কাজ বেশী কিছুনা। আপনার যদি ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে যায়, তাহলে উইন্ডোজের - চেয়ে এটা অনেক ভালো বলে আমার ধারণা, এ ভেবেই আপনাদের সাথে শেয়ার করলাম।
আমি ধূপছায়া, এই টিউনটি ডিলেট করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু টিটিতে ডিলেট অপশন না থাকায় সেটা সম্ভব হয়নি। তাই কন্টেন্ট মুছে দিলাম।
এই টিউন আমার ব্লগে স্থানান্তর করেছিঃ এখানে ক্লিক করুন
টেকটিউনস থেকে টিউন চুরি যায়, এজন্য এখানে নিজের কোন লেখা শেয়ার করতে দশবার চিন্তা করা লাগে।আর কিছু লোকের উল্টা-পাল্টা টিউমেন্টের যন্ত্রণাতো আছেই। এতো কষ্ট করে টিউন করার পর উল্টা-পাল্টা টিউমেন্টের যন্ত্রণা নিশ্চই গ্রহণযোগ্য নয়। আসুন, আমরা কপি-পেস্ট বর্জন করি ও কপি-পেস্টের বিরুদ্ধে প্রতিবাদ করি।
আসুন, আমরা কপি-পেস্ট বর্জন করি ও কপি-পেস্টের বিরুদ্ধে প্রতিবাদ করি।
আসুন, আমরা কপি-পেস্ট বর্জন করি ও কপি-পেস্টের বিরুদ্ধে প্রতিবাদ করি।
টিউনের শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি এই টিউন আপনাদের কাজে আসবে। টিউনটি ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার কোন টিউমেন্ট বা প্রশ্ন থাকলে টিউমেন্ট করে জানাতে পারেন।
আমার ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রন জানিয়ে শেষ করছি।
এই টিউনটি প্রথম প্রকাশিত হয়েছে এখানে, আমার ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রন।
আশা করি এই টিউন আপনাদের কাজে আসবে, আর, আপনার মতামত/প্রশ্ন টিউমেন্টে জানাতে পারেন। টিউনের শেয়ার বাটনে ক্লিক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার একটা মামুলি শেয়ার করা থেকে কারো অনেক উপকার হতে পারে।
আজকের মত বিদায়।
Tags - ট্যাগসমূহ: Reset IDM trial, IDM ট্রায়াল রিসেট, ক্র্যা-ক-প্যাচ ছাড়া IDM আজীবনের জন্য, Reset IDM trial period without cr-ack/patch/key-gen
আমি ধূপ ছায়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 802 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুভেচ্ছা! আমি আরিফ, একজন শখের ব্লগার।
Not go..