবাই জানেন তাবে যারা জানেন না তাদের জন্য বলছি

১।আপনার জিপি সিমটি বন্ধু প্যাকেজে রুপান্তার করে নিন। তার পর সিমটি আপনার মোবাইলে ১ নং স্লটে প্রবেশ করে ডাটা অন করুন। তার পর জিপির ওয়াওবক্সি ইনস্টল করুন। লগিন করুন। তারপর ফ্রি ২০ এমবি ইন্টারনেট এ ক্লিক করুন ব্যাস আপনার ইন্টারনেটের মেয়াদ ৩ মাস হয়ে গেল। এভারে প্রতি ৩ মাস অন্তর মেয়াদ বাড়াদে পারবেন।
২।আপনি জিপির ফ্লেকজি তে সব কিছু রেখে শুধু ইন্টারনেট ৪ এমবি আর মেয়াদ ১ মাস রেখে ৪ টাকার মাধ্যমে ১ মাস মেয়াদ বাড়াতে পারবেন।
এভাবে উপভোগ করতে থাকুন জিপির ইন্টারনেট বৈধ ভাবে।
আপনার যদি টি বন্ধ সিম থাকে তেবে আপনি ৫০ জিবি ইন্টারনেট পেতে পারেন। যা দিয়ে আপনি বছর পার করে দিতে পারবেন মোবাইলের মাধ্যমে।

এটা নিয়ে আগে অনেকে টিউন করেছে। তবে খুব ক্লিয়ার করে উল্লেখ করে নি তাই আমি বিস্তারিত টিউন করলাম।
আশা করি আপনাদের উপকার এ আসবে।
আর আপনার প্রশ্ন থাকলে টিউমেন্ট করুন।
ফেইসবুকে আমি

 

Level 0

আমি ফরিদ শাহাবুদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এটাতো অনেক পুরানো পোস্ট । মনে আপনি কয়েক দিন আগে জানতে পারছেন ।

হাসান আলি @কিন্তু এটাতো এখনো কাজ করছে তবে আপনার সমস্যা টা কোথায়

পুরান পোষ্ট । অনেক আগের আমার কাছে আছে ৮০ জিবি

thank you so much

নতুন সিমে এই অফার পাওয়া যাবে?

Level 2

@ রুপা > এই অফারটা নতুন এবং বন্ধ সিমের জন্য, তবে এই অফারের আওতায় সকল সিমে একবারে ডাটা না নিলে পরে আর দশ জিবি ডাটা দেয় না। এ ছাড়াও দশ জিবি একসাথে নেওয়ার পরে giftaaaa লিখে 9999 ম্যসেজ পাঠিয়ে আমার দুইটা সিমে 500 করে মোট ১ জিবি ডাটা পেয়েছি।

এই অফারটা পাওয়ার পরে নতুন একটা সিম কিনে সেটাতে ৬ জিবি নেওয়ার পরে কিছুদিন বিরতি নিয়ে পরে যখন আবার ৪ জিবি নিতে চাইলাম তখন নতুন করে কোন ডাটা দেয় নি।

আর একটি কথা মেইন ডাটা যদি 00 mb থাকে তাহলে কিন্তু ফেসবুকের জন্য দেওয়া ডাটা ব্যবহার করা যায় না।
তবে এই টিউনের সাথে আগের টিউনের কোন মিল নেই। এখানে নতুন কিছু তথ্য পেলাম এই প্যকেজ সর্ম্পকে।

    শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া । আমার অনেক উপকার হোল । 🙂

এই অফার টি কি এখন নেয়া সম্ভব?

Thanks @আমিনুল ভাই।
আমার হয়ে রিপ্লে + উত্তর দেওয়ার জন্য।

@হাসিবুল জ্বি না হলে কি পোষ্ট করতাম?? অবশ্যই হচ্ছে।

@হাসান আলি আপনার জবাব @ আমিনুল সাহেব দিছে তবুও একটু বলি টেকটিউনস এ আপনার পোষ্ট কয়টা? ০ টা তাই তো? কিসের জন্য আপনি অন্যের পোষ্টে ফাও টিউমেন্ট করেন? পোষ্ট কিভাবে করতে হয় জানেন??

স্বাগতম @রুপা

জিপির ওয়াওবক্সি link ta den

গত মাসে ১০ জিবি নিয়েছিলাম, আবার নিবো। 🙂

পোষ্ট এর টাইটেলে
লেখা দরকা ছিলো যে এটা নতুন ও বন্ধ সিমের জন্য

আমি আগে পেয়েছি, বাট এখন নিউ সিমে আধা পয়সা কল রেটের মেসেজ আসে, বাট *৫০০*৯১# চাপলে দেয় না কেন? বলে আমি নাকি এলিজিবল না

Level 0

ভাই ফেসবুকের ব্যালান্স থেকে mb না কেটে মেইন ইন্টারনেট থেকে mb কাটে। সমাধান দিলে ভালো হয়

@Virus আপনার সমাধান হচ্ছে আপনি মোবাইলের ফেবু এপ দিয়ে চালাবেন।
আর একটা কথা নাম ভাইরাস কিন্তু ছড়াবেন না প্লিজ।

@বকুলস ।
প্লে স্টোরে গিয়ে সার্চ দিন পেয়ে যাবে আশা করি।

@রাজিব।
আপনি এক সিমে একবারই ১০ জিবি পাবেন কিন্তু আধা পয়সা কল রেট থাকবে।

@রানা।
ঠিক আছে।

Level 0

সমাধানের জন্য ধন্যবাদ। আরেকটি সমাধান দিন তা হল wowbox দিয়ে শুধু main ইন্টারনেটের মেয়াদ বাড়ে কিন্তু ফেসবুক ইন্টারনেটের মেয়াদ বাড়ে না। মেয়াদ কিভাবে বাড়াবো?

ভাই ওয়াও বক্সি টা ত আই ফোনের জন্য নাই, তাহলে মেয়াদ বাড়ানোর অন্য কোন উপাই আছে কি?
থাকলে বলবেন।

Level 0

ফ্লেক্সি প্ল্যান এর মাধ্যমে ডাটার মেয়াদ বাড়ালে কি স্পীড কমে যায়?

Na kombe na …. @kamrul

tahole ami eta active korte peresi… thanks ei forid sahabuddin vai

10 GB nia nilam…thanks vai

FlexiPlan থেকে মেয়াদ বাড়াবো। এটা মনে হয় ভালো পদ্ধতি

আমার কাজে লাগল।

Level New

নতুন সিমে নেওয়া যাবে ?

Thanks, কাজ হয়েছে।

যত সব ফাউল টিউন..

Level 0

ভাই আমি 10gb নিয়েছি কিন্তু অপেরা ছাড়া চলছে না এবং কোন বড় ফাইল ডাউনলোড হচ্ছে না কোন সমাধান আছে কি?

vi made barala kono lav ni.mad ar por ar chola na

Level New

wowbox er 20 mb r 3 mass meyad deoa bondho kore dise eita ektu nije clear hoe nin