ভিডিও টিউটোরিয়াল বানাতে ও ভিডিও এডিট করতে Camtasia Studio এর জুড়ি মেলা ভার। অসাধারণ এই সফটটা ফ্রি নয়, তবে ৩০ দিনের fully functional ট্রায়াল হিসেবে ইন্সটল করা যায়। ৩০ দিনের ট্রায়াল শেষ হয়ে গেলে আমাদের মাথায় হাত পড়ে। তখন আমরা ক্রা-(ক)/প্যাচ নিয়ে ঘাটাঘাটি শুরু করি। এসব জিনিস কিন্তু আপনার পিসির জন্য ক্ষতিকর হতে পারে, এতে থাকতে পারে ভাইরাস/ম্যালওয়্যার। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে বাড়তি ক্রা-(ক)/প্যাচ সংক্রান্ত ঝামেলা না করেই Camtasia‘র ট্রায়াল রিসেট করবেন, যাতে করে আপনি অনবরত ট্রায়াল পিরিয়ড পাবেন,কখনই শেষ হবেনা।
চলুন দেখে নিই কিভাবে ট্রায়াল রিসেট করবেনঃ (পানির মতো সোজা, বড়জোর ৫ মিনিট লাগবে)
(ছবি ফুল সাইজে দেখতে ছবির উপরে ক্লিক করুন)
১. নীচের ছবিটি দেখুন, আমার Camtasia ট্রায়ালের ৮ দিন বাকী আছে (এটার ট্রায়াল রিসেট করে পুনরায় ৩০ দিনের ট্রায়াল পাওয়া যাবে)
আমি ধূপছায়া, এই টিউনটি ডিলেট করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু টিটিতে ডিলেট অপশন না থাকায় সেটা সম্ভব হয়নি। তাই কন্টেন্ট মুছে দিলাম।
এই টিউন আমার ব্লগে স্থানান্তর করেছিঃ এখানে ক্লিক করুন
টেকটিউনস থেকে টিউন চুরি যায়, এজন্য এখানে নিজের কোন লেখা শেয়ার করতে দশবার চিন্তা করা লাগে। আসুন, আমরা কপি-পেস্ট বর্জন করি ও কপি-পেস্টের বিরুদ্ধে প্রতিবাদ করি।
আসুন, আমরা কপি-পেস্ট বর্জন করি ও কপি-পেস্টের বিরুদ্ধে প্রতিবাদ করি।
টিউনের শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি এই টিউন আপনাদের কাজে আসবে। টিউনটি ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার কোন টিউমেন্ট বা প্রশ্ন থাকলে টিউমেন্ট করে জানাতে পারেন।
আমার ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রন জানিয়ে শেষ করছি।
আমি ধূপ ছায়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 802 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
শুভেচ্ছা! আমি আরিফ, একজন শখের ব্লগার।
ধন্যবাদ বিষয়টি শেয়ার করার জন্য।