ভাইরাস নিয়ে ভাবনা? আর না আর না । কম্পিউটার কে এবার সাজাবো মনের মত করে !!!

কম্পিউটারে ভাইরাস আর না আর না
এসে গেল registry file
আর নেই ভাবনা ।।

হ্যা ভাই ।আজ আমি ভাইরাসের সাথে যুদ্ধে জয়ী হবার পদ্ধতি শিখাবো । আর এ জন্য আপনার হাতিয়ার হিসাবে লাগবে registry file.
তবে ভাইরাস আমাদের এই হাতিয়ার কেড়ে নেয় । এই registry file অনেক সময় disable থাকে। তাই আগে আমাদের registry file এক্টিভ করে নিতে হবে। এর জন্য এখানে ক্লিক করে ফাইল টি ডাউনলোড করে নিন.

এটি আপনার কম্পিউটার এ নিম্নোক্ত ফাইল গুলি enable করবে :

1.Registry file
2.Task manager
3.MSCONFIG

ডাউনলোড হলে unzip করে xp_emergencyutil.exe ফাইল টি ডাবল ক্লিক করুন ।
create copies এ ক্লিক করুন ।

ব্যাস হয়ে গেল task manager & registry file এনাবল করা ।

এবার আসুন আসল যুদ্ধে নামা যাক ।

1. FOLDER OPTION ফিরিয়ে আনার যুদ্ধ :-
start থেকে run এ যান & লিখুন regedit

এরপর ক্লিক করতে থাকুন সিরিয়াল অনুযায়ী
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer

এবার রাইট ক্লিক করে new--->dword value তে ক্লিক করুন

এবার এটির নাম দিন NoFolderOptions
এবার এটিকে ডাবল ক্লিক করুন & ভ্যালু দিন 0

ok করুন
এরপর নিচের প্রগ্রাম টি নোটপ্যাড এ লিখে সেভ করুন sr.reg নামে

Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Policies\Microsoft\Internet Explorer\Restrictions]
"NoBrowserOptions"=dword:00000000

এরপর ফাইল টিকে ডাবল ক্লিক করুন & yes + ok চাপুন।

ব্যাস ভাইরাসের যুদ্ধে আপনি হয়ে গেলেন জয়ী।আপনার folder option আর hidden হবে না।

ভাল থাকবেন।আগামিতে ভাইরাসের সাথে আরো যুদ্ধ নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত ভাল থাকুন।

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ রোমেল ভাই টিপসের জন্য,
আচ্ছা এই পদ্ধতিতে পিসিতে কোন সমস্যা হবে কিনা?

thanks for share ,windows 7 e kaj korbe bai?

    আপনি নিচের লিখা কপি পেষ্ট করুন নোটপ্যাড এ & সেভ করুন SR.reg নামে।
    এরপর ডাবল ক্লিক করুন & yes & ok চাপুন

    Windows Registry Editor Version 5.00

    [HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]
    “NoFolderOptions”=dword:0000000

    [HKEY_CURRENT_USER\Software\Policies\Microsoft\Internet Explorer\Restrictions]
    “NoBrowserOptions”=dword:00000000

khub valo laglo..

অনেক সুন্দর হয়েছে.. আল্লাহ আপনার ভালো করুক..

    ধন্যবাদ রুবিসা । আপনারা পাশে আছেন বলেই আমি টিউন করার সাহস পাই।

Level 0

ভাইরাস নিয়ে কোন চিন্তা নাই। ভাইরাস পিসিতে ধরারই সাহস পাবে না।

————————————————————-
ফ্রি হোস্টিং- ১০ জিবি স্পেস, ১০০ জিবি ব্যান্ডউইথ

লিনাক্স ব্যবহার করুন,মুক্ত জগতে চলে আসুন, ভাইরাস নিয়ে ভাবতে হবে না।

    ভাই, ubuntu & kubuntu চালিয়েছি । এটা নিঃসন্দেহে ভাল । তবে এক্সপি টা কে কেন জানি ছাড়তে গিয়েও পারি না। 🙁

My registry option is disabled.Whenever I installed xp_emergency then one message come that is ” your registry is disable by administrator”. Then automatically shutdown the pc.
What can I do now ?
I cant set up any Antivirus.When ever i set up any antivirus, it is not activated because EXE file is crashed.

Plz help me . How can i solve this problem without set up windows…..

    শহীদ ভাই, আপনি নিচের লিখা টা নোটপ্যাড এ কপি পেষ্ট করে সেভ করুন shohid.reg নামে

    Windows Registry Editor Version 5.00

    [HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
    “DisableRegistryTools”=dword:00000000

    [HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
    “**.del.DisableRegistryTools”=-

    [HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Group Policy Objects\LocalUser\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
    “DisableRegistryTools”=dword:00000000

    [HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Group Policy Objects\LocalUser\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
    “**del.DisableRegistryTools”=-

    [HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]
    “NoSaveSettings”=dword:00000000

    এরপর ডাবল ক্লিক করুন & yes+ok চাপুন।কাজ হলে জানাবেন

এটা করলে কি আন্টি ভাইরাস আর লাগবে ? ধন্যবাদ ।

    না মাহ্‌মুদুল ভাই,registry file এডিট করা জানলে অ্যান্টি-ভাইরাস লাগে না। ধন্যবাদ।

সুন্দর টিউন ধন্যবাদ রোমেল ভাই

কাজে আসবে ধন্যবাদ।

ধন্যবাদ।

Level 0

প্রিয় বন্ধু, শেয়ার করার জন্ন ধন্নবাদ জানাই…….. এই পোষ্টটি কাজের পোষ্ট…………

ভাই আমি কোন ভাবে System Volume Information এবং $RECYCLE.BIN নামের হিডেন ফোল্ডার ডিলিট করতে পারসি না। দয়া করে কেউ হেল্প করুন।