আপনারা অনেকেই হয়ত Windows XP টি Genuine না হউয়ায় অনেক ঝামেলায় পরছেন...যেমনঃ windows not genuine মেসেজ এসে screen কালো হয়ে যাওয়া বা microsoft এর প্রয়োজনিয় কিছু soft যেমনঃ windows media player 11 আপনার computer এ install না হউয়া। অনেক উপায়েই আপনি হয়ত windows কে ধোকা দিয়ে কাজটি করতে পারবেন...অনেকেই অনেক ভাবে কাজটি করছেন। কিন্তু যদি মাত্র এক ক্লিক এই এই কাজটি হয়ে যায় তবে কি দরকার আর সময় নষ্ট করার।
এখান থেকে ডাউনলোড করুন মাত্র 1.12 KB এর এই ফাইল টি। তারপর ফাইল টি ক্লিক করুন...এরপর yes>>ok!!! ব্যস হয়ে গেল আপনার windows xp টি একদম genuine। চাইলে আপনি এখন আপনার windows media player 11 টি install করে চেক করে দেখতে পারেন। 🙂
[[যাদের মাইক্রোসফট এর auto update enable আছে...অনেকের ক্ষেত্রে হয়ত প্রতিবার আপডেট install এর পর windows not genuine মেসেজ টি দেখাতে পারে। সেক্ষেত্রে আপনার desktop এ ফাইল টি রেখে দিতে পারেন। মেসেজ টি দেখালেই ফাইল টিতে ক্লিক করলেই windows হয়ে যাবে genuine।]]
সবচে বড় কথা হচ্ছে আপনি যতবার খুসি কাজটা করতে পারবেন। কেউ আপনাকে কোন লিমিট ধরিয়ে দিবে না!!
### UPDATED ###
>>> এখান থেকে ডাউনলোড করে নিন windows genuine advantage diagnostic tool টি।
এবার ফাইল টি রান করুন। continue এ ক্লিক করুন।এবার validation info তে validation status দেখুন। যদি আপনার windows টি genuine হয় তবে status এ Genuine লেখা দেখতে পাবেন। নয়ত unsupported OS বা অন্য কোন মেসেজ দেখাবে। আপনি এই tool টি দিয়ে windows xp/vista/7 এর validation state চেক করতে পারবেন। অন্য windows গুলো ও পারার কথা।
এখন সহজেই চেক করতে পারবেন আপনার windows টি genuine কিনা।
>>>আর উপরের দেয়া .reg file টি যাদের কাজ করে না...এবং নিচের বলা কোন উপায় এউ কাজ হয়নি তারা এখান থেকে এই ফাইল টি নামিয়ে নোটপ্যাড এর instruction অনুযায়ী কাজ করুন। এটাও আমার খেত্রে কাজ করেছে।
যেই উপায় ই ব্যবহার করুন...এখন তো windows টি genuine হল কিনা চেক করতে পারবেন ই windows genuine advantage diagnostic tool টি ব্যবহার করে আশা করি।
কারো কোন জিজ্ঞাসা থাকলে অবস্যই করবেন...সাহায্য করার চেষ্টা করব যদি পারি। সবাইকে ধন্যবাদ। 🙂
আমি শুভ্র হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 112 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অরজিনিয়ার xp তে ফাইটি কি সাধারন নোটপেড হিসেবে খুলবে ? না কোন কমান্ড আসবে ?
আমার টা অরজিনিয়ার xp, আপনার ফাইলটি ক্লিক করলাম সাধারন নোটপেড ই খুলল ।