আসসালামু অলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। টেকটিউনস দেশের সর্ববৃহৎ, সবচেয়ে জনপ্রিয় ও ৩ কোটিরও অধিক এক সুবিশাল কমিউনিটি। যাতে আমি টিউন করে ধন্য।
চলুন কাজের কথায় আসা যাক। আমাদের প্রত্যেকের অতি প্রিয় একটি পিসি রয়েছে। যেটি ব্যবহারের ফলে বিভিন্ন সময় কচ্ছপগতির ন্যায় কাজ করে।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার পিসির গতি বাড়াবেন এবং কাজ করতে পারবেন দুর্দান্ত গতিতে!
আমি আপনাদের তিনটি কাজ করতে বলব। যা করলে আপনি আপনার পিসিকে নতুনের মতো করে ফেলতে পারবেন।
প্রথমত, আপনার Run অপশন থেকে temp, %temp%, prefetch, recent ইত্যাদি ফাইলগুলো ডিলিট করুন।
দ্বিতীয়ত, আপনার পিসির অপ্রয়োজনীয় Registry ফাইলগুলোকে ফিক্স করতে হবে। যা আপনার কম্পিউটারকে চালু এবং বন্ধ করতে বাধা দেয়। আর এই Registry ফাইল ফিক্স করতে হলে আপনাকে CC Cleaner Pro ব্যবহার করতে হবে। ডাউনলোক লিংক : http://bit.ly/1HK9NfN
তৃতীয়ত, প্রতি সপ্তাহে আপনার হার্ডডিস্ক Defragement করুন। যা পাবেন, আপনার লোকাল ডিস্ক সি তে গিয়ে রাইট বাটনে ক্লিক করুন। তারপর টুল বাটনে ক্লিক করলে দেখতে পারবেন নিচে একটি Defragement শব্দ লেখা আছে। সেখানে ক্লিক করলে অপটিমাইজেশন বাটন আসবে। তারপর সেখানে আপনার পছন্দ মত ড্রাইভ গুলো Defragement করুন। এতো আপনার হার্ডডিস্ক সুরক্ষিত এবং দ্রুতগামী হবে।
আশা করি আমার কথা গুলো আপনারা বুঝতে পেরেছেন। যদি একান্তই না বুঝে থাকেন তাহলে ভিডিও টিউটরিয়ালটা দেখে নিন। YouTube : https://www.youtube.com/watch?v=xG4WBP39s80&feature=youtu.be
শুভকামনা রইল সবার প্রতি!!!!
আমি রাশেদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হ্যালো বন্ধুরা! তোমরা কেমন আছ? আমি ভালো আছি। আমি তোমাদের জন্য সবসময় ভালো ভালো টিউনস নিয়ে হাজির হবো। সবাই আমার জন্য দোয়া করবে।