সুপ্রীয় টেকটিউনস বন্ধুরা
তোমরা কেমন আছ? 😛 😛 নিশ্চয় ভালো আছ আর তোমরা ভাল থাক সেটা আমি সব সময় কামনা করি। এটা আমার ৩ নং টিউন মাত্র। আসলে মাত্র আমার অনার্স ফাইনাল ইয়ারের পরিক্ষা শেষ করলাম তাই। এত দিন টিউন করতে পারে নি।
এখন আসি মুল কথায় শিরোনাম দেথে হয়ত মনে করছেন এটা ভাওতা বাজি। আসলে আমি কোন ভাওতা বাজ নয়। টেকনিউনসে ইদানিং অনেক পাও টিউন হচ্ছে আর যারা করছে তারা তাদের স্বার্থের জন্য করছে। আমার কোন স্বার্থ নেই আমি শুধু মাত্র আপনাদের উপকারের জন্য টিউন করছি।
জিপিতে আপনি মাত্র ১১০ টাকায় ২০ জিবি ইন্টারনেট ১০ জিবি মেইন + ১০ জিবি ফেইসবুক মোট ২০ জিবি।
কিভাবে নিবেন ?
আপনার যদি একটা বন্ধু জিপি সিম থাকে তবে প্রথমে আপনি যে কোন জিপি সিম থেকে অফারটি পাবেন কিনা তা চেক করে নিন ফ্রি!!। মেসেজ এ লিখুন JUL space number এবং সেন্ড করুন ৯৯৯৯ যদি ফিরতি মেসেজ এ আপনি এমন একটা মেসেজ পান যে, আপনি আধাপয়সা কল রটে পাচ্ছেন। ব্যাস আপনি ভাগ্যবান।
তার পর আপনি প্রথমে মোবাইলে ১১ টাকা ব্যালেন্স রেখে *৫০০*৯১# ডায়াল করুন এবার আপনি মেসেজ পাবেন যে আপনি ২ জিবি ইন্টারনেট ফেবু+ মেইন পায়ছেন মেয়াদ ১ মাস। আপনি পরে আরো একটা কনফারমেয়শন মসেজ পাবেন তখন ডায়াল করুন *৫৬৬*১০# দেখুন ১ জিবি ইন্টারনেট আর *৫৬৬*১# ডায়াল করে দেখুন১ চিবি ফেবু ইন্টারনেট। এবার আপনি ১ মাসের মধ্যে আরো ৯ বার নিতে পারবেন ইচ্ছা করলে একসাথে পর পর নিতে পারবেন। আপনি আরো ১০০ টাকা রেখে একই নিয়মে ডায়াল করতে থাকুন ১ জিবি নিশ্চিত হলে তার পার আবার ডায়েল করবেন।
আমি আপনাদের সাজেষ্ট করব যে একসাথে ১০ জিবি নিন।
মেয়াদ বৃদ্ধির নিয়ম
এটা আপনারা হয়ত সবাই জানেন তাবে যারা জানেন না তাদের জন্য বলছি
১।আপনার জিপি সিমটি বন্ধু প্যাকেজে রুপান্তার করে নিন। তার পর সিমটি আপনার মোবাইলে ১ নং স্লটে প্রবেশ করে ডাটা অন করুন। তার পর জিপির ওয়াওবক্সি ইনস্টল করুন। লগিন করুন। তারপর ফ্রি ২০ এমবি ইন্টারনেট এ ক্লিক করুন ব্যাস আপনার ইন্টারনেটের মেয়াদ ৩ মাস হয়ে গেল। এভারে প্রতি ৩ মাস অন্তর মেয়াদ বাড়াদে পারবেন।
২।আপনি জিপির ফ্লেকজি তে সব কিছু ০ রেখে শুধু ইন্টারনেট ৪ এমবি আর মেয়াদ ১ মাস রেখে ৪ টাকার মাধ্যমে ১ মাস মেয়াদ বাড়াতে পারবেন।
এভাবে উপভোগ করতে থাকুন জিপির ইন্টারনেট বৈধ ভাবে।
আপনার যদি ৫ টি বন্ধ সিম থাকে তেবে আপনি ৫০ জিবি ইন্টারনেট পেতে পারেন। যা দিয়ে আপনি বছর পার করে দিতে পারবেন মোবাইলের মাধ্যমে।
এটা নিয়ে আগে অনেকে টিউন করেছে। তবে খুব ক্লিয়ার করে উল্লেখ করে নি তাই আমি বিস্তারিত টিউন করলাম।
আশা করি আপনাদের উপকার এ আসবে।
আর আপনার প্রশ্ন থাকলে টিউমেন্ট করুন।
ফেইসবুকে আমি
আমি ফরিদ শাহাবুদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এটাতো অনেক পুরানো পোস্ট । মনে আপনি কয়েক দিন আগে জানতে পারছেন ।