بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ (বিসমিল্লাহির রাহমানির রাহিম)
আসসালামু আলাইকুম। আমার ৮৭ তম টিউনে সবাইকে স্বাগতম।কম্পিউটার, পেনড্রাইভ ও মেমরি কার্ড এর একটি বড় সমস্যা হল শর্টকাট ভাইরাস। এতোদিনে আশাকরি সবাই এটি থেকে নিরাপদে আছেন। তারপরও যারা এখানে নতুন কিংবা শর্টকাট ভাইরাস এখনো যারা বিদায় করতে পারেন নি, তাদের জন্য আজকের এই টিউন।আমরা আমাদের উইন্ডোজের একটি ফাইল ডিলিটের মাধ্যমে এই কাজ করব, সেই সাথে থাকছে সকল ধরনের ফাইল ডিলিট করার জন্য কিছু আনলকার সফটওয়্যার, যা দিয়ে আপনি সকল ফাইল আনলক ও ডিলিট করতে পারবেন। এটি নিয়ে হয়ত আগেও টিউন হয়েছে কিন্তু সেটি হয়ত আপনার চোখ এড়িয়ে যেতে পারে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ভিডিও টিউটোরিয়াল এবং সাথে বিস্তারিত ব্যাখ্যা।
বিস্তারিতঃ
1. Search wscript.exe in your computer
It will be here " C:\Windows\System32 "
2. Delete it
3. If not Delete, Then use Unlocker software
4. Open CMD
5. attrib -h -r -s /s /d i:\*.* write this & hit Enter
(here g is the drive name of your Pendrive)
Wait !!!
Ok !!!
পেনড্রাইভ থেকে আপনার পিসিতে যাতে কোন শর্টকাট ভাইরাস না আসতে পারে সেজন্য ব্যবহার করুন Smadav। এটি পেনড্রাইভ মেমরিকার্ড স্ক্যান করে শর্টকাট ভাইরাস থাকলে তা রিমুভ করে দিবে।
যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি মোঃ আশিকুর রহমান
সৌজন্যে : Ashiq99Channel
আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 257 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আশিকুর রহমান , রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি , পড়াশুনার পাশাপাশি নতুন ও প্রযুক্তি ভিত্তিক নানা বিষয়ে জানতে ও জানাতে সবসময় চেষ্টা করি
TNX