ক্র্যা-ক ছাড়াই IDM আজীবন ব্যবহার করুন ফ্রিতে

Internet Download Manager বা IDM সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। অসাধারণ এই ডাউনলোড টুলটি ফ্রি না হওয়ায় ৩০ দিনের ট্রায়াল শেষ হয়ে গেলে আমাদের মাথায় হাত পড়ে। তখন আমরা ক্র্যা-ক/প্যাচ নিয়ে ঘাটাঘাটি শুরু করি। কিন্তু যে কোন ধরণের ক্র্যা-ক/প্যাচ কিন্তু আপনার পিসির জন্য ক্ষতিকর হতে পারে, এতে থাকতে পারে ভাইরাস। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে বাড়তি ক্র্যা-ক/প্যাচ সংক্রান্ত ঝামেলা  না করেই IDM এর ট্রায়াল রিসেট করবেন, যাতে করে আপনি অনবরত ট্রায়াল পিরিয়ড পাবেন,কখনই শেষ হবেনা।
(উল্লেখ্য, আগে "hosts" ফাইল মডিফাই করে IDM আজীবনের জন্য রেজিঃ করা যেতো, এখন ঐ পদ্ধতি আর কাজ করেনা)
(উল্লেখ্য, আগে "hosts" ফাইল মডিফাই করে IDM আজীবনের জন্য রেজিঃ করা যেতো, এখন ঐ পদ্ধতি আর কাজ করেনা)

কাজ বেশী কিছুনা। আপনার যদি ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে যায়, তাহলে উইন্ডোজের - চেয়ে এটা অনেক ভালো বলে আমার ধারণা, এ ভেবেই আপনাদের সাথে শেয়ার করলাম।

আমি ধূপছায়া, এই টিউনটি ডিলেট করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু টিটিতে ডিলেট অপশন না থাকায় সেটা সম্ভব হয়নি। তাই কন্টেন্ট মুছে দিলাম।

এই টিউন আমার ব্লগে স্থানান্তর করেছিঃ এখানে ক্লিক করুন

টেকটিউনস থেকে টিউন চুরি যায়, এজন্য এখানে নিজের কোন লেখা শেয়ার করতে দশবার চিন্তা করা লাগে।আর কিছু লোকের উল্টা-পাল্টা টিউমেন্টের যন্ত্রণাতো আছেই। এতো কষ্ট করে টিউন করার পর উল্টা-পাল্টা টিউমেন্টের যন্ত্রণা নিশ্চই গ্রহণযোগ্য নয়। আসুন, আমরা কপি-পেস্ট বর্জন করি ও কপি-পেস্টের বিরুদ্ধে প্রতিবাদ করি।
আসুন, আমরা কপি-পেস্ট বর্জন করি ও কপি-পেস্টের বিরুদ্ধে প্রতিবাদ করি।

আসুন, আমরা কপি-পেস্ট বর্জন করি ও কপি-পেস্টের বিরুদ্ধে প্রতিবাদ করি।

টিউনের শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি এই টিউন আপনাদের কাজে আসবে। টিউনটি ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার কোন টিউমেন্ট বা প্রশ্ন থাকলে টিউমেন্ট করে জানাতে পারেন।

আমার ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রন জানিয়ে শেষ করছি।

 

এই টিউনটি প্রথম প্রকাশিত হয়েছে এখানে, আমার ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রন।

আশা করি এই টিউন আপনাদের কাজে আসবে, আর, আপনার মতামত/প্রশ্ন টিউমেন্টে জানাতে পারেন। টিউনের শেয়ার বাটনে ক্লিক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার একটা মামুলি শেয়ার করা থেকে কারো অনেক উপকার হতে পারে।

আজকের মত বিদায়।

Tags - ট্যাগসমূহ:  Reset IDM trial, IDM ট্রায়াল রিসেট, ক্র্যা-ক-প্যাচ ছাড়া IDM আজীবনের জন্য, Reset IDM trial period without cr-ack/patch/key-gen

Level 0

আমি ধূপ ছায়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 802 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শুভেচ্ছা! আমি আরিফ, একজন শখের ব্লগার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    ঠিকই বলেছেন, EagleGet অনেক ভালো একটা ডাউনলোডার। আমি নিজেও এটা ইউজ করেছি।

process ta valo but khajnar theke bajna beshi hoe gelo na ??!!!!
30 din por por new account khula , er por sob application privacy check kora ….etc etc. onek vejal eagle get valo but sob site theke download korte pare na…..eitai tar main disadvantage….ar idm er interface jotota na easy eagle get ekto kothin…….

    সহমত। EagleGet ফ্রি সফট, তাই এটার ছোট-খাট সমস্যাগুলো মেনে নেওয়া ছাড়া উপায় নাই। আর আইডিএমের ব্যাপারটা সবাইকে জাস্ট জানানোর জন্যই শেয়ার করা।

    আপনি ট্রাই করে দেখতে পারেন, এটার ফ্রি ভার্সনটা নাকি ভালোইকাজ করে, সবচেয়ে বড় কথা এটার ইন্টারফেসটা অনেকটাই আইডিএমের মতো। তবে আমি এটা ট্রাই করে দেখি নি।

      আমি বলতে চেয়েছি যে আপনি Download Accelerator Manager (DAM) ট্রাই করে দেখতে পারেন, এটার ফ্রি ভার্সনটা নাকি ভালোই কাজ করে, সবচেয়ে বড় কথা এটার ইন্টারফেসটা অনেকটাই আইডিএমের মতো। তবে আমি এটা ট্রাই করে দেখি নি।

Level 2

আমার কমেন্ট মুছে দিয়েছেন, আমি কী খারাপ কিছু বলেছি…? আমি বলেছি ইউজার একজন ডিলিট করার উপায় জানা থাকলে বলেন । আমার টিউন গুলোতে আপনাকে ব্লক করবো ইনসা আল্লাহ্ যাতে আমার টিউনে কোন কমেন্ট করতে না পারেন। আমি আপনাকে মনে রাখবো।

    আমি আপনার কমেন্ট মুছি নাই। টিটির মডারেটরই আপনার কমান্ট মুছে দিয়েছে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার।
    আমার যদি ডিলেট করার ইচ্ছা থাকতো, তাহলে নিশ্চয় আপনার এই কমেন্টটাও মুছে দিতাম, তাই নয় কি?

    আর আপনার প্রশ্নের উত্তরে বলছি – আপনি চাইলে কন্ট্রোল প্যানেলে গিয়ে ইউজার একাউন্ট ডিলেট করে দিতে পারেন। এজন্য কন্ট্রোল প্যানেলে গিয়ে “User Accounts” এ ক্লিক করলেই “Remove User Accounts” এই অপশনটা পাবেন।

Level 2

উল্টা–পাল্টা টিউমেন্টের যন্ত্রণাতো আছেই। এতো কষ্ট করে টিউন করার পর উল্টা-পাল্টা টিউমেন্টের যন্ত্রণা

এই কথা কী আমাকে উদ্দেশ্য করে বলেছেন…? আমার কমেন্ট মডুরা কোন মুছবে । আমি কোন নিতি মালা ভঙ্গ করে টিউমেন্ট করিনি। ২০১২ থেকে টিটির সাথে আছি, এ রকম ঘটনা আগে কখনো আমার সাথে ঘটেনি।