কোনো এন্টিভাইরাসই সব ভাইরাস ডিলিট করতে পারে না,সুতরাং এন্টিভাইরাস ছাড়াই কিভাবে কম্পিউটারকে রাখবেন পুরোপুরি ভাইরাস মূক্ত

Virus,আমরা যারা কম্পিউটার ব্যবহার করি,তারা সবাই এই শব্দটার সাথে পরিচিত,কারন এটি আমাদের সবার একটি common সমস্যা।এর থেকে পরিত্রানের জন্য আমরা বিভিন্ন রকম এন্টিভাইরাস ব্যবহার করি।কিন্তু সমস্যা হচ্ছে,

১)কোনো এন্টিভাইরাস ই সব ভাইরাস ডিলিট করতে সক্ষম নয়,তা যত ভাল এন্টি ভাইরাস হোক না কেন,কারন কোনো এন্টি ভাইরাসেই সব ভাইরাস ডেফিনিশন দেয়া থাকে না।

২)এন্টিভাইরাস ইন্সটল করার পরে তা র‌্যাম এর কিছু জায়গা দখল করে।তাই ভারি এন্টিভাইরাসের ক্ষেত্রে র‌্যাম এ ব্যবহার করা জায়গার পরিমানও বেশি।ফলে কম্পিউটার স্লো হতে পারে।

সুতরাং,করণীয় কি?হ্যা বন্ধুরা,আমি আমার এই পোষ্টে এই সমস্যার সমাধানের ব্যাপারে লিখলাম।আশা করি,উপকৃ্ত হবেন।

আসুন প্রথমেই জেনে নিই ভাইরাস কি?এটি কোনো বায়োলজিক্যাল ভাইরাস নয়।বরং এটি এমন একটি প্রোগ্রাম যা কম্পিউটারের স্বাভাবিক কার্যকলাপকে বিঘ্নিত করে।এমনকি সিষ্টেমের মারাত্বক ক্ষতিও হতে পারে(উদাহরনস্বরূপ,কম্পিউটার স্লো হয়ে যাওয়া,অকারণে রিষ্টার্ট নেয়া,টাস্ক ম্যানেজার ডিজেবল হওয়া ইত্যাদসহ আরো অনেক কিছু)

এবার আসুন জেনে নিই ভাইরাস কীভাবে কম্পিউটারে প্রবেশ করে।

১)পেনড্রাইভ,ডিস্ক,মেমরী কার্ড বা অন্য যেকোনো এক্সটারনাল ডিভাইসের মাধ্যমেঃ্ভাইরাস আছে,এমন ডিভাইস কম্পিউটারে কানেকশান পাওয়ার পরে যখন আপনি তা ওপেন করবেন,তখন।

২)ইন্টারনেট থেকেঃযখন আপনি ভাইরাস আছে,এমন কোনো সাইটে প্রবেশ করবেন।

চলুন এবার জেনে নিই এক্সটারনাল ডিভাইসের ভাইরাস থেকে কিভাবে পিসি কে মুক্ত রাখতে পারি।আপনাদের জন্য ধাপে ধাপে নিচে বিষয়টি উপস্থাপন করা হল।

১)যেহেতু,ভাইরাস ইনফেক্টেড এক্সটারনাল ডিভাইস(যেমন পেনড্রাইভ)ওপেন করার পরেই ভাইরাস পিসিতে প্রবেশ করে,তাই এগুলো পিসিতে কানেকশান দেয়ার পরে তা ওপেন করা থেকে বিরত থাকতে হবে।ভাবছেন,তাহলে ডাটা ট্রান্সফার করবেন কীভাবে?এই ব্যাপারে একটু পরেই বলবো।

২)কখনো কখনো এক্সটারনাল ডিভাইস পিসিতে কানেকশান পাওয়ার সাথে সাথে তা নিজে  থেকেই ওপেন হয়।ফলে,ভাইরাস পিসিতে প্রবেশ করে ফেলে।তাই,ডিভাইস যেনো অটোম্যাটিকেলী ওপেন না হয় তাই নিচের পন্থা অনুসরন করতে পারেন।

ক) start থেকে run এ গিয়ে টাইপ করুন, gpedit.msc । এরপর ok বাটনে ক্লিক করুন।

খ) এর ফলে নিচের মত একটি উইন্ডো দেখতে পাবেন।এই উইন্ডো থেকে computer configuration সিলেক্ট করুন।

গ)এখান থেকে administrative tamplates->system  এ যান।এখানে নিচের মত উইন্ডো পাবেন।এখান থেকে turn off autoplay তে ডাবল ক্লিক করুন।

ঘ)নিচের মত উইন্ডো পাবেন।এখান থেকে “turn off autoplay” enable করুন এবং এর নিচে লেখা “turn off autoplay on” ড্রপ-ডাউন বক্স থেকে “All drives” সিলেক্ট করুন,এরপর ok বাটনে ক্লিক করুন।

এখন কোনো পেনড্রাইভ পিসিতে প্রবেশ করালেও তা আর নিজে থেকে খুলবে না।

২)এখন ডাটা ট্রান্সফার করবেন কীভাবে?এর জন্য আপনাকে এমন কিছু করতে হবে যেনো,পেনড্রাইভ বা অন্য যে কোনো ডিভাইস যা আপনি পিসিতে লাগিয়েছেন তা যেনো না খুলেই তা থেকে ডাটা নিতে পারেন।এজন্য আপনাকে ছোট্ট একটি সফটওয়্যার ইন্সটল করতে হবে।ভয় পাবেন না।এর সাইজ মাত্র ৪১০ কিলোবাইট।ডাউনলোড করুন এখান থেকে।

সফটয়্যারটি ইন্সটল করার পরে রান করলে নিচের মত উইন্ডো পাবেন যার বামপাশে আপনার পিসির সব ড্রাইভগুলো দেখা যাবে।যেকোনো ড্রাইভে ক্লিক করলে এর ডানপাশে ঐ ড্রাইভের কন্টেন্ট দেখতে পাবেন।এখন বামপাশ থেকে পেনড্রাইভটি সিলেক্ট করলে ডানে এর ডাটা দেখতে পাবেন।যদি এতে ভাইরাস থাকে,তবে তাও দেখতে পাবেন(এমনকি hidden ফাইলও)।এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলো নিয়ে নিন,আর পেনড্রাইভের ভাইরাসকে পেনড্রাইভেই রেখে দিন।(উল্লেখ্য,কোনো ফোল্ডারের নামের সাথে .exe এক্সটেনশান থাকলে তা অবশ্যই ভাইরাস,এগুলো কপি করা থেকে বিরত থাকুন।)

লক্ষ্য করুন উপরে বামে পেনড্রাইভে ক্লিক করার ফলে ডানপাশে এর কন্টেন্টগুলো দেখা যাচ্ছে।এগুলোর মধ্যে .exe এক্সটেনশানযুক্ত একটি ফোল্ডার(hasjfdh.exe) আছে।এটি একটি ভাইরাস।

৩)যারা ভাইরাস সনাক্ত করতে পারেন না,তারা এমন কোনো থিম ব্যবহার করতে পারেন যা ফোল্ডারের কালার বা চেহারা/আইকন change করে,ফলে আপনার পেনড্রাইভের এবং পিসির ফোল্ডারের কালার বা চেহারা/আইকন change হবে(উদাহরনস্বরূপ,আপনি universal vista inspirat Brico Pack Ultimate 2 1.0 ব্যবহার করতে পারেন।ডাউনলোড করুন এখান থেকে।)কিন্তু যেসব ফোল্ডারের চেহারা/আইকন পরিবর্তিত হবে না,সেগুলোই হলো ভাইরাস,এছাড়াও পেনড্রাইভে অনাকাঙ্খিত বা উদ্ভট টাইপের কন্টেন্ট থাকলে সেগুলোও ভাইরাস হিসেবে আপনি ধরে নিতে পারেন।

৪)কাজ শেষে পেনড্রাইভটি খুলে ফেলুন ভাইরাসসহ অথবা যদি চান তবে ফরম্যাটও   করে আপনার পিসির ডাটা এতে ট্রান্সফার করতে পারেন।

উপরোল্লিখিত উপায়ে আপনি ভাইরাস থেকে পিসিকে মুক্ত রাখলেও আপনার পিসিতে যদি আগে থেকেই ভাইরাস থাকে সেক্ষেত্রে কি করবেন?তার জন্য আপনি কয়েকটি এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করে(যেহেতু একটা এন্টিভাইরাস সব ভাইরাস নাও ধরতে পারে) নিশ্চিত করুন যে,আপনার পিসিতে আর কোনো ভাইরাস নেই।তারপর উপরের পদ্ধতি apply করতে পারেন।

যদি এমন হয় যে,আপনার পিসিতে আগে থেকেই ভাইরাস ছিলো এবং এর ফলে আপনি এন্টিভাইরাস ইন্সটলই করতে পারছেন না,তাহলে আপনি স্ক্যান করবেন কিভাবে?আপনি হয়তো বলবেন এক্সপি সেটআপ দিলেই সব ঠিক হবে।কিন্তু ভাইরাস যদি সিষ্টেম ড্রাইভে না থেকে অন্য ড্রাইভে থাকে তবে ত এক্সপি সেটআপে কাজ হবে না,কারণ এতে শুধু সিস্টেম ড্রাইভই ফরম্যাট হবে,অন্য ড্রাইভের ভাইরাস অন্য ড্রাইভেই থাকবে।সুতরাং করণীয় কি?

এ নিয়ে পরবর্তী পোষ্টে লেখার চেষ্টা করবো,ইনশাআল্লাহ।ততদিন পর্যন্ত বিদায়।ভালো থাকবেন সবাই।

আশা করি,আমার এ পোষ্টটি সবার কাজে লাগবে,ভালো লাগলে কমেন্ট করুন,না লাগলেও করুন।আমি আপনাদের মতামত প্রত্যাশী।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ , সুন্দর টিউন ।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।

আমাদের এখানে ১টা “satelitte reciver আছে যার স্লোগান হলঃ “TOPFIELD small but great” এই স্লোগান টি (TOPFIELD) ছাড়া এই টিউনে বোধ হয় মানায়।
ধন্যবাদ আশা করি এরকম আরও প্রযুক্তি নির্ভর টিউন করবেন।

সামনের টিউন এর আশায় থাকলাম। ধন্যবাদ আপনাকে।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ , সুন্দর টিউন এর জন্য। ।আশা করি আগামীতে এরকম আরও টিউন করবেন।সামনের টিউন এর আশায় থাকলাম। আবারওধন্যবাদ আপনাকে।

    Level 0

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

সুন্দর টিউন ।
তবে যত কিছুই করুন না কেন ভাইরাস হতে মুক্তি নাই।

    Level 0

    আসলে আমি তা মনে করি না,একটু কেয়ারফুল হলেই ভাইরাস থেকে মুক্ত থাকা সম্ভব
    ,আপনাকে ধন্যবাদ।ভালো থাকবেন ঃ)

    আমার কম্পিউটারে একটাও ভাইরাস নেই। 🙂 গত ৪ মাস থেকে। 🙂

সুন্দর টিউন তবে নেট এর ভাইরাস থেকে কি ভাবে মুক্তি পাব

    Level 0

    রাশেদ ভাই,এই ব্যাপারে আমি পরে টিউন করবো।এই টিউনে শুধু এক্সটারনাল ডিভাইসের ভাইরাস থেকে পিসিকে মুক্ত রাখার উপায়ই বলা হয়েছে।

    মিথু ভাই এবার বুঝতে পেরেছি,আপনাকে ধন্যবাদ

আপনাকে অনেক ধন্যবাদ।
সুন্দর টিউন । চালিয়ে যান।

আপনার এই টিউন দ্বারা অনেক উপক্রিত হব । ধন্যবাদ এত সুন্দর একটা টিউন করার জন্য ।

ধন্যবাদ। খুব সুন্দর টিউন।

বেশ ভালো লাগলো। ২নং পদ্ধতিটি আসলেই কার্যকর, সকলেই ট্রায় করে দেখতে পারেন, আমি উপকার পেয়েছি।

hidden ফাইল show করার একটা ব্যপার আছে ওইটা সহ দিলে আরো ভালো হতো… তাছাড়া মনে করেন যে আপনি এমন একটি PC থেকে software আনলেন যে PC তে ভাইরাস ছিল… এবং সব ভাইরাস ই software এর মধ্যে embed হয়ে যায় তখন যদি আপনার PC তে anti-virus না থাকে তখন আপনি কি করবেন??? আপনি তখন virus টা দেখতে পাবেন না……!!!

    Level 0

    অনিক ভাইয়ের কমেন্টের জন্য ধন্যবাদ।আসলে আমি এটা নিয়েও ভেবেছি এবং ছোট একটা এক্সপেরিমেন্ট করছি।সফল হলেই তা টিউন আকারে দেবো,ধন্যবাদ।

(Vital Information and Resources Under Seize) VIRUS আমার বারোটা বাজিয়েছে কয়েক বার। এটা আমার সবচেয়ে বড় শত্রু। তাই এ বিষয়ে পোস্ট করার জন্য বিশেষ ধন্যবাদ।

    Level 0

    ভাইকে VIRUS এর এলাবোরেশনটা মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ(ভুলে গিয়েছিলাম আর কিছুতেই মনে করতে পারছিলাম না)

সুন্দর পোষ্ট……

ভাই আমারwindows\system এ aluren F32 নামে তিনটি ভাইরাস আসে, move to chest করলে access denied,কি করব????

    Level 0

    ভাই,আপনার পিসিতে যদি আগে থেকেই ভাইরাস থাকে,সেক্ষেত্রে যা করতে হবে তা আমার পরবর্তী পোষ্ট https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/38205/ এ দিয়েছি।তবে সাময়িক মুক্তির জন্য আপনি টাস্ক ম্যানেজার থেকে প্রসেস ট্যাবে ক্লিক করে সেখানে আপনার পিসির ভাইরাসের নামবিশিষ্ট কোনো প্রসেস রান করা অবস্থায় দেখতে পেতে পারেন যদি আপনার ভাইরাসটি কোনো প্রসেস হিসেবে রান করতে থাকে।সেক্ষেত্রে টাস্ক ম্যানেজারে ঐ নামটিকে সিলেক্ট করে end process বাটনে ক্লিক করলেই তা বন্ধ হয়ে যাবে।

অনেক ধন্যবাদ, সুন্দর এই টিউনটি করার জন্য।

ভালো লাগল। আমি যদি প্রয়োজনীয় ১ টা ড্রাইভ বাদে ডীপ ফ্রীজ করে রাখি তাতে কি কোন ভাইরাস ঢোকার সুযোগ থাকে? সেই একটা ড্রাইভ প্রয়োজনে আবার স্ক্যান করতে পারি।

ইন্টারনেট দিয়ে ভাইরাস স্ক্যানের ঠিকানা কি শেয়ার করবেন??

thanks you mithu vai aji apnar sob tune pore ghomabo insaallah

ভাই সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ

gpedit.msc win 7 কাজ করেনা

Level 0

ভাই এটা কি windows 7 এ সাপোর্ট করবে??

মিথু ভাই ধন্যবাদ নেটের ভাইরাস থেকে কিভাবে মুক্তি পাই।

অনেক অনেক ধন্যবাদ , সুন্দর টিউন এর জন্য।

ভাইয়া, turn off autoplay তে ক্লিক করতে বলেছিলে, কিন্তু আমার পিসিতে এ অপশনটা খুজে পাচ্ছিনা।

কাইন্ডলিআপনার মেইল আইডিটা দিলে খুব উপকার হইত।

বিদ্র। আমি windows10 চালাই